![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ফুরিয়ে যাওয়া সময়গুলো স্মৃতির বোয়ামে রাখি বন্দি;
যদি কোনোদিন জরায় হই কাতর;
সেদিন বোতলের ঢাকনা খুলতে- মনে রাখি ফন্দি
যেদিন সময় হবে অয়োময় পাথর।
চামড়ার ভাঁজে তুলে রাখি সময়ের আয়না,
চোখের আয়নায় রাখি অতীতের কৈশোর যৌবন তারুণ্য;
গিরায় গিরায় জমা রাখি, চলে যাওয়া জোর-শক্তি
আর অতীতের শক্তি ফিরে পাওয়ার বায়না;
ফিরে যাবো সহসা যেখানে হবে অনন্তবাস,
সেখানেই-আমার উপর যার কারুণ্য।
কী হবে আর হতাশা পুষে বুকে, কী হবে নৈরাশ্যের ঢেউয়ে ভেসে
চাইলেও কী ধরে রাখা যায়-এই যে ধুপধাপ রঙঢঙ নিয়ে চলা বলা!
কী হবে অহম মনে ধরে, আর কী হবে বসে থেকে হিংসা ঈর্ষা ঘেঁষে;
কী হবে মন এত জটিল নিয়মে গড়ে,
কী হবে করে এতসব ছলচাতুরী ছলাকলা,
যেতে হবে শেষ প্রান্তে আজ নয়তো কাল, যেতে হবে কালের স্রোতে ভেসে।
কী হবে বিত্ত বৈভবে, চাহিদার হাপিত্যেশে পার করে দিন রাতি,
কী হবে দীর্ঘশ্বাস জমা রেখে বুকে, মনে জ্বালিয়ে বিষ বাতি,
দিনশেষে সেই একা,
সেই একাই রাখতে হবে পা বেলা শেষের খেয়ায়
কারো সাথে আর হবে না দেখা।
কী হবে নামাজ ছেড়ে দিয়ে - যোগদান করে হইহল্লায়,
ভেসে যাবে সব অতীতের জলে, সব সুখ উচ্ছ্বাস
পড়তে হবে সহসা মৃত্যুর ফাঁসি গলায়,
যেতে হবে ফিরে এক এক করে, তাঁর কাছে যিনি জীবন দিয়েছেন,
চলে যাবো - যেথায় হবে আঁধারের চাষ।
ফুরিয়ে যাওয়ার গল্প কী তোমরাও জমা রেখেছো স্মৃতির বোতলে
যেদিন জরাজীর্ণতা ধরবে আঁকড়ে, সেদিন খুলে দেখো,
কী করেছিলে চলে যাওয়া সময়ে, অনুতাপে পুড়ে চোখ ভিজিয়ো জলে
কতই না হবে হাপিত্যেশ অতীত ফিরে পাওয়ার জন্য,
তোমরাও বর্তমান কর্মগুলো স্মৃতি করে রেখো,
সব ফেলেই একদিন যেতে হবে সব ছেড়ে ছুঁড়ে,
আঁধারের ভূতলে।
©কাজী ফাতেমা ছবি
০৪/০৯/২০১৯
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৮
সাইফুলসাইফসাই বলেছেন: হুম চলে যেতে হবে একদিন... কী হবে ভেবে যায় দিন?
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৫
বিজন রয় বলেছেন: মানুষ সবসময় আত্মঘাতী, এই জন্য ব্যক্তিগত নিঃসঙ্গতার উর্ধ্বে উঠে কেউ নিজেকে বিচার করে না। একদিন চলে যেতে হবে, এই অনিবার্য সত্যকে অস্বীকার করে জীবনের বিবর্ণ পান্ডুলিপি লিখে যায়।
মৃত্যুর সংলাপে জড়তা থাকবে কেন? থাকবে প্রতি-উত্তরহীন পরিণতি।
সেসব বাদ দিয়ে আমরা কি করি?
তার উত্তর আছে আপনার এই কবিতায়।
শুভকামনা রইল আপা।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৭
জটিল ভাই বলেছেন:
বুঝি বুঝি সবই বুঝি, বুঝেনা হৃদয়!
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
অপ্সরা বলেছেন: ইদানিং কিন্তু বেশি বেশি চলে যাওয়া যাওয়া করছো!!!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৬
জুল ভার্ন বলেছেন: কী হবে জীবনের স্মৃতি জমিয়ে রেখে! সব স্মৃতিই কষ্টের!