নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রাতপে চন্দ্রালোক

চন্দ্রাতপে চন্দ্রালোক › বিস্তারিত পোস্টঃ

জানাযায় লোক সমাগম, মৃতের জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতার মাপনী?

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

ইসলামের প্রতিনিধি হজরত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ (স:) এর জন্ম ও মৃত্যু দিন আজ পালিত হয়ে গেলো বিশ্বজুড়ে, ইসলামী রেওয়াজে। মুসলিম বিশ্বের সব অনুসারীরা অবশ্যই অবহিত যে, মহান নবীর মৃত্যুর পর তাঁর জানাযায় উপস্থিত ছিলেন মাএ ৬ জন;
১। আলী ইবনে আবু তালিব।
২। আব্বাস ইবনে আবদুল মুওালিব।
৩। ফাদি ইবনে আব্বাস।
৪। কাদিম ইবনে আব্বাস।
৫। ওসামা বিন জায়িদ বিন হারিদা।
এবং ৬। আউস বিন খুলি আনসারী।

জাতির জনক বংগবন্ধুর জানাযায় উপস্থিত ছিলেন মাএ ১৭ জন।

জিয়াউর রহমানের জানাযায় উপস্থিত হয়েছিলো লাখো মানুষ। কেউ কেউ দাবী করেন, এটি ছিলো পৃথিবীর সর্ববৃহৎ জানাযা।

টাইকুন রাজাকার গোলাম আযমের জানাযায়ও লাখো মানুযের উপস্থিতি ছিলো। কেউ কেউ এটাকেও পৃথিবীর ২য় বৃহওম জানাযা আখ্যা দিয়ে গর্ববোধ করেন।

লোক সমাগমই যদি মৃতের জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা বিচারের মাপকাঠি হতো, তাহলে আমাদের নবী (স:) ও বংগবন্ধুর গ্রহনযোগ্যতার অস্তীত্ব এতোদিনে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হতো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.