![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ভালোবাসা প্রেম কখনো - হয় না জোরে বলে
কাউকে আপন করে যায় না টানা কাছে - নানান ছলে
ভালো কাজ করেও প্রশংসা যায় না পাওয়া কখনো
আবার কখনো মন্দ কাজে মানুষ সায় দিয়ে বাজায় সুখের বেণূ।
কবি হয়েছো, লিখেছো কবিতা
পাঠক না খেলে বেকার সবই তা
জোর করে পাঠক যায় না পাওয়া;
অথচ মানহীন কবিতার পিছু মানুষ ছুটে কখনো.....
মাথানষ্ট কবির চরণে দেয় বাহ্ বা'র হাওয়া।
ভালো কাজ করেছো, করেছো উপকার কারো
অহমে বুক ফুলায় সে, জীবন সুখে পোয়াবারো
কৃতজ্ঞতা তুমি পাবে না তার
সে বাজাবে না এসে
তোমার মনের তারে প্রসংশার সেতার।
দিনরাত যাদের জন্য খাটছো, পাঠিয়েছো টাকা কাড়ি কাড়ি
তোমার টাকায় দেশে ভাই বোন মা করে বাড়ি গাড়ি
তুমি ফিরে এসো, তোমাকে চিনবে না কেউ;
তোমার বুকে তুলবে লোহার তরী..... তুমি হাঁসফাঁস
ওরা ভাসবে সুখে, বুকে সুখের ঢেউ।
কাউকে ভালোবাসলে, করলে কত কিছু
সে নিজ স্বার্থের জন্য নিয়েছিল পিছু
স্বার্থ ফুরিয়ে গেলে ভালোবাসা পালাবে জানালার ফাঁকে
তোমার জন্য এক বিন্দু মহব্বত ছিলো না যে
তার হৃদ বাঁকে!
জোর করে কিছুই যায় না - এখানে পাওয়া
ললাটে না থাকলে......ভালোবাসা প্রেম, সম্মান কিছুই
করবে না বুকে আসা যাওয়া;
তুমি খপ করে ধরতে পারবে না সম্মান, প্রতিপত্তি
তোমার উপর যদি না থাকে প্রভুর কৃপা.....
পাবে না প্রতিদান কিছুরই এক রত্তি।
©কাজী ফাতেমা ছবি
১৬-০৭-২০২৪
©somewhere in net ltd.