| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

তুমি তো জবা ফুলের রঙ চেনো, হৃদয়ের রক্তক্ষরণ বুঝো না!
মনে যে বিষাদের তুলপাড় ঢেউ সে'ও খুঁজো না;
সবুজ পাতা মন আমার, মুর্হুমুহু স্নিগ্ধতা হারাই,
তোমার মন দুয়ার বন্ধ, সেখানে রোজ দাঁড়াই।
তুমি যেন বল্গা ঘোড়া, মন ছেড়ে ছুটে যাও দূর,
মনে জমে আছে অভিমান এক সমুদ্দুর,
রক্ত জবার মতন মন আমার - বিষাদে ছাওয়া;
তোমার মনে রাখা যায় না মন, তুমি চৈত্রের তাওয়া।
এই যে হাহাকার মনের, সময় পালায়, সে যন্ত্রণা পুষি বুকে
দাঁড়ালে না এক গুচ্ছ জবা নিয়ে সম্মুখে,
দিলে না খোঁপায় গুঁজে ফুল
ভালোবাসি তোমায়, সেকী ভুল?
দীর্ঘশ্বাস দিয়ে হাসছো নাকি দূরে দাঁড়িয়ে,
দিতে তো পারতে মন ছুঁতে - মন বাড়িয়ে;
মনটা সবুজ করে নিতে পারতে এবেলা;
এই তুমি চিরতরুণ হতে পারো,
ভাসাতে পারো আমায় নিয়ে প্রেম ভেলা।
তোমার বুক পকেটে যদি দেই গুঁজে রক্ত জবা ফুল
সুখী হবে বন্ধু অতুল?
হাওয়ায় উড়িয়ে চুল, হেঁটে যাবো পিছনে তোমার দূর বহুদূর
তুমি ধরে নিয়ো হাত, দিয়ো বুক উঠোনে ভালোবাসার রোদ্দুর।
রক্ত ক্ষরণ চুয়ে পড়ে বুক দেয়াল বেয়ে, মন রাখো সেথায়,
ভালোবাসার মলম হও বুকের ব্যথায়,
কী আর আছে জীবনে, প্রেম ছাড়া শূন্য বুকের কুঠুরি;
এবেলা একটা জবা ফুল দাও উপহার, মন নাও চুরি।
========================
©কাজী ফাতেমা ছবি
০৮/১২/২০২২
০৯ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
২|
০৯ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১৯
সামিয়া বলেছেন: সুন্দর লিখেছেন আপু
০৯ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু
ভালো থাকো সবাইকে নিয়ে
৩|
০৯ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৭
এ পথের পথিক বলেছেন: মনে জমে আছে অভিমান এক সমুদ্দুর, ![]()
১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম।
ধন্যবাদ আপনাকে
৪|
০৯ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৭
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে । জবাদের সাথে কি কথা হয় কখনো। আমি জবাকে খুা ভালবাসী
মাঝে মাঝে জবার সাথে কথা হয় । এই তো একটি জবার সাথে কথা হয়েছে এই কবিতা পাঠের কালে।
বলেছে আমি জবা, লাল রঙে রাঙানো, এক টুকরো আগুনের মতো উজ্জ্বল একটি ফুল।
আমার জন্ম ধুলো বালির মাঝে নয়, বরং সবুজ পাতার উষ্ণ কোলে। ভোরের শিশির যখন আমার কচি
কলিকে আলতো ছুঁয়ে দেয়, তখনই আমি প্রথমবার জেগে উঠি। সূর্যের আলোর সাথে ধীরে ধীরে আমার
পাপড়িগুলো খুলে যায় যেন পৃথিবীকে প্রথম সম্ভাষণ জানাই।
আমার গড়ন খুব জটিল নয়, কিন্তু আমার রঙে মানুষের মনে অন্যরকম আবেগ জেগে ওঠে। কেউ আমাকে
দেখে ভক্তির স্পর্শ খুঁজে পায়, কেউ ভালোবাসার প্রতীক ভাবে, আবার কেউ আমাকে সাজসজ্জার সঙ্গী করে তোলে।
দেবতার পূজায় আমি বারবার জায়গা পাই এ যেন আমার জন্য মানুষের আন্তরিক শ্রদ্ধার এক নীরব উপহার।
গাছে ঝুলে থাকা অবস্থায় আমি শুনি পাখিদের কলতান, দেখি প্রজাপতির নাচ, অনুভব করি বাতাসের মৃদু দোল।
আমার জীবন খুব দীর্ঘ নয়, কিন্তু প্রতিটি মুহূর্তে রঙ আর আলো ছড়িয়ে যাওয়াই আমার কাজ। যখন ঝরে যাই,
তখনও মনে হয়, আমার লাল রঙগুলো যেন পৃথিবীর বুকে একটু আনন্দ রেখে গেল।
আমি জানি, আমার জায়গায় আবার একটি নতুন কলি আসবে। এটাই আমাদের ধারা জন্ম, বিকাশ, আর বিলীন
হয়ে যাওয়া। কিন্তু ততদিন পর্যন্ত, আমি আমার প্রতিটি দিনকে লাল রঙে, ভালোবাসায় আর আলোয় ভরে রাখতে চাই।
আমি জবা ক্ষণস্থায়ী হয়েও সুন্দর, ছোট হয়েও গর্বিত। আমার অস্তিত্ব মানুষের হৃদয়ে রঙ ছড়ানোর জন্যই।
আর মানুষের হৃদয়ের রঙএ রাংগিয়ে শিল্প সাহিত্য কবিতা হয়ে ছড়িয়ে পড়ি সামুর মত কত কত ব্লগ বাগানে।
ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য ।
শুভেচ্ছা রইল
১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জবা আসলেই সুন্দর ফুল, কত রংয়ের জবা এখন দেখতে পাওয়া যায়। একই গাছে গ্রাফটিং করে বাগানীরা অনেক কালার জবা ফুটায় একই গাছে। কী যে সুন্দর। আমার জবা গাছ নেই। ভাবছি নতুন বাসার ছাদে জবা লাগাবো ইংশাআল্লাহ।
জবা ফুল কলোনীতেও বেশী নাই। শিউলী আর টগর আছে যেগুলো পুজার জন্য সকালেই গায়েব। আমিও দিদির সাথে শিউলী কুড়াই। চায়ের সাথে ছবি তুলি
অনেক সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ও দোয়া রইলো
ভালো থাকুন ভাইয়া জি
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৩
সাইফুলসাইফসাই বলেছেন: আপনার কবিতা সবসময় ভালো লাগে বোন