নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ইচ্ছে হয় মাঝরাতে ছুটে যাই কোথাও=

১৭ ই মে, ২০২৫ বিকাল ৫:১৮



মধ্যিরাতে যদি ডাক দিতিস পিনু মুক্তা পলি সিমু
বলতিস চল ঘুরে আসি গ্রাম হতে,
চল আমাদের এলাকাটা আজ চষে বেড়াই,
চোখ রগড়িয়ে তখনি ছুটতাম তোদের পিছু।

কতদিন একসঙ্গে হাঁটি না, ঘুরি না
ইশ তোদের সাথে যদি বসে পারতাম ট্রেনে
চলে যেতাম শহরের সীমানা ছেড়ে ঝকঝক শব্দ তুলে
চেনা জায়গায় পা ফেলতাম নির্দ্বিধায়।

চেনা পথগুলো কী আজও আমাদের অপেক্ষায় রয়?
গার্লস স্কুলের খেলার মাঠ, ছাদে বাদামের আসর;
বিজ্ঞান ভবনের সেই ব্যাঙ কাটার দৃশ্য
স্কুল পালানোর দিনগুলো কেন আমাদের ডাকে না রে?

তোরা তো শহরের কন্যা ছিলি
আমার সাথে যেতে পারতিস গাঁয়ে
ঝুম বৃষ্টির দিন বগলে পলিথিনে বই পেঁচানো
বজ্র পাতের শব্দে কেঁপে উঠতো যখন বুক
ভাবতাম তোরা এগিয়ে দিতে পারতিস আমায়।

ইশ চুনারুঘাট কলেজের সিঁড়িতে পা রাখি ইচ্ছে
বন্ধুরা একদিন আয় না মধ্যরাতে
পা বাড়াই আমাদের এলাকায়
গিয়ে দেখে আসি আমাদের ছাড়া কলেজ স্কুল
সেই খোয়াই নদী কেমন আছে।

মনে পড়ে যাই সেই দিনগুলো
সেই উদাস দুপুর, কোকিলের কুহু কুহু সুর
আর আমাদের বনভোজনের সেই ক্ষণ
কতই না হাসি আনন্দের সেই ডানা মেলা দিন,
সেই সব দিনগুলো ছুঁতে কী ইচ্ছে করে না তোদের?
©কাজী ফাতেমা ছবি
১৭-০৫-২০২৩

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৫:২৩

যামিনী সুধা বলেছেন:



মানুষ সব সময় কৈশোরের দিনগুলো নিয়ে আবেগী হয়

২| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৫:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এমন স্বপ্ন নিয়েই বাচঁতে চাই
......................................................
কিন্ত জীবন তো সরল রেখায় চলেনা ।

৩| ১৭ ই মে, ২০২৫ বিকাল ৫:৪৭

মোঃআশরাফ উদ্দিন খান বলেছেন: আপনার নিজের লেখক প্রোফাইল, লেখক আইডি, লেখার কপিরাইট যাবতীয় সংরক্ষিত রাখার সুন্দর সুযোগ পাচ্ছেন ই-নলেজ আইডিয়া তে। সাথে পাচ্ছেন ব্যাজ,পয়েন্ট,স্বীকৃতি। যুক্ত হতে পারেন- https://idea.enolej.com

৪| ১৭ ই মে, ২০২৫ রাত ৮:২৫

কামাল১৮ বলেছেন:


ফরিদাপারভীনে গানের সেই লাইনটি মনে পড়ে গেলো।

যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়

৫| ১৭ ই মে, ২০২৫ রাত ৯:১১

জুল ভার্ন বলেছেন: নস্টালজিক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.