| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মুসলমানের ঘরে যে নিয়েছো জন্ম - ভুলে গেলে?
উড়ছো দুনিয়ার সুখে - মোহ আকাশে ডানা মেলে;
ইসলামের বিধি নিষেধ মানতে নারাজ
যেগুলো মানা একটু কষ্টের কাজ?
যে বিধি নিষেধ মানলে দুনিয়ার মোহে হওয়া যাবে না আচ্ছন্ন;
যে হারামে বাধা বিপত্তি, সে হারামেই সুখ খুঁজে হও ধন্য;
যে নিয়মে জীবন পার করলে পরকালে সুখ শান্তি
সে নিয়মে পড়তে চাও না বাধা....পথ খুঁজো ভ্রান্তি ।
শালীনতার বুকে পা রেখে হাঁটো পথ - অশালীন বেশে,
বিদায় জানাও ইসলামের বিধি নিষেধ.....হেসে হেসে;
দুনিয়ার সুখে যা বাধা বিপত্তি,মোহ ছুঁতে অসুবিধা
ইসলামের বিরুদ্ধে কথা বলতে তখন নেই অল্প দ্বিধা!
কী করে সে বিধি নিষেধ হালাল করা যায়,দলিল খুঁজো
জাল হাদিস তুলে ধরো, হারামেই মন গুঁজো।
সত্যের পথে চলতে গেলে, মোহকে জানাতে হয় বিদায়
পাঁচ ওয়াক্ত নামাজ করতে হয় আদায়,
সেখানেই বিপত্তি, সেখানেই তোমাদের জ্বালাপোড়া;
কত হাদিস বলো হারামের পক্ষে, সব মনগড়া।
মানবিক হৃদয় হলেই কেবল চলবে না,
ইসলামের বিধি নিষেধ না মানো যদি
ভেবো না এ - কখনো, জান্নাত তোমার জন্য তৈরী,
জান্নাত পেতে হলে মোহ করতে হয় ত্যাগ,
আল্লাহর ইবাদত করতে হয় নিরবধি।
ইহকাল আছে, আছে পরকাল,আর মরণকাল
একদিন তোমাদের জীবনেও নামবে অকাল;
দুনিয়ার সুখে আচ্ছন্ন যারা, মরণে হারাবে সব
আর পারবে না বসাতে দুনিয়ায়- মোহের উৎসব;
পাপ পুণ্যির বিচার হবে শুরু,দিতে হবে ভালো মন্দের উত্তর
যদি পরকালে শান্তি চাও তবে নিজেকে বদলাও সত্বর ।
======================================
©কাজী ফাতেমা ছবি
০২/১২/২৪
০৩ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
২|
০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৯
কিরকুট বলেছেন: Courtesy Turan Haq
একদিন কৌতুহলবশতঃ একজন মৌলভীকে জিজ্ঞাসা করলাম, 'হুজুর, জান্নাতে কে যাবে?'
হুজুর বললেন, 'একমাত্র মুসলমানরাই জান্নাত যাবে!'
তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কই যাবে?
হুজুর পুলকিত হাসি দিয়ে বললেন, 'সব শালারা দোজখে যাবে!'
হুজুরকে কইলাম, 'কোন মুসলমান বেহেস্ত যাবে - শিয়া না সুন্নী?'
হুজুর কহিল বেশক সুন্নী বেহেস্ত যাবে!
আচ্ছা হুজুর সুন্নী তো দুই রকমের, মুকল্লিদ আর গের-মুকল্লিদ?
তাহলে কোন দল বেহেস্তে যাবে?
হুজুর কহিল অবশ্যই 'মুকল্লিদ'
হুজুরকে কহিলাম মুকল্লিদের তো চার ভাগ। ওদের মধ্যে কে জান্নাতে যাবে?
হুজুর কহিল হানাফি যাবে জান্নাতে, আর কিছু?
না হুজুর মানে হানাফি'র তো দু'টো ভাগ- দেউবন্দী আর বেরেলবী? কৌতুহল ছিল তাই বললাম!
হুজুর বলল - 'দেউবন্দী যাবে জান্নাতে!'
ধন্যবাদ হুজুর কিন্তু দেউবন্দীর দু'টো ভাগ- হায়াতি আর মমাতি। তো এদের মধ্যে কোন দেওবন্দী তা যদি একটু খুলে বলেন?
এরপর হুজুর আমার দিকে চোখ বড় করে তাকালেন, আমিও ভয়ে আর কোন প্রশ্ন করি নাই।
মনে মনে ভাবছি, আমাদের মুসলিমদের মধ্যে এতো ফ্যারকা কেন?
০৩ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: একেক হুজুর একেক রকমের বক্তব্য দেয়। কোনটা মানবো কোনটা মানবো না। কী যে একটা অবস্থা;
এত ফ্যারকা আমাদের মাঝে
৩|
০২ রা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনে মনে ভাবছি, আমাদের মুসলিমদের মধ্যে এতো ফ্যারকা কেন?
..................................................................................................
আমাদের ঈমান কি ঠিক আছে ???
হুজুর বলল - 'দেউবন্দী যাবে জান্নাতে!'
তাহলে অন্যদের নামাজ রোজা করার আবশ্যকা কী ???
০৩ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
৪|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মুজিবে পতিত পুত্ররা একসংগে আপনার পিছনে লেগেছে। রানু বেগম যে দুকলম লিখতে কলম ভেঙ্গে যাবে সেও যা তা বলছে, ভাবতে আশ্চর্য লাগে!
০৩ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইসলাম নিয়ে জ্বালাপোড়া এদেরই বেশী। সত্য মানতে নারাজ। হারামকেই হালাল ভাবে।
রানু নিজেরে সহজ সরল বলে প্রকাশ করে। অথচ তার ভিতর কত নোংরা। অন্যকে নিয়ে এমন মন্তব্য করে। আপনি ছাড়া কে আর প্রতিবাদ করেছে বলুন। এজন্যই এরা সাহজ পায়
৫|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৩২
ডঃ এম এ আলী বলেছেন:
সত্য বাণীতে এত জ্বলে কেন?
তার কারণ হলো
সত্যের আলো নিভে না কখনো
তবু এত আঁধার কেন কারো মনে?
স্বার্থের ঘন কুয়াশা ভেদ করে যখন
এক ফোঁটা সত্য ঝরে পরে অন্তরে
তখনই তা জ্বলে ওঠে ক্ষণে ক্ষণে?
মিথ্যার নরম বিছানা যতই সাজায়
সত্যের পাথর তবু তাতে ধসে পড়ে
দুর্বল হৃদয় সত্যের স্রোত সামলাতে না পারে
তাই তো রাগে ঘৃণায় ঝড় ওঠে অজান্তে ভোরে।
সত্য তো কারও শত্রু নয়
শত্রু শুধু মনের ভয়
লুকোনো অপরাধের বেদনায়
যার অন্তরে স্বচ্ছতার দীপ জ্বলে
তার চোখে সত্য বরাবরই
ছায়া হয়ে থাকে শান্তির তলে ।
কারো কারো কেন এত জ্বলে ?
কারণ সত্য আয়না
তাতে নিজেদেরই মুখ দেখা যায়
মনে মনে যে দহন বহন করে
সেই আগুনই কেবল সত্যকে দেখে
আরও জ্বলে জ্বলে ওঠে ।
কেও যদি সত্যকে ভালোবাসে
নিজের জীবনও আলো হয়ে উঠে তাতে
সত্য যে কারও একার নয় সত্য সবার
প্রতিটি মুক্ত আত্মার শাশ্বত প্রেরণাতে।
শুভেচ্ছা রইল
০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর করে লিখে দিয়েছেন। মাশাআল্লাহ।
অথচ দেখেন গাজী ট্যাংক কত বিশ্রি ভাবে আমাকে নিয়ে কটু কথা বলেছে তার সাগরেদকে নিয়ে।
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন ভাইয়া
৬|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৩
এ পথের পথিক বলেছেন: কিরকুট যা লিখেছে তা হুদাই আন্দাজে নিজের মত কই থেকে একটা কি কপি করে এনে পেস্ট করে ভাবছে কি একটা করে ফেলেছে ।
যাইহোক কিরকুটের উত্তর হবে শুধু মুসলিম রা জান্নাতে যাবে । মুসলিমদের মধ্যে কোন ভাগাভাগি দলাদলি নেই । ফিকহি বিষয়ে যদি মতভেদ থাকে তাহলে সেটা দল হয় না, যারা ভাগাভাগি দলাদলি করবে তারা ভ্রান্তির মধ্যে আছে । আমাদের জ্ঞানের উৎস কুরআন এবং সহিহ হাদিস । ইসলাম সম্পর্কে বিস্তারিত অথেনটিক সোর্স থেকে জানুন ।
বিস্তারিত জানুনঃ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমার উম্মাহ ৭৩ দলে বিভক্ত হবে; একটি দল জান্নাতী, বাকিরা জাহান্নামী’। প্রশ্ন হলো, জান্নাতী দল কারা? আর অন্যরা কি চিরস্থায়ী জাহান্নামী, নাকি শাস্তি ভোগ করে জান্নাতে যাবে? দলীলসহ জানতে চাই।
ছবি আপু আপনি বলেছেন: একেক হুজুর একেক রকমের বক্তব্য দেয়। কোনটা মানবো কোনটা মানবো না। কী যে একটা অবস্থা; এত ফ্যারকা আমাদের মাঝে
উত্তরঃ আপনি কোন কোন হুজুরের বক্তব্য শোনেন আমি জানিনা । ইসলামিক কিছু রিসোর্স দিচ্ছি আশা করছি হয়ত আপনি জানেন তারপরও, ভবিষ্যতে সবার উপকার হবে, ইনশাআল্লাহ ।
১। https://quran.com/ ( এখানে সেটিং পরিবর্তন করে বাংলা কাস্টমাইজ করে নিতে পারবেন যেখানে অনেক তাফসির বাংলায় পাবেন )
২। https://sunnah.com/
৩। https://islamqa.info/bn ( এখানে ইসলামিক বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন, সাইট সৌদি আরব থেকে পরিচালিত । )
৪। https://www.islamweb.net/en/ ( প্রশ্ন উত্তর )
৫। http://response-to-anti-islam.com/ ( নাস্তিকদের মিথ্যাচারের জবাব )
৬ । https://at-tahreek.com/ ( বাংলাদেশী সাইট প্রশ্ন উত্তর জানার জন্য, মাসিক ইখলাস, মাসিক ইহতিসাম আছে )
৭ । খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ
৮ । শাইখ আহমাদুল্লাহ
৯ । শাইখ আবু বকর মুহাম্মাদ জাকারিয়া
১০ । শাইখ মানজুর ই ইলাইহি
তাদের কথা বক্তব্য বা আলোচনা যাই বলুন শুনবেন যারা রেফারেন্স ভিত্তিক আলোচনা করেন এবং যাদের আকিদা সহিহ ।
০৯ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি আহমদউল্লাহ হুজুরকেই এখন ফলো করি বেশী।
অনেক ধন্যবাদ লিংকগুলো কাজে লাগবে ইংশাআল্লাহ
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বরাবরের মতোই সুন্দর কবিতা।