নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরন বিল

চরন বিল › বিস্তারিত পোস্টঃ

দাসত্বঃ মানবিক মহত্ত্বের চেয়েও অধিক সত্য ।

৩১ শে মে, ২০১৫ দুপুর ২:৩৫

▪আজ থেকে 396 বছর আগে আফ্রিকার কালো মানুষদের স্বাধীনতা হরণ করে পরাধীন "দাস " পরিচয় দিয়ে প্রথম জাহাজটি আমেরিকার ভূখণ্ডে নোঙ্গর করে । যেহেতু কোন আইন কানুন ছিলনা , তাই নিগ্রহের ও অন্ত ছিলনা । আজ থেকে 361 বছর আগে "জন ক্যাস্টর" নামের একজন কে দিয়া শুরু হয় বৈধতা ও আইনের মাধ্যমে দাস ব্যবসা । ভার্জিনিয়ার আদালত ঘোষণা করে দাসরা হইল "রুলড প্রোপার্টি ফর লাইফ" । এতে দাসদের আনন্দিত হওয়ার কিছু ছিলনা , দুঃখ পাইয়া থাকতে পারে মুক্তি আরও দুরে সরে গেল বইলা ।

▪"ম্যানোনাইট কোয়াকার্স" আজ থেকে 327 বছর আগে কালো মানুষদের আদালতের প্রতি একটু কৌতুহলী হওয়ার সুযোগ করে দিছিল , একটা দাসত্ব বিরোধী রেজুলুশান সাইন কইরা । তাদেরকে খুব বেশী সময় কৌতুহলী হয়ে থাকতে হয় নাই লাল ফিতার দৌরাত্ম্যে । অতঃপর আজ থেকে 310 বছর আগে , দাসদের সংখ্যা এত পরিমাণে বাড়ছিল যে তাদের চলাফেরা ও জীবন যাপনের বিধিবদ্ধ কোড জারী করা হয় " দ্য স্ল্যাভারি কোড " নামে আইন জারি করা হয় তাদের নিয়ন্ত্রণ করতে । অর্থাৎ দাসেরা কি কি করতে পারবে আর কি কি পারবেনা । কোন দাসকে যদি এই কোডের আওতায় আসতে বলা হইল কিন্তু সে যদি অমান্য করলো , কিংবা বাধা দিল বা প্রতিরোধ করল , রুখে দাঁড়াল এমন ভাবে যে মালিক বা মাষ্টার তাকে মাইরাই ফালাইল ।সমস্ত অভিযোগ থেকে মাষ্টার এমনভাবে রেহাই পাইল যেন এরকম কোন কিছু আদতে ঘটেই নাই । হাঃ হাঃ হাঃ হাঃ কি অদ্ভূত মিল আজকের এই ভূখণ্ডের সাথে তাইনা । আইন প্রণয়নের সাত বছরের মধ্যেই একটা বড় ধরণের বিদ্রোহ ঘটে গেল । আজ থেকে 303 বছর আগে সেই বিদ্রোহে 28 জন সাদা চামড়ার মানুষ নিহত হয়েছিল । জর্জ ওয়াশিংটন মাউন্ট ভারনন নামের একটা প্রাসাদ কেনে যখন আজ থেকে 263 বছর আগে তখন সেই প্রাসাদে কর্মরত 18 টা দাস ও তার অধীনে চলে আসে । 1799 সালে ওয়াশিংটন যখন মারা যান তখন মাউন্ট ভারনন জুড়ে 300 র বেশি দাস বসবাস করত । কি হাস্যকর মনের মধ্যে ডান্ডাবেড়ী পড়ায়া তাদের রাখা হয় প্রাসাদের আভিজাত্যে । অবশ্য হাস্যকর হইয়া ই তাদের থাকা লাগছিল , তারা ছিলও । এই উপায় হীনতা ই হইল দাবায়া রাখা । " দাবায়া রাখতে পারবানা " - আমাদের স্বাধীনতার একটা জনপ্রিয় ভাষণে অহরহ শুনি আর অবদমিত থাকি ।

▪ধীরে ধীরে প্রভূরা মানুষ হিসেবে মানুষের মত ভাবতে শুরু করল আজ থেকে 240 বছর আগে , যখন "রোডস আইল্যান্ড " নামক একটা কলোনী এই দাসদের আমদানি নিষিদ্ধ করল । তার এক দশক পরে সব কলোনী এই পণ্যের আমদানি নিষিদ্ধ করল । আহা কি আনন্দ আকাশে বাতাসে !! আজ থেকে 225 বছর আগে ইতিহাসে প্রথমবারের মতো দাস শুমারি হইল , সংখ্যাটা মাত্র 257000 , এই আড়াই লক্ষ কালো আদম ছিল সমগ্র আমেরিকা জুইড়া । তার মধ্যে 9% ছিল মুক্ত নাগরিক । কলোনির পাশাপাশি আমেরিকার মূল ভূখণ্ডে আফ্রিকার কালো মানুষ আমদানি আইন করে নিষিদ্ধ করা হইল আজ থেকে 207 বছর আগে ।তাতে কি হইছে ? তারও পরবর্তী 50 বছর অবৈধ পথে আরও 250000 কালা আদম আমেরিকার ভূখণ্ডে প্রবেশ করে । আজ থেকে 185 বছর আগে 200000 বা দুই মিলিয়ন কালো মানুষ আমেরিকা জুড়ে বসবাস করত । তার এক বছর পর ন্যাট টার্নারের আরেকটা উল্লেখযোগ্য বিদ্রোহে 60 জন সাদা চামড়ার মানুষ মারা গেল ।আজ থেকে 183 বছর আগে কানাডা দাসপ্রথা বিলুপ্ত ঘোষণা করল।

