![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই মিনিটের ঘুমে বিশাল বড় স্বপ্ন দেখা যায়। ঘুমটা দিয়েছিলাম রিক্সায় বসে। এয়ারপোর্ট থেকে ফিরতেছিলাম, মগবাজারে এসে রিক্সা নিয়েছি। অনন্তকালের যাত্রা। আকাশে বৃষ্টি নেমেছে, আগুনের বৃষ্টি। সেই বৃষ্টিতে ঘেমে, নেয়ে ফ্লাইওভারের ধুলায় আর অসহ্য জ্যামে নিজের অবস্থা দুবলার চরের শুটকি মাছের মত। উপরি পাওনা হিসেবে দেড় মিনিটের ঘুম আর বিশাল স্বপ্ন।
গত 15 দিনে এক নাগাড়ে তিন ঘন্টার বেশি ঘুমাতে পারিনি। তার ফলাফল এই মৃতপ্রায় অবস্থাