| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

মিছিলের আগে আগে বজ্র কণ্ঠস্বরে
আগাতো কে? হাদী - আমাদের হাদী,
ঠোঁটে ছিল ইনসাফের বুলি, ফুটতো সত্যের খই,
মানুষ সে দিলখোলা-প্রতিবাদী।
সে ন্যায়ের প্রতীক হয়ে উঠার সন্ধিক্ষণে
থামিয়ে দিল সত্যের কন্ঠস্বর-
হবে না সত্যের চাষ-দেশ অনাবাদী
বুক চিতিয়ে দেয়ার মত সাহসী
আমাদের হাদী।
হক কথা সইলো না - হায়! সন্ত্রাসী,
হলো অনায়াসে বিবাদী,
পাশে থেকেছে আপন হয়ে খু-নী
করলো সহসা গু-লি
ধরাশায়ী খুলি....
মৃত্যুর কোলে রাখলো মাথা সেই প্রতিবাদী
সে আমাদের হাদী।
অন্যায়ের সামনে ঝুঁকায় নি মাথা
বুকে তার তুলতো ঢেউ - ন্যায়ের নদী,
হায় বাংলার কোলে- ফের ফিরে আসতো যদি,
আমাদের হাদী।
এক আলোকিত বাংলাদেশ চেয়েছিল সে,
মানুষ সে দেশের রত্ন-কৌমুদী,
সাহসী কন্ঠকে মাঝপথে থামিয়ে দিল হায়েনা
হাসিমুখে মৃত্যু করলো বরণ
সে আমাদের হাদী।
প্রতিবাদী মানুষটি পা বাড়ালো অনন্ত যাত্রায়,
পেয়ে গেল বীর উপাধি
লাখো জনতার বুকে নিলো মায়ায় ঠাঁই
সে আমাদের হাদী।
সে ন্যায়ের প্রতীক, অকুতোভয় দুঃসাহসী
মরেও অমর, একজন বাবা, মায়ের সন্তান, সে আহ্লাদি
কত আদর মমতা কুড়িয়ে এখানে-নীরবে হল প্রস্থান
সে আমাদের হাদী।
©কাজী ফাতেমা ছবি r
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৭
আদিত্য ০১ বলেছেন: হাদির লাশটা জামাতের খুব প্রয়োজন ছিলো। ভালোই ব্যবসা