নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=শুভ সকাল=

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৬

আসসালামুআলাইকুম। শুভ সকাল । কেমন আছেন সবাই? সময়ের বরকত আর পাচ্ছি না। নতুন অফিস নতুন ডিপার্টমেন্ট, নতুন মানুষ, নতুন কাজ, সব কিছু মিলিয়ে সময় পাচ্ছি না আর অল্প। তাছাড়া নিজের জন্য সময় দিচ্ছি। ডায়াটের মত খাবার তৈরী করতেও সময় লাগছে এবং নিয়মিত হাঁটছি। সন্ধ্যায় নামাজ পড়ে রোজ এক পাতা কোরআন পড়ছি। তারপর ৫২ মিনিটের মত এক্সারসাইজও করছি। এসব শেষ করে দেখি সময় বেশি নেই। মোবাইল আগের মত হাতে নিতে পারছি না। লিখালিখিও কমে গেছে।

দিন দুনিয়ার খবরও তেমন রাখতে পারছি না। বছর শেষ হয়ে যাচ্ছে। কাজের পরিধি দিনকে দিন বাড়েই - কমে না। আল্লাহ বাঁচাইলে আগামী মাসে অথবা তার পরের মাসে নিজেদের বাড়ীতে গিয়ে উঠবো। বাড়ীর জন্য কেনাকাটা, টাইলস, রান্নাঘরের গ্রানাইট। বাথরুম ফিটিংস এসব দেখে শুনে কিনছি, যাচ্ছি মার্কেট হতে মার্কেট। গত সপ্তাহে সেভেন সুইচের সিংক কিনেছি। চুলাও কেনা হলেো। একটা বাড়ী বানাতে যে কত প্যারা তাসীনের বাপে বুঝতেছে। কত কিছু লাগে। সাড়ে ছয়তলা বাড়ীর তিনটা ফ্লোর ঠিক করছি, বাড়ীতে উঠে বাকি কাজ করতে হবে। দূরে থেকে কাজ করানো ঝামেলা বেশী। আল্লাহর রহমতে মান্ডার রাস্তা ঠিক হয়েছে। টিটি পাড়ার আন্ডারপাস খুলে দিয়েছে।

ব্লগে আগের মত কারো পোস্ট পড়তে পারছি না। মন্তব্যও করতে পারছি না। মাঝে মাঝে পোস্ট করে চলে যাই। তবে ব্লগে দিনকে দিন স্থবিরতা বাড়ছে। কাটছে না মন্তব্যের খরা। বিতর্কিত পোস্টগুলাতেই কেবল মন্তব্য পড়ে বেশী। আর একজন তো নিজের পোস্টে দুইটা করে কমেন্ট করে কমেন্ট বাড়িয়ে ফেলে। অনেকেই আসেন না নিয়মিত । কত কত প্রিয় ব্লগারদের হারিয়ে ফেলছি। মিস করছি অনেককেই। ওমেরা আপু, মুক্তাপু, আরোগ্য আপু আছেন তবে মাঝে মাঝে আসেন। রামিসা রোজা আপু আর আসেনই না। জেমস বন্ড, সাদা মনের মানুষ, পবন সরকার, সুমন কর, ভ্রমরের ডানা, বিলিয়ার ভাইয়া, বিদ্রোহী ভৃগু, নাগরিক কবি, মোস্তফা সোহেল, কাজী রিফাত, সেলিম আনোয়ার, পদ্মপুকুর, নেওয়াজ আলী, সাড়ে চুয়াত্তর ভাইয়া, জুন আপু, মা। হাসান ভাইয়া, করুণাধারা আপু, পদাতিক ভাইয়া, নীল আকাশ ভাইয়া, আর্কিওপটেরিক্স, জেন রসি, নুরুন নাহার লিলিয়ান আপু, কবিতা পড়ার প্রহর, কল্পদ্রুম, এমডি মুসা, প্রামাণিক ভাইয়া, ব্লগার প্রান্ত, নীল পরী, ইসিয়াক ভাইয়া, হাবিব ভাইয়া, সোহানী আপু, সম্রাট ইজ বেস্ট, ল, শাহিন ৯৯, ফয়সাল রকি, স্রাঞ্জি সে, সাইনবোর্ড, কাওসার চৌধুরী, জাহিদ অনিকসহ অনেকেই আর নিয়মিত এখানে আসা যাওয়া করছেন না । জীবন ব্যস্ততায় বাঁধা পড়ে গেছে। সবাইকে বড্ড মিস করি। আজ সব কাজ বাদ দিয়ে এই লিখাটুকু লিখতে পারছি। দেশের পরিস্থিতিও ভালো না। যে যার স্বার্থ নিয়া দেশটারে টানাটানি করতেছে। কী যে হবে সামনের দিনে। নেতাদের মুখের কথার কোনো ব্যালেঞ্চ নাই, ক্ষমতা পাওয়ার জন্য সবাই মরিয়া। কেউ দেশের কথা ভাবে না, মানুষের কথা ভাবে না। সব দলই স্বার্থে ঘেরা। নিজেদের আখের গুছানোর জন্যই যেন তারা লড়ছে।

