নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ব্লগের বেহাল অবস্থা= ব্লগ কী শীতে কাঁপছে?= আমি ১৫ বছরে পা দিয়েছি কিন্তু

০৫ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২০



ইদানিং ব্লগের অবস্থা বেশী বেহাল। যুক্তি তর্ক নাই, বাক বিতন্ডা নাই, পোস্টে কমেন্ট নাই। আগের দিন পোস্ট পরের দিনও বহাল তবিয়তে প্রথম পাতায় দাঁড়িয়ে আছে। এসব দেখে মন খারাপ হয়।

সবাই কী শীতে কাবু হয়ে গেল নাকি? আসলেই প্রচুর শীত পড়েছে। গত কাল এত কুয়াশা ছিল। রিস্ক নিয়ে অফিসে আসছি। আমি মতিঝিল ছেড়ে দিয়েছি। নিজের বাড়ীতে উঠেছি। আধাঘন্টা সময় লাগে এখন আসতে। আগে দশ মিনিটের ভিতরে অফিসে এসে পড়তাম। যাতায়াতে সুবিধা ছিল। দুপুরে লাঞ্চ বাসায় করতে পারতাম।

নিজের বাড়ী অনুভূতিটাই অন্যরকম। এখন সিঁড়ি দিয়ে উঠলেও মনে হয় এটা আল্লাহর দান আমাদের নিজের বাসা। আপন আপন লাগে। ছাদে গেলে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারছি। গত মাসের ত্রিশ তারিখে নতুন বাড়ীতে উঠেছি। এখনো গোছগাছ শেষ হয়নি। অতিরিক্ত শীত পড়াতে কাজে হাত দিতেই মন চায় না। আর ওখানকার পানি এত ঠান্ডা বাবারে বাবা হাত দেয়া যায় না। গীজার লাগানো হয়নি এখনো। গ্যাস সিলিন্ডার কেনা হয়নি। বাড়ীর ডেকোরেশন ঠিকমত এখনো হয়নি। কাজ অনেক বাকী। প্রতিদিনই টুকটাক কাজ চলছে। তাসীনের বাপের জানের কাম শেষ। একটা বাড়ী করতে বহুত কষ্ট। আর টাকার কথা নাইবা বললাম। টাকা যেন তেজপাতা।

অফিস ছাড়া এখন আমার আর সময় নাই। একে তো দূরে বাসা তার উপর এখন রান্নাবান্নার দায়িত্ব মাথায় এসে পড়বে। যদিও শুরু হয়নি এখনো। শুরু হবে কিছুদিনের মধ্যে।

যাই হোক-ব্লগের এমন অবস্থা সহ্য হয় না। ব্লগটাকে ভালোবাসি। পনের বছর হলো ব্লগ ছেড়ে যাইনি কখনো। মনের যত ইচ্ছে, অকবিতা-ছবি ইচ্ছে মত এখানে দিতে পারি। এ ব্লগের মত অন্য কোন প্লাটফরম আর খুঁজে পাইনি। ফেসবুকেও আমার তেমন পরিচিতি নাই। লাইক কমেন্টও মাইনষে কম করে। ব্লগে আমাকে ভালোবাসে, আমার সৃজনশীলতা পছন্দ করে এমন অনেক ফ্রেন্ড/ভাইবেরাদার এখনো আছেন। আমি চাই না ব্লগ ছেড়ে যেতে কখনো । আসুন আপনারা পোস্ট করুন। প্রাণখুলে হাসুন। ব্লগকে প্রাণবন্ত করে তুলুন

ব্লগে আমার ১৫ বছর এক মাস হয়ে গেল। পোস্ট দেয়ার সময় পাই না। অফিসেও কাজের চাপ-বাসায়ও কাজের চাপ। লেখালেখিও বাদ। কোনরকম জীবন চালিয়ে নিয়ে যাচ্ছি। নিয়মিত পোস্ট না দিতে পারি। ব্লগে উঁকি দিয়ে দেখে যাই। কে কে পোস্ট দিয়েছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। এখন কাজে বসবো। আল্লাহ হাফিজ।

