নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আয় বান্ধবীরা - চা খাই চল=

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০৪



কতকাল একসাথে বসিনি, কতকাল হয়নি গল্প
এই তোদের কী সময় হবে অল্প?
চলে আয় আমার খোলা দাওয়ায়
চা খাবো বসে এক সাথে মিহি হাওয়ায়।

কত দুঃখ জমে আছে বুকে, শুনতে চাস?
ব্যথার লম্বা লাইন, সে গুনতে চাস?
শুনাবি তোদের গোপন ব্যথা অথবা সুখ
চা খেতে খেতে গল্প করবি আয়
সেড়ে যাবে মনের অসুখ।

কতকাল ফুরফুরে মেজাজে নেই আমি
এখানে কেউ মেনে নেয় না - হাসি আনন্দ গল্প - এ পাগলামি
কেমন যেন সবাই, ব্যস্ততার সুতায় বাঁধা
এখানে চোখে লেগে থাকে হরদম মোহ ধাঁধা।

অথচ আমাদের অতীত কী সুন্দর, তাই না?
বর্তমানের বিত্ত বৈভব, ব্যস্ততা এসব তো চাই না;
তোরাও কী খুব বিজি,
বিজি থাকাকেই করে ফেলেছিস ইজি?

যদি পাস অবসর আসিস আমার নীড়ে
হারাস না আর ব্যস্ততার ভিড়ে
কিছুটা সময় আমার হাতে দিস তুলে;
চা খেতে খেতে না হয় - যাস পেরেশানি সব ভুলে।

নিমন্ত্রণ পত্র পাঠালাম এই, বান্ধবী তোদের নামে
যাবে উড়ে নীলচে মেঘের খামে.
দৃষ্টি রাখিস শূন্যে, চা খাওয়ার নিমন্ত্রণ দিলাম
কিছুটা সময়- করে দিস আমার নামে নিলাম।
©কাজী ফাতেমা ছবি
২৩-০৯-২০২৪

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৪

কিরকুট বলেছেন: শুধু বান্ধুবীদের' চা'য়ের দাওয়াত দিলেন ? বন্ধুদের কি আহালে ব্যান করলেন ?

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বন্ধুদেরও মাঝে মাঝে ডাকি। কেউ আসে না

ব্যান করার দুঃসাহস নেই। সবাই ভালো বন্ধু

ধন্যবাদ কিরকুট

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৯

বিজন রয় বলেছেন: কিরকুট বলেছেন: শুধু বান্ধুবীদের' চা'য়ের দাওয়াত দিলেন ? বন্ধুদের কি আহালে ব্যান করলেন ?

হা হা হা .......... আমিও এই প্রশ্নটি করতে চেয়েছিলাম।

চা খাবো কসে দখিনা দাওয়ায়, সম্ভবত এখানে হাওয়ায় লিখতে চেয়েছিলেন!

কবিতায় কিন্ত অনেক ফুরফুরে মেজোজে আছেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: বন্ধুদেরও মাঝে মাঝে ডাকি।

ঠিক করে দিয়েছি।

সময় কম বলে সম্পাদনা করতে পারিনি।
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৯

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছব




যে প্রশ্ন করতে চেয়েছিলুম দেখি কিরকুট তা করে ফেলেছেন আগেই। আর যা বলতে চেয়েছিলুম বিজন রয় সে কথাই বলে গেছেন উপরে।
প্রশ্নফাঁস হয়ে গেল কি? :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.