তো সবাই কেমন আছেন। সবার জন্য শুভকামনা। ভালো থাকুন পরিবার পরিজন নিয়ে এই দোয়া করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থ রাখেন , বিপদ আপদ হতে রক্ষা করেন, মান সম্মান বাঁচিয়ে জীবন চালিত করার শক্তি দেন। ফি আমানিল্লাহ।

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৬

ডঃ এম এ আলী বলেছেন:





আপনার জন্যও শুভ সকাল ।
প্রিয়মুখ সকলকে ব্লগে নিয়মিত করনের জন্য আপনার আকুতিকে সাধুবাদ জানাই ।
আশাকরি কাংখিত সকলেই ব্লগে নিয়মিত হবেন । ব্লগে আসবে প্রাণচাঞ্চল্য ।
বেশ কিছুদিন ধরে বিবিধ কারণে ব্লগে নিয়মিত হতে পারিনি ।
এখন মাঝে মধ্যে হাতে সময় নিয়ে আপনার লেখা সুন্দর সুন্দর
পোস্ট গুলি দেখা ও পাঠ করে যাব ইনসাল্লাহ ।

২| ১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যাদের নাম উল্লেখ করেছে তাদেরকে অনেক দিন হলো ব্লগে দেখিনা। উল্লেখিত ব্লগারগণ সবাই ভালো লিখতেন। সবাইকে ফিরে আসার আকুতি জানাচ্ছি।

৩| ১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৬

যারীন তাসনীম আরিশা বলেছেন: আপুনির লেখা খুবই ভালো লাগলো। সংসার জীবনে অনেকেই এখন ব্যস্ত।

৪| ১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৫

অধীতি বলেছেন: শুভকামনা আপনার জন্য। ভাল থাকবেন সবসময়।

৫| ১৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৭

আরোগ্য বলেছেন: আপাতত কিছুদিন ব্লগে লগইন করার কোন ইচ্ছাই ছিল না। জীবনের টুকিটাকি নিয়ে একটা পোস্ট রেডি করেছিলাম যেদিন পোস্ট করবো সেদিনই সামুর হরতাল তাই ভাবলাম হয়তো আল্লাহর ইচ্ছা আমি অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে লেখা থেকে বিরত থাকি। বেশ কিছু পড়া জমা আছে তাই এখন আর লেখায় হাত দিতে পারছি না। যেটার জন্য লগইন করা তা হল আপনার সন্ধ্যার পর এক্সারসাইজের রুটিন। যদি সম্ভব হয় তা ভোরবেলা শুরু করেন। পাঁচ দশ মিনিট কোরআন তিলাওয়াত ফজরের নামাজের পর করলে আপনার কোরআনের হক্কও অধিক আদায় হয় (যেহেতু আল্লাহ পাক পবিত্র কালামে ফজরের কোরআন বলে উল্লেখ করেছেন) এবং শ্বাসের ব্যায়ামও হয়ে যায়, সন্ধ্যার পর অবসরের সময়টা তাদাব্বুরের জন্য রাখলেন যেমন অর্থ বুঝে গভীর ভাবে চিন্তা ভাবনা করা। সন্ধ্যা ৫২ মিনিট এক্সারসাইজ না করে যদি তা ভোরবেলা ২০ মিনিট করেন তাহলে অধিক ফলপ্রসূ হবে, এতে আপনার শরীর দিনের শুরুর সময়তেই সক্রিয় হয়ে উঠবে,তাছাড়া ভোরের আবহাওয়া শরীর ও মনে প্রফুল্লতা এনে দেয়, দৈনন্দিন কাজকর্মে বিরক্তি ও ক্লান্তির বদলে আপনি এক ধরনের স্পৃহা লাভ করেন ইনশাআল্লাহ। বেলা গড়িয়ে পড়ার পর ভারী খাবার, ভারী কাজ শরীরের জন্য ক্ষতিকর। সেদিকে এক্সারসাইজ তো শরীরের প্রত্যেক অঙ্গ একটিভ করে দেয় অথচ সূর্য ডোবার পর শরীর প্রাকৃতিকভাবে বিশ্রাম নেয়ার জন্য প্রস্তুতি নেয়। উপরে আরেকটি কথা উল্লেখ করেছেন যে, সময়ের বরকত পাচ্ছেন না। আপনি একটু কষ্ট করে এক সপ্তাহ রুটিনে এই বদলটা এনে দেখুন আপনার এই অভিযোগ দুর হয়ে যাবে ইনশাআল্লাহ।
এতো এতো ব্লগারদের মাঝে সবচেয়ে বেশি যাকে মিস করি তিনি হলেন আমাদের শিখা রহমান আপু। আর তাছাড়া ব্লগটা যেন কেমন বিমর্ষ হয়ে গেছে।
নতুন বাড়ির জন্য অনেক শুভকামনা রইল, আল্লাহ যেন তার রহমত বরকতে পূর্ণ করে দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.