নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=রাত আকাশের তারারে তুই=

১৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:২১



রাত আকাশের তারা রে তুই, জ্বলে আবার যাস যে নিভে?
তিতে কথার ঝুলে থাকে, ঠোঁটে মুখে তোরই জিভে!
ছোট তারা ঝলকানি খুব, কথার আগুন দিস ছড়িয়ে,
আকাশ তারার মত একবার, আমায় বুকে নিস জড়িয়ে।



রাত আকাশের মেঘ কী রে তুই, আকাশজুড়ে একলা বেড়াস
যেতে চাইলে তোরই সঙ্গে, কেবল আমার দৃষ্টি এড়াস?
আমার আকাশ ছেড়ে যে তুই , বেড়াস চষে আকাশ অন্য,
সূর্য আকাশ যেমন পাশে, থাকবি তেমন আমার জন্য?



আকাশের নীল তুই হলি কী, বিষণ্ণতায় আমায় পুড়াস
ভালোবাসার ঢঙ দেখিয়ে, সামনে পিছে আমায় ঘুরাস!
আকাশের সাথ থাকিস লেপ্টে, আমার হতে বহুদূরে,
হাওয়া বাজায় পাতার বাঁশি, তুই কী গাইবি প্রেমের সুরে?



আকাশ জুড়ে ঘুড়ির মেলা, নাটাই হাতে তুই কী থাকিস?
কারে নিয়ে বুক ক্যানভাসে দিবানিশি স্বপ্ন আঁকিস?
ঘুড়ি যেমন সুতায় আটকা, দূর পারে না যেতে অল্প
তেমন করে থাকবি পাশে, করবি বসে হাজার গল্প?



শহরজুড়ে আলোর মেলা, তার উপরে আকাশ রাজা
খোলা ছাদে খোলা হাওয়ায় - করছিস কী তুই মনটা তাজা?
আকাশ যেমন মাটি ছুঁয়ে, মুগ্ধতাতে পড়ে নুয়ে
তুই কী বন্ধু আমার চোখে - প্রেমের চারা রাখবি রুয়ে?



বৃক্ষ তরু মেঘ ছুঁতে চায়, রাত হলেও মারে উঁকি,
চাঁদের আলোয় গাছের পাতা, দেখে আমার লাগে সুখি,
পাতা যেমন আকাশ ছুঁয়ে, পাশাপাশি ঠাঁয় দাঁড়িয়ে
এমন করে মন আকাশে, তুইও বন্ধু যাস হারিয়ে।
==========================
©কাজী ফাতেমা ছবি
১৬/০১/২০২
(আমার অনেক লিখাই কাল্পনিক। অনেক সময় ছবি দেখে লিখি)

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



রাতের আকাশে মেঘের ঘনঘটা।
ক্লিকগুলো দারুণ হয়েছে।

২| ১৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:০৭

সুলাইমান হোসেন বলেছেন: কাল্পনিক কবিতা সুন্দর হয়েছে ম্যাডাম।আকাশ নিয়ে কবিতাও আকাশের মতোই হয়ে থাকে

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:১৫

বাজ ৩ বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.