|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 কাজী ফাতেমা ছবি
কাজী ফাতেমা ছবি
	সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
 
  
মহা সমস্যা মাথায় নিয়ে মানুষ
বাস্তবের আকাশে উড়ায় জীবনের ফানুস।
কত কষ্টে জর্জরিত, কিত সমস্যা এসে দেয় দেখা,
শত আপনজন পাশে, তবুও মানুষ একা।
কত বিপদ ওঁৎ পেতে রয় মানুষের সম্মুখে
কত বিষাদ ছুঁয়ে থাকে মানুষ, হাসি নিয়ে মুখে,
কত পেরেশানি মানুষের জীবন জুড়ে,
আত্মার স্বজন কাছে থেকেও হয় কখনো দূরে।
কত ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়ে মানুষ জীবন করে পার
দুঃখ আর সুখ যেন এপার ওপার,
তবুও তো মানুষ বেঁচে থাকে আশায়,
খেয়ে পরে বেঁচে হাসে, মানুষ হাসায়!
কারো পা নেই, কেউ অন্ধ;
দেখে না দুনিয়া, কারো চলায় নেই ছন্দ,
কেউ বা ভিক্ষার থালা হাতে,
অন্ন জোগাতে বসে থাকে সাঁঝে প্রাতে।
অথচ সব সুখ থেকেও হা হুতাশে দিন যায়
অপ্রাপ্তির হিসাব কষি, মন মন্দ রাখি বেজায়,
ভাবি কত সুখ এখনো রয়ে গেলো বাকি,
হলো না পাওয়া, সময় এই দিলো ফাঁকি।
কত সুখ এসে পায়ে মাথা ঠুকে,
কত প্রশান্তি এসে জমাট বাঁধে বুকে,
তবুও হতাশা পুষে বুকে
সময়কেই যাই বেদম দুষে।
==================
©কাজী ফাতেমা ছবি
৩০-১০-২০২৪
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.