![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
একটি ডালে তুমি আমি, ফুল হয়ে যে ফুটি,
গল্পচ্ছলে নিই দু’জনা, সুখ মুগ্ধতা লুটি
বললে আমি শুনো তুমি, রাখো সকল বায়না,
হবে নাকি তুমি আমার, ভালো থাকার আয়না?
তুমি আমি এক বিকেলে, ফুলের মত ফুটবো
পাপড়ির ডানা মেলে দুজন, মজা অথৈ লুটবো;
সাদা পাপড়ি সবুজ পাতা, চিরসবুজ মনটা,
কথায় কথায় যাবে কেটে, মিনিট সেকেন্ড ঘন্টা।
তুমি পাতা আমি যে ফুল. ছুঁয়ে ছুঁয়ে থাকি,
এখন থেকে চলো দু’জন, দু’জনার মন রাখি,
তুমি বলবে শুনবো আমি, হাসি মৃদু ঠোঁটে,
হাসলে দেখো কাটবে মনের, অন্ধকার বিদঘুটে।
তুমি আমি পবিত্রতায়, সম্পর্ক ঠিক রাখি,
তুমি যদি মৌমাছি হও, আমি হবো পাখি,
তুমি হয়ো বকুল বেলী, আমি বুনোফুল,
তুমি আকাশ আমি হবো, মেঘ সাদা তুলতুল!
সুখে দুঃখে পাশাপাশি, যাক কেটে যাক বেলা,
মনোযোগে শুনো কথা, করো নাকো হেলা,
তুমি আমি একটি ডালে, ফুলের মত ফুটি,
পাশে থেকে খাবো দু’জন, সুখে লুটোপুটি।
©কাজী ফাতেমা ছবি
২৮-০৯-২০২০
২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপুজি
ভালো থাকুন
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬
শেরজা তপন বলেছেন: আহা মানুষের কত শখ!!
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: শখের কোনো সীমানা নাই ভাইজান
থ্যাংকিউ
ভালো থাকুন অনেক অনেক
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪
শায়মা বলেছেন: বাহ!!! ফুল থেকে কবিতা!!!
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপুনি
ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১১
এইচ এন নার্গিস বলেছেন: কি সুন্দর জীবন্ত ফুল । কবিতা ও সুন্দর ।