নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রাতপে চন্দ্রালোক

চন্দ্রাতপে চন্দ্রালোক › বিস্তারিত পোস্টঃ

"জয় বাংলা" শ্লোগান ষড়যন্ত্র

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪০

(১) "জয় বাংলা" শ্লোগানকে পরিকল্পিতভাবেই মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে বারংবার।
এর কারন কম বেশী আমাদের সবারই জানা আছে।
তবে দোষের সিংহভাগটি '৭৫ পরবর্তী প্রতিরক্ষা বাহিনীর উপরই চলে আসে।
কারন, '৭৫ পরবর্তী শাসকরা সেনাছাউনী থেকেই ক্ষমতায় এসেছিলেন এবং "জয় বাংলা" শ্লোগানটিকে আস্তাকুঁড়ে ছু্ঁড়ে ফেলে প্রচলন করেছিলেন "বাংলাদেশ জিন্দাবাদ"!
ঐ সময়ে সশস্ত্র বাহিনীর সকল পর্যায়ে অনুষ্ঠিত রিক্রুট প্যারেড, বিএমএ প্যারেড, বিজয় দিবস প্যারেড, স্বাধীনতা দিবস প্যারেড অর্থাৎ সব প্যারেডের শেষ সিকোয়েন্সে থাকতো জাতীয় ধ্বনি "বাংলাদেশ জিন্দাবাদ"!
অপরদিকে এই "বাংলাদেশ জিন্দাবাদ" শ্লোগান ব্যবহার করতো বিএনপি, যা এরশাদের জাতীয় পার্টিও অনুসরন করেছে পরবর্তীতে।

"জয় বাংলা" উচ্চারণ কেবল আওয়ামীলীগের একঘরে শ্লোগান হয়েই বেঁচে রইলো, ঐ সময়ে, খুব ম্রিয়মান !
এমনকি এদেশের সাধারন মানুষ এবং মুক্তিযোদ্ধারাও ঐ সময়ে "জয় বাংলা" উচ্চারণ করতে ভয় পেতো।
বেশ কৌশলে মসজিদ মক্তবের মাধ্যমে মহল্লায় মহল্লায় ছড়িয়ে দেয়া হলো, "জয় বাংলা" হিন্দু বিধর্মীদের ধ্বনি এবং এটা উচ্চারণ করলে কঠিন গুনাহ হবে।

এটা ছিলো পাকিপ্রেমীদের একটা সুদূরপ্রসারী নিরেট ষড়যন্ত্র !!!

প্রার্থনা তাই; পাকিপ্রেমী মুক্ত বাংলাদেশ চাই...


(২) মুক্তিযুদ্ধ আমাদের অহংকার,
স্বাধীন জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার হাতিয়ার,
আমাদের চিরন্জ্ঞীব চেতনা।

বেসামরিক মুক্তিসেনার তুলনায় চাকুরীরত সশস্ত্র বাহিনীর সদস্যরাই বেশী ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলো দেশমাতৃকার মুক্তির জন্যে, সেই অসম লড়াইয়ে।
কৃতিত্বের সিংহভাগ সেনাসদস্যদেরই, স্বীকৃত।

কিন্তু কতেক মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধা সেনাশাসকের যুদ্ধ পরবর্তী কর্মকান্ডই আজ এই গর্বের অর্জনকে ম্লান করে তুলেছে, মানুষকে করেছে সেনাসদস্যদের প্রতি সন্দিগ্ধ !

চরিএ বদলে ফেলার এই সস্তা প্রকাশই আজ সশস্ত্র বাহিনীর সদস্যদের ইন্টিগ্রিটি নিয়ে তীর্যক দৃষ্টিপাতের এক অমোঘ অস্ত্র তুলে দেয়া হয়েছে বেসামরিক বলয়ে।

এটাও ছিলো পাকিপ্রেমীদের আরেকটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র !!!

আবেদন তাই; পাকিপ্রেমী মুক্ত সশস্ত্র বাহিনী চাই...

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৮

রাফা বলেছেন: দলীয় তকমা দিয়ে জয় বাংলা শ্লোগানকে বিতর্কিত ও মুছে ফেলার ষড়যন্ত্র চলছেই এখনও।নতুন প্রজন্মের অনেকেই বিশ্বাস করেনা যে এটা আমাদের জাতিয় শ্লোগান।এবং পরিপূর্ণ শ্লোগান হইলো-

জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।

এটা হইতেছে আমাদের মুক্তিযুদ্ধের অনুপ্রেরণাদায়ক শ্লোগান।এটাই ব্যাবহার হওয়া উচিত সর্বক্ষেত্রে।

ধন্যবাদ,চন্দ্রাতপে চন্দ্রালোক।

২| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৫

চাঁদগাজী বলেছেন:

এই শ্লোগানটি এসেছিল, যখন ৮০% বাংগালী শেখ সাহেবর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল; এখন সেই ঐক্য কি ধরে রেখেছেন উনার আওয়ামী লীগ?

৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: একসময় ১০০% বাঙালিই “জয়-বাংলা” শ্লোগান দিতো। আর ১০০% বাঙালিই বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিলো। আর এদেশে যারা বাঙালি না, তারাই তো পাকিস্তানপন্থী। আর জিন্দাবাদী-দালালরা এখনও “জয়-বাংলা” শ্লোগানে বিশ্বাস করে না।
“জয়-বাংলা” আমাদের জাতীয় শ্লোগান। লেখাটির জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:

@সাইয়িদ রফিকুল হক,

" ১০০% বাঙালিই বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিলো। "

শতকরার অর্থ বুঝেন তো?

৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫১

শাহ আজিজ বলেছেন: পূর্ব পাকিস্তানের সর্ব বাঙ্গালীর স্লোগান ছিল জয়বাংলা। জয়বাংলা তখন দলীয় ট্যাগ পায়নি। ৬৯ সালে জীবনের প্রথম মিছিল ছাত্র ইউনিয়নের কর্মীরা আমাদের এসকরট করেছিল আর তাতে স্লোগান ছিল জয়বাংলা। মুজাহিদুল ইসলাম সেলিম সামনে ছিলেন। ৭৫ পরবর্তী মুক্তিযোদ্ধা জিয়ার ক্যু দে তার সরকার জিন্দাবাদ লাগিয়ে দিল। ৭৩ সালে জাসদ অবশ্য জয়বাংলা স্লোগান পরিত্যাগ করেছিল। লীগ অন্যায়ভাবে জয়বাংলাকে দলীয়করণ করেছে সাথে আরবদের খুশি করার জন্য বাংলাদেশ চিরজীবী হোক লেজুড় লাগিয়েছে। আমি জয়বাংলা বলি কারন আমি বাঙালি । এই রাষ্ট্র কারো ব্যাক্তিগত খেয়াল খুশি আর তামাশার জন্য সর্বময় জনতার সশস্ত্র সংগ্রামে স্বাধীন হয়নি। জনগনের বিভেদ খোদ মুজিব আর জিয়া এনেছে , এটাই নির্মম সত্য।
জয় য় য় য় য় য় য় য় বাংলা !!!

৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

তাল পাখা বলেছেন: ৭১-এ যুদ্ধের সময় খুবই নগন্য সখ্যক মানুষ বাদে সবাই 'জয় বাংলা' শ্লোগানটি মুখে উচ্চারণের সাথে সাথে বুকে ধারণ করেছে। এ শ্লোগান থেকে প্রেরণা পেয়েছে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার।
প্রশ্ন হচ্ছে আজ কতজনের মুখে 'জয় বাংলা 'শুনতে পান বলতে পারেন?
আপিনার ভাষায় যারা বাংলাদেশ জিন্দাবাদে বিশ্বাসী তারা সবাই পাকি প্রেমী। তাদের এ দেশে থাকার অধিকার নেই।আপনি কি জানেন 'বাংলাদেশ জিন্দাবাদ' শ্লোগানে বিশ্বাসীদের গড় সংখা কত? ৪৬% বেশি। পারবেন তাদের তাড়িয়ে দিতে? আপনাদের মত কিছু মাথামোটা লোক মন্ত্রী পরিষদে আছে। যারা তাদের বক্তব্যের মাধ্যমে জাতিকে বিভক্তিতে ব্যস্ত। জাতিকে বিভক্তি করে কখনো দেশের উন্নতি সম্ভব নয়।ভাল থাকুন। সুস্থ চিন্তা করুন।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

চন্দ্রাতপে চন্দ্রালোক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

চন্দ্রাতপে চন্দ্রালোক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা @রাফা

৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০

চন্দ্রাতপে চন্দ্রালোক বলেছেন: @শাহ আজিজ, অনেক ধন্যবাদ।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮

চন্দ্রাতপে চন্দ্রালোক বলেছেন: @তাল পাখা, ধন্যবাদ আপনাকে।

কাউকে দেশ থেকে তাড়িয়ে দেবার কথা বলেছি আমি?
পাকিপ্রেমীরা এখনো হেন কর্ম নেই যে করছেনা, পাকিপ্রেম বিকাশে!
আপনি অবশ্যই অবহিত।
তাদের অসুস্থ চিন্তার মশকরায় আপনি সুস্থ থাকতে পারছেন তো?

নিজের যত্ন নিন, ভালো থাকুন, ভালো রাখুন বাংলাদেশকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.