▪শেষ দাস ভর্তি জাহাজ টা আমেরিকার সমূদ্র বন্দরে নোঙ্গর করে আজ পর্যন্ত 156 বছর আগে । আর আমেরিকার বুকে দাসপ্রথা বিলুপ্ত ঘোষণা করা হয় আজ থেকে 150 বছর আগে যখন আমেরিকার গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে । তারা ভোটের অধিকার পায় আজ থেকে 145 বছর আগে । তারও বছর পাঁচেক পর সাদা কালো ভেদাভেদ ঘুচিয়ে দেয়া হয় সরকার প্রদত্ত সুযোগ নেয়ার ক্ষেত্রে । আর আলাদাভাবে গাড়ীতে চড়ে যাতায়াতের সুযোগ মেলে তারও বছর ছয়েক পরে ।আজ থেকে 94 বছর আগে মুক্ত কালোদের সঙ্গে দাস মনোবৃত্তি র সাদাদের একটা রাযটে তিনশ কালো মার্কিন নিহত হয় ওকলাহমাতে ।

▪আজ থেকে মাত্র 83 বছর আগে কালোদের উপর গোপন এক ষড়যন্ত্রের মাধ্যমে সিফিলিস এক্সপেরিমেন্ট শুরু হয় । আজ থেকে 73 বছর আগে নৌবাহিনী , 68 বছর আগে মেজর বেসবল লীগ কালো মানুষ দের উপর নিষেধাজ্ঞা উঠাইয়া নেয় । ম্যানহাটনের প্রথম কালো প্রেসিডেন্ট নির্বাচিত হন হুলান জ্যাক আজ থেকে 62 বছর আগে ।তার এক বছর পর সুপ্রিম কোর্ট পাবলিক স্কুলে সাদা কালো আলাদা সমানাধিকার অবৈধ ঘোষণা করে । যোগ্যতা থাকলে যে কেউ ই ভর্তি হতে পারবে সাদাকালো নির্বিশেষে । একই বছরে মিসিসিপি রাজ্যে একটা 14 বছরের কালো তরুণ লিন্চিং এর শিকার হয়ে মৃত্যুবরণ করে এবং বিশ্ববিখ্যাত "রোজা পার্ক" পাবলিক গাড়ীর সামনের সাদাদের জন্য সংরক্ষিত আসন ছাইড়া উঠতে অস্বীকার করে । সেই সময় টা ছিল মার্টিন লুথার কিং জুনিয়রের অধিকার আদায়ের সংগ্রামের কাল । আজ থেকে 50 বছর আগে ম্যালকম এক্স ও 47 বছর আগে মার্টিন লুথার কিং জুনিয়রের মৃত্যুর পর কালোদের সম্পূর্ণ মুক্তি সম্পন্ন হয় । আজ থেকে 22 বছর আগে টনি মরিসন সাহিত্যে নোবেল পায় । আজ থেকে 14 বছর আগে কন্ডোলিৎসা রাইস আর কলিন পাওযেল যথাক্রমে সেক্রেটারি অব স্টেট ও ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার হন । আর গত সাত বছর ধরে আমেরিকার প্রেসিডেন্ট একজন দাসের উত্তরসুরী ।

▪এভাবেই ইতিহাসের চাকা ঘুরাইয়া আজ থেকে 400 বছর আগের নিগ্রহের শোধ হিসেবে সাদা চামড়ার প্রভূদের শাসক হিসেবে একজন কালো ভৃত্যরে চেয়ারে বসাইল । আমাদের কি ? আমরা কি কালো ? হাঃ হাঃ হাঃ সাদারা বাধ্য হইয়া কালোদের মুক্তি দিছিল , আর আমরা আমাদের পৌনে কালো মানুষদের বন্দি করি , নিগ্রহ করি , হত্যা করি , নির্যাতন করি সাদাদের অনুগ্রহ নিয়া । হেইল স্বাধীনতা , হেইল গণতন্ত্র , মার্টিন লুথার কিং জুনিয়র বাঙ্গালীরে ক্ষমা কর ।এবং আজকের বাংলার দাস গণ আপনাদের মন খারাপের দিন শেষ অন্ততঃ 400 বছর আক্ষেপের সঙ্গে অপেক্ষা করতে থাকেন মুক্তি আসবেই । কেননা বাংলার মার্টিন লুথার কিং সাদা ভাতে মরিচ মাখাইয়া গভীর সমুদ্রে আপনাদের মুক্তির দাবিতে বাধ্যতামূলক অনশন করতেছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.