![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাদা শুনেছেন,
বাবা শুনেছেন,
আমি শুনছি শিশুকাল থেকে।
ইমাম বলছেন,
শাইখরা বলছেন,
"ভাই, কেয়ামত খুব সন্নিকটে" !
এখন আমার ছেলেও শুনছে,
প্রশ্ন করছে ভয়ার্ত স্বরে,
"বাবা, কেয়ামতটা ঘটছে কবে?"
ছেলেকে বুঝাই,
ভাংগা রেকর্ড,
"তা বেজেই চলেছে ধর্মতটে"।।
©somewhere in net ltd.