মন্তব্য ১৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৪১

নতুন বলেছেন: ১৫ বছর পূর্তির শুভেচ্ছা । :)

২| ০৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

১৫ বছর অনেক বড় লম্বা সময়।
অভিনন্দন।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:১১

খায়রুল আহসান বলেছেন: অতি শীঘ্রই একটা ঘর গরম করা পার্টি দিন। অতিথি তালিকায় কিছু ব্লগারকেও রাখুন। পরামর্শদাতা হিসেবে শায়মা কে রাখতে পারেন।

পঞ্চদশ বৎসর পূর্তিতে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা....।

৪| ০৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৬

ডঃ এম এ আলী বলেছেন:



নতুন বাড়ী নিয়ে মাত্র এক মাসের মধ্যেই বেতাল , বিষয়টি তো তেমন সুখকর নয় । আপনার শান্তনার
জন্য জানাচ্ছি নীজের বাড়ীর সামনে একই রাস্তার অপর পাশে আরো একটু সুন্দর ও বড় বাগান সহ
একেবারে ফিটফাট বড়ী কিনে বাড়ীর চাবি হাতে পাওয়ার পর পরিবারের সদস্যদের নতুন করে ইন্টারন্যাল
ডেকোরেশন করে ফীটফাট হতে প্রায় চারমাস সময় লেগেছে সাথে বেশুমার টাকা পয়সার হেনস্থা তো ছিলই।
তাই নতুন বাড়ীতে উঠে এক মাসের মধ্যেই বেতাল হ ওয়াতো কোন ব্যপারই নয় ।

এবার আসি ব্লগের কথায়-
ব্লগের বেহাল কে বলেছে । ব্লগ আগের মতই আছে । লেখা পোস্ট করলে সাথে সাথেই লেখা প্রকাশ হয়,
লেখা অটোমেটিক আলোচিত পাতায় যায় । নির্বাচিত পাতায় যাওয়ার মত কোয়ালিটি লেখা আসেনা
বিধায় নির্বাচিত পাতায় স্থান পায়না , ব্লগ টিম কতৃক দেখা যায় কিছু নিয়ম বহির্ভুত মন্তব্য মুছে দেয়া
হয় , মনতব্য প্রতি মন্তব্যের নোটিশ পাওয়া যায় , কিছু গুরুত্বপুর্ণ বিষয় প্রথম পৃষ্ঠায় পিন আপ করে
রাখা হয় । তাই মোটাদাগে বলা যায় ব্লগ বেহাল হয়নি ।

বেহাল হয়েছে ব্লগারদের । আমার বিবেচনায় ব্লগারদের বেহাল অবস্থার কারণ নিন্মরূপ
১) অনেক ব্লগার মস্তব্য খরার অবস্থা দেখে নীজের ইমেজ রক্ষার জন্য নতুন পোস্ট দিচ্ছেন না
২) লগ ইন না করে এক নজর ব্লগে চোখ বুলিয়ে নজর কারা কোন লেখা দেখতে না পেয়ে লগ ইন হচ্ছেন না ।
৩) দেশের হতাশা জনক রাজনৈতিক অবস্থায় বিবিধ প্রকারের একঘেয়েমিপনা পোস্ট দেখে ত্যক্ত বিরক্ত।
৪) ব্লগে যে গুটি কয়েক ব্লগার এখনো বিচরণ করেন তারা নীজের পোস্টের মন্তব্য প্রতিমন্তব্য পর্যন্তই সীমাবদ্ধ ।
৫) ব্লগে বেশ কিছু নতুন ব্লগারের সমারোহ দেখা যায় সেগুলি পাঠে তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের
পোস্টে মন্তব্য করা হলেও তারা ভুলেও মন্তব্যকারীর পোস্ট মারান না ।
৬) অনেক প্রতিষ্ঠিত পুরানো ব্লগারদের পোস্টে প্রাসঙ্গিক বিষয়ে বেশ বড় আকারের মন্তব্য লেখা হলে
প্রতিমন্তব্য থাকে শুধু একটি কথা ধন্যবাদ , আবার অনেকেই শুধু লেখেন বাহ বাহ চমতকার,
এটা দিয়ে বুঝাই যায় তিনি প্রকারান্তরে বিদ্রুপ প্রকাশ করেছেন । এমন অবস্থায় কে যেতে চাইবে সেই
ব্লগারের পোস্টে ।
৭) অনেকেই লাইক দিয়ে মন্তব্যের ঘরে কিছু না লিখেই চলে যান, এখন এই প্রবনতা ক্রমেই বাড়ছে ।
৮) ভিন্ন মতাদর্শীদের পক্ষপাতিত্বও ব্লগারদের বেহাল অবস্থার জন্য দায়ী ।

