![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
বসে থাকি অপেক্ষাতে
মন পাখিরে আসলি না তুই?
রাখিস পাখি উপেক্ষাতে
বল্ না কেন আমায় নিতুই?
শরত গেল আষাঢ় গেল
কোথায় আছিস কোন সে ঘোরে?
মন যে আমার এলোমেলো
একলা আছি আলোর ভোরে।
বসে আছি পাখিরে কই?
ডানা মেলে আয় না উড়ে
ভালোবাসা বুকে থই থই
থাকিস কেন এত দূরে?
সোনা রোদ্দুর দেখ্ না এসে
হেমন্ত এই ডাকছে তোকে
রোদ পোহাবো দুজন বসে
আছিস বাপু কোন সে শোকে?
অপেক্ষাতে রাখিস না আর
আয় না বসে গল্প করি
সময়গুলো বড্ড মায়ার
বুকে মায়ার খামার গড়ি।
নিয়ে আসিস ফুলের তোড়া
ঠোঁটে রাখিস হাসি পাখি
আয় না চলে ও মন চোরা
মন বাড়িয়ে যাচ্ছি ডাকি।
মনটা আমার মেঘের মত
খুব আবেগী নরম সরম
সুন্দর সময় হচ্ছে গত
হাওয়াও আজ কী মনোরম।
হিমেল হাওয়া চারিদিকে
আমায় নিয়ে ঘুরবি, আয় না
করিস না আর স্বপ্ন ফিকে
রাখ্ না পাখি আমার বায়না।
©কাজী ফাতেমা ছবি
১৪-০৯-২০২৩
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইজান
। কেমন আছেন।
ভালো থাকুন সবাইকে নিয়ে
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৪
দ্বীপ ১৭৯২ বলেছেন: দারুন
২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দ্বীপ ভাইয়া
ভালো থাকুন
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৫
কিরকুট বলেছেন:
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিতা হইছে কিরকুট ভাইয়া জি?
কেমুন আছুইন
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
বিজন রয় বলেছেন: এটা একটি গানও হতে পারে।
ছন্দে ছন্দে।
পাখিটাকে পেলে আর একটি কবিতা লিখবেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ। কল্পনার পাখি কল্পনাতেই থাকে । সে পাখি আসে না/আসবে না
ভালো থাকুন ভাইয়া
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।