| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কনুইয়ের গুতাতে কার, জায়গাটা দখলে
কে সে, জানো তো সকলে!
ক্ষমতার লড়াইয়ে, বল চাই-
দেহে বাপু জোর চাই
জোর যার, ক্ষমতা তার,
রাজনীতির ছল চাই।
ক্ষমতাটা নিতে চাও, জোর চাই
দেহ মাঝে বল চাই,
ধাক্কায় নির্বল, ফেলে দাও - ধুর ছাই।
বিজয়ের হাসিটা,
ধরে রেখো ঠোঁটে ভাই,
পিছিয়ে পড়ে যে
দাম তার মোটে নাই।
ভোট ছাড়া
ক্ষমতার আসনে
বসে যাবো জোরে শুনো-
বুলি ছাড়ি ভাষণে!
আমারে চিনো নি?
জোরে চাই ক্ষমতা,
দিয়ে দাও চেয়ারখানা,
ন্যায়ে -
এনে দেব সমতা।
ঠেলে যদি দিতে চাও
পিছনে আমারে
কনুইটা মেলে হব
পরিণত চামারে।
ক্ষমতা যে চাই আমার
বাদ দাও ভোটাভুটি,
বিনা ভোটে নেতা, ভোটের পিছনে
লাভ নেই ছোটাছুটি।
=======================
©কাজী ফাতেমা ছবি
২|
২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৮
সুলাইমান হোসেন বলেছেন: ড.আলী ভাই সঠিক এবং চমৎকার মন্তব্য করেছেন ![]()
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৫
ডঃ এম এ আলী বলেছেন:
এখনকার বাস্তবতায় মনে হয় একটু ভুল বলেছেন
ঝোর যার ক্ষমতা চিরস্থায়ি কভু নহে তার
ক্ষমতার জন্য শিক্ষক না হয়ে ছাত্র হও বার বার
শক্তকে কৌশলে পরিনত কর ষড়যন্ত্রের শিকার।