কারণ আরো আছে , তবে মোট কথা হল ব্লগের এই ক্রান্তিকালে উচিত হবে খোলামনে পারস্পরিক মিথক্রিয়া
তথা একে অপরের লেখা পাঠ করে পজিটিভ নিগেটিভ উপলব্দির যে কোন টাই মন্তব্যের ঘরে লিখে ব্লগকে
সচল রাখার প্রয়াস অব্যাহত রাখা ।

শুভেচ্ছা রইল

৫| ০৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৩০

শ্রাবণধারা বলেছেন: ১৫ বছরে পা'র অভিনন্দন!

ব্লগে আমি আপনার প্রায় সমসাময়িক।

লেখালেখির জন্য আমার মতে ব্লগই ভালো। ফেসবুকে আমি কিছু কিছু লেখা পোস্ট করি। সেখানে প্রায়ই দেখা যায়, আমার পরিচিত লোকেরাই আমাকে গালাগালি করে। কেউ কেউ আবার আমার চাকরি খেয়ে ফেলবে, এই ভয়ও দেখায়। হাহা। :) সে হিসেবে, আমি যেসব লিখি তার জন্য ব্লগই ভালো।

৬| ০৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮

নতুন নকিব বলেছেন:



আপনার পোস্টটা পড়ে খুব ভালো লাগলো। ১৫ বছর ধরে ব্লগের সাথে থাকা সত্যিই বিরল একটা ব্যাপার এখনকার দিনে। একটা সময় এখানে কি জমজমাট অবস্থা ছিল, আমরা নিয়মিত ঘুরে বেড়াতাম, লেখা পড়তাম, মন্তব্য করতাম। সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল।

হ্যাঁ, ব্লগের অবস্থা সত্যিই বেহাল। কমেন্ট নেই, আলোচনা নেই, পোস্টগুলো প্রথম পাতা থেকে সহজে সরে না। শীতের কারণে সবাই কাবু হয়ে গেছে কি না জানি না, কিন্তু ফেসবুক-ইনস্টা-টিকটকের যুগে ব্লগের মতো গভীর লেখালেখির জায়গা অনেকটাই নির্জন হয়ে যাচ্ছে। তবু আপনার মতো কিছু মানুষ এখনো আছেন যারা ব্লগকে ভালোবাসেন, মনের কথা এখানে বলতে চান। এটাই তো ব্লগের প্রাণ।

নতুন বাড়িতে ওঠার অভিজ্ঞতা শুনে খুব আনন্দ লাগলো। নিজের বাড়ি আলাদাই এক অনুভূতি। সিঁড়ি ভাঙতে ভাঙতে যে আপন লাগার কথা বললেন, সেটা অনুভব করা যায়। গোছগাছ, ডেকোরেশন, গীজার-গ্যাসের কাজ, সব শেষ হলে আরও সুন্দর লাগবে। শীতটা একটু কমলে হয়তো বাকি কাজে হাত দেওয়া যাবে। নতুন বাড়িতে সুখে শান্তিতে বসবাস করুন, এই দোআ করি। প্রিয় জনাব খায়রুল আহসান মহোদয়ের কমেন্ট ভালো লাগলো, নতুন বাড়িতে দাওয়াত দিলে, কষ্ট হলেও তা গ্রহণে কার্পন্য করার ইচ্ছে কিন্তু আমার মোটেই নেই। :)

