নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ভালোবাসার কাব্য=

০৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৫



রিসেট বাটন চাপো, জীবন হোক অতীত যেমন
ভুলে যাও বর্তমান, বদলে ফেলো স্বভাব
তুমি হয়ে উঠো কিশোর, অথবা কুড়ির তরুণ,
রক্ত টগবগ করা জীবন ফিরে পাও আবার।

রিসেট বাটন পুস করো, তুমি হও নতুন
যেমনটি ছিলে শৈশবে, বদলে যাও এবেলা;
মন করে নাও মেঘবালকের মতন,
তুমি হেসে ফেলো নির্দ্বিধায়
যেমনটি হেসেছিলে কৈশোরে।

তুমি রিসেট বাটনে টিপ দাও
জীবন ফিরে যাক বিগত দিনে
যেখানে রেখে এসেছো যত স্বপ্ন
স্বাধীন চিন্তা চেতনায় বেড়ে উঠেছিলে যেখানে।

রিসেট বাটনে আঙ্গুল দাও
তুমি হয়ে উঠো ফুরফুরে হাওয়ার মত
ঝেড়ে ফেলো আত্ম অহম
ঝেড়ে ফেলো ব্যস্ততার ঘাম কপাল হতে।

রিসেট বাটনে চোখ রাখো, টিপ দেবে কীনা!
দিতে পারো, ফিরে যাও সেখানে
যেখানে ভুল করেছিলে,
শুদ্ধ মন ইরেজারে মুছে দাও ভুল অংক।

রিসেট বাটনে ক্লিক করতে পারো,
তুমি ফিরে যেতে পারো পিছনে
হাসতে পারো আগের মত
যেখানে হেসেছিলে বসে বন্ধুদের সাথে
সেখানে ফিরে যাও
নিয়ে এসো উচ্ছলতা সব।

রিসেট বাটন রেখে দিলাম সম্মুখে
যেখানে তুমি প্রেমিক ছিলে
ফিরে যাও, সেই মনটা বুকে গেঁথে নিয়ে এসো
ভালোবাসো সময়, ভালোবাসো আমায়;
নিজেকে বদলাতে তোমাকে আঙ্গুল রাখতে হবে আজ
রিসেট বাটনে।
=====================
©কাজী ফাতেমা ছবি
০৫/১১/২৪

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.