| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

হিমু,
কেমন আছিস? হলুদ ফুলের শুভেচ্ছা নিস
নিস শিশিরের স্নিগ্ধতা;
নিস কুয়াশার হিম আবেশ, মনে মাখিস
কেমন আছিস? আছিস কোথা?
এন্তার প্রহর গেল পেরিয়ে;
নিচ্ছিস না আর মনের খোঁজ,
কোথায় তুই গেলি হারিয়ে?
তুই কী জানিস, তোকে ভাবি রোজ।
আমার বিষণ্ন বেলা রোজ খুঁজি তোকে
ইচ্ছে হয় দুঃখ সুখ করি ভাগাভাগি
মরি মুহুর্মুহু - না বলতে পারার শোকে;
জানিস কি তুই, কত রাত্রি একাকী জাগি।
একদিন তুই হিমু হয়ে এসেছিলি
বন্ধু হয়েছিলি,
প্রেম নয় সে, বন্ধুত্ব শুধু, ফুটতো কত কথার কলি;
আজ কথারা উড়ে একা- মনের অলিগলি।
হলুদ ফুল দেয়ার কথা ছিল,
আজও ফুল উপহার দিলি না,
সময় সব কিছু করে দেয় এলোমেলো;
কী রে তুই, একবারও যে খোঁজ নিলি না?
তোর জন্য রেখেছি শিশির ভেজা হলুদ ফুল;
পাঠাবো মেঘের খামে ভরে;
ঠিকানা না হয় দিলাম আকাশের, নিস খুঁজে, করিস না ভুল;
যদি আমায় মনে পড়ে, দেখতে আসিস,
আছি এবেলা ব্যথার বালিচরে।
==========================
©কাজী ফাতেমা ছবি
১৫/০১/২৫
©somewhere in net ltd.