ডঃ এম এ আলী ভাইয়ের বক্তব্যে সহমত পোষন করছি। ঝিমিয়ে পড়া ব্লগটাকে আবারও জমিয়ে তুলতে আমাদের সকলেরই আন্তরিকতা দরকার।

অফিস-বাসার চাপে লেখালেখি কমে যাওয়া স্বাভাবিক। তবু যে উঁকি দিয়ে দেখে যান, সেটাই অনেক। আসুন, আমরাও চেষ্টা করি প্রিয় এই ব্লগের একটু প্রাণ ফিরিয়ে আনতে। প্রানবন্ত করে তুলতে।

শুভকামনা রইলো নতুন বাড়ি আর নতুন বছরের জন্য। আল্লাহ তাআ'লা আপনাকে ও পরিবারকে ভালো রাখুন।

আল্লাহ হাফেজ।

৭| ০৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৯

শায়মা বলেছেন: ব্লগে ১৫ বছর, নিজের বাড়ি সব কিছুর জন্য অনেক অনেক শুভকামনা আপুনি!!! :)

তবে ব্লগের চাইতেও আমার অবস্থা বেহাল। :(

আমার ২০১৫ তে হাতে ব্যাথা ছিলো। সি আর পি এর ফিজিও থেরাপী নিয়ে একদম ঠিকঠাক ছিলাম। হঠাৎ এই ২০২৫ এ এসে পায়ে ব্যাথা তাই নিয়ে ল্যাব এইডের ফিজিও থেরাপী নিতে গিয়ে ইলেক্টো থেরাপী শর্ট ওয়েভ দিয়ে একদম মাসল ড্যামেজ হয়ে গেলো। আমি আর হাঁটতেই পারিনা । নভেম্বর ৬ থেকে এই অবস্থা । অথচা তার আগে নভেম্বর ৩ এ আমি বাচ্চাদেরকে নাচ শিখিয়েছিলাম ব্যাথা তোয়াক্কা না করেই।

তারপর আর কি হাঁটতে না পারার ভয়ে আমার কান্নাকাটি শুরু হলো।
এখন আবার আল্লাহর রহমতে লাফিয়ে দাপিয়ে না হলেও হাঁটছি!!! :(

তাই মনের দুস্কে ব্লগের বনে আর আসিনি তেমন !! :(

৮| ০৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৭

বাকপ্রবাস বলেছেন: নিজের বাড়িতে উঠার অনুভূতি অন্যরকম তৃপ্তি

৯| ০৫ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩২

সনজিত বলেছেন: ১৫ বছর পূর্তির শুভেচ্ছা ।

আমিও ৪ মাস আগে ১৫ পেরিয়ে গেছি।

শুভ কামনা রইলো।

১০| ০৫ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১০

মেহবুবা বলেছেন: ১৫ বছর পূর্তির অভিনন্দন ! ব্লগ আর আগের মত নেই, আমরাও নেই আগের মত।
এখানে শায়মার মন্তব্য দেখে খারাপ লাগছে, এমন হরিনের মত মানুষকে পরিস্থিতি কচ্ছপ করে দিল।

১১| ০৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ৩:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগে আমার ১৫ বছর এক মাস হয়ে গেল।
................................................................
শুভেচ্ছা থাকল,
দেশের পরিস্হিতি ভালো হলে
মানুষের মন শান্ত হবে ।
তখন নিশ্চয়ই ব্লগে আনাগোনা বাড়বে ।

১২| ০৬ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২৭

অপু তানভীর বলেছেন: লম্বা সময় টিকে থাকার জন্য অভিনন্দন।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



১৫ বছর অনেক সময়!

বর্ষপুর্তির শুভেচ্ছা রইলো।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৪২

করুণাধারা বলেছেন: ১৫ বছর একটানা ব্লগে থেকে ব্লগকে সচল রাখতে সহায়তা করার জন্য ধন্যবাদ, সেই সাথে অভিনন্দন এবং শুভেচ্ছা, ছবি।

নতুন বাড়ি কি গ্রীণ মডেল টাউনে? নতুন বাড়ি আনন্দময় হোক।

১৫| ০৬ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:১২

মোস্তফা সোহেল বলেছেন: অনেক শুভ কামনা আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.