![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কার্ল মার্ক্স বলেছিলেন, মানুষ মানুষের কাছে সবচেয়ে সমুন্নত জীব। বাংলাদেশে মার্ক্সের এ উক্তি মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকের বাংলাদেশে মানুষ মানুষের কাছে সবচেয়ে নিকৃষ্ট জীব। পিছনদিক থেকে চাপাতি দিয়ে মাথায় আক্রমণ করে মগজ বের করে দেওয়ার মতো বড় অসভ্যতা পৃথিবীতে আর কি হতে পারে!
আনসারুল্লাহ বাংলা টিম বলেছে, তারা অনন্ত বিজয় দাশকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। স্রষ্টায় বিশ্বাস করলেও তাদের কথা থেকে বুঝা যায়, স্রষ্টার কাছে কোন ফয়সালা নেই, সকল ফয়সালা তাদের কাছে। তারা চাইলেই কাউকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারে। আর চাইলেই কাউকে জান্নাতে পাঠিয়ে দিতে পারে। তাদের কথা, কাজ এবং বিশ্বাসের মধ্যেও কোন সামঞ্জস্য দেখা যাচ্ছে না। বেওয়ারিশ ইয়াতিম শিশুদের মাদ্রাসা শিক্ষার নামে ব্রেইন ওয়াশ করে এরকম হত্যা শিখানো যেমন দুঃখজনক তেমনি ভয়ংকরও বটে।
আমার স্বাধীন দেশের পুলিশের দায়িত্ব দেখে অনন্ত বিজয় দাশের মতোই প্রশ্ন করতে ইচ্ছে করে পুলিশের দায়িত্বটা আসলে কি? অনন্ত বিজয় দাশরা যদি পুলিশের উপর নির্ভর না করে নিজ দায়িত্বে একেকটা কুকুর পুষতেন তাহলে হয়তো নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে পারতেন আজও।
©somewhere in net ltd.