| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

ঠায় তাকিয়ে যাই দেখে যাই
এই দুনিয়ার রঙের মানুষ
কষ্টে আছে কেউ বা বেশী;
কেউ বা উড়ায় রঙিন ফানুস।
এই দুনিয়ার মানুষগুলো
মনটা কেমন যায় না বুঝা,
কেউ বা স্বার্থে কষ্ট দিলো
হলো কেউ বা ব্যথায়-ওঝা।
অহম পুষে মনে কেউ বা
কেউ বা হাসে বাঁকা ঠোঁটে;
মনটা কারো আলোয় ভরা,
কারো মন আঁধার বিদঘুঁটে।
অবাক চোখে যাই দেখে যাই
রঙে ভরা মানুষগুলো:
কেউ বা সুখী, কেউ বা দুঃখী
কারো জীবন এলোমেলো।
মানুষ দেখি চুপটি বসে
কেউ বা আছে ঈর্ষা নিয়ে;
হিংসা মনে নিয়ে কেউ বা,
অন্যের স্বস্তি নেয় ছিনিয়ে।
মুখে যে এক - মনে অন্য,
নিয়ে মানুষ কেমনে বাঁচে;
স্বার্থপর সব মানুষকেই
মন বাড়ালে পাচ্ছি কাছে।
মানুষ দেখি - মন বুঝি না
মুখে হাসি - বুকে কী বিষ?
মানুষ নিয়ে ভাবলে আহা
এক নিমেষে হারাই যে দিশ।
==================
©কাজী ফাতেমা ছবি
১০/১২/২০২৩
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ঠিক বলেছেন। নিজেকে নিয়েই ভাবা উচিত। নিজেকে শুদ্ধ সহি করার পথও খুঁজে নিতে হয়।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
২|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
জিনাত নাজিয়া বলেছেন: খুব সুন্দর লিখেছ আপু, কিন্তু কেউ কি এমন করে তোমার কথা ভাবে?
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু। কেউ ভাবে না আপু
ভালো থাকো
৩|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৭
সূচরিতা সেন বলেছেন: চমতকার লিখার গাথুনি দিদি।
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দিদি
ভালো থাকুন
৪|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সৃন্দর কবিতা।
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৫|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৭
যারীন তাসনীম আরিশা বলেছেন: কবিতা ভালো হয়েছে।
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
আরিশা নামটা সুন্দর লাগে
ভালো থাকুন
৬|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৬
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে । ঠাই দাঁড়িয়ে কি শুধু মানুষ দেখলেই হবে?
মানুষের লেখা কবিতাও দেখতে হবে । সে সাথে নীজ পোস্টে করা
মানুষের মন্তব্যও শীঘ্র শীঘ্র দেখতে হবে । এর আগের কবিতাতেও
পাঠক মন্তব্য রয়ে গেছে অদেখায়, তাকি জানা গেছে ।
শুভেচ্ছা রইল
০৭ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া। আগের মত পিসিতে বসতে পারি না সরি
তবে সময় করে সব পোস্টই পড়ি এবং মন্তব্য করি
মন্তব্যের উত্তরও দেই।
অনেক ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য
ভালো থাকুন অনেক অনেক
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৮
মোস্তফা সোহেল বলেছেন: আমার মনে হয় চারপাশের মানুষদের নিয়ে বেশি না ভাবাই ভাল তাতে নিজের কষ্টই বাড়বে।