নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ঠায় দাঁড়িয়ে মানুষ দেখি=

০৩ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৪


ঠায় তাকিয়ে যাই দেখে যাই
এই দুনিয়ার রঙের মানুষ
কষ্টে আছে কেউ বা বেশী;
কেউ বা উড়ায় রঙিন ফানুস।

এই দুনিয়ার মানুষগুলো
মনটা কেমন যায় না বুঝা,
কেউ বা স্বার্থে কষ্ট দিলো
হলো কেউ বা ব্যথায়-ওঝা।

অহম পুষে মনে কেউ বা
কেউ বা হাসে বাঁকা ঠোঁটে;
মনটা কারো আলোয় ভরা,
কারো মন আঁধার বিদঘুঁটে।

অবাক চোখে যাই দেখে যাই
রঙে ভরা মানুষগুলো:
কেউ বা সুখী, কেউ বা দুঃখী
কারো জীবন এলোমেলো।

মানুষ দেখি চুপটি বসে
কেউ বা আছে ঈর্ষা নিয়ে;
হিংসা মনে নিয়ে কেউ বা,
অন্যের স্বস্তি নেয় ছিনিয়ে।

মুখে যে এক - মনে অন্য,
নিয়ে মানুষ কেমনে বাঁচে;
স্বার্থপর সব মানুষকেই
মন বাড়ালে পাচ্ছি কাছে।

মানুষ দেখি - মন বুঝি না
মুখে হাসি - বুকে কী বিষ?
মানুষ নিয়ে ভাবলে আহা
এক নিমেষে হারাই যে দিশ।
==================
©কাজী ফাতেমা ছবি
১০/১২/২০২৩

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৮

মোস্তফা সোহেল বলেছেন: আমার মনে হয় চারপাশের মানুষদের নিয়ে বেশি না ভাবাই ভাল তাতে নিজের কষ্টই বাড়বে।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৩

জিনাত নাজিয়া বলেছেন: খুব সুন্দর লিখেছ আপু, কিন্তু কেউ কি এমন করে তোমার কথা ভাবে?

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৭

সূচরিতা সেন বলেছেন: চমতকার লিখার গাথুনি দিদি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.