| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

তুমি তো জবা ফুলের রঙ চেনো, হৃদয়ের রক্তক্ষরণ বুঝো না!
মনে যে বিষাদের তুলপাড় ঢেউ সে'ও খুঁজো না;
সবুজ পাতা মন আমার, মুর্হুমুহু স্নিগ্ধতা হারাই,
তোমার মন দুয়ার বন্ধ, সেখানে রোজ দাঁড়াই।
তুমি যেন বল্গা ঘোড়া, মন ছেড়ে ছুটে যাও দূর,
মনে জমে আছে অভিমান এক সমুদ্দুর,
রক্ত জবার মতন মন আমার - বিষাদে ছাওয়া;
তোমার মনে রাখা যায় না মন, তুমি চৈত্রের তাওয়া।
এই যে হাহাকার মনের, সময় পালায়, সে যন্ত্রণা পুষি বুকে
দাঁড়ালে না এক গুচ্ছ জবা নিয়ে সম্মুখে,
দিলে না খোঁপায় গুঁজে ফুল
ভালোবাসি তোমায়, সেকী ভুল?
দীর্ঘশ্বাস দিয়ে হাসছো নাকি দূরে দাঁড়িয়ে,
দিতে তো পারতে মন ছুঁতে - মন বাড়িয়ে;
মনটা সবুজ করে নিতে পারতে এবেলা;
এই তুমি চিরতরুণ হতে পারো,
ভাসাতে পারো আমায় নিয়ে প্রেম ভেলা।
তোমার বুক পকেটে যদি দেই গুঁজে রক্ত জবা ফুল
সুখী হবে বন্ধু অতুল?
হাওয়ায় উড়িয়ে চুল, হেঁটে যাবো পিছনে তোমার দূর বহুদূর
তুমি ধরে নিয়ো হাত, দিয়ো বুক উঠোনে ভালোবাসার রোদ্দুর।
রক্ত ক্ষরণ চুয়ে পড়ে বুক দেয়াল বেয়ে, মন রাখো সেথায়,
ভালোবাসার মলম হও বুকের ব্যথায়,
কী আর আছে জীবনে, প্রেম ছাড়া শূন্য বুকের কুঠুরি;
এবেলা একটা জবা ফুল দাও উপহার, মন নাও চুরি।
========================
©কাজী ফাতেমা ছবি
০৮/১২/২০২২
©somewhere in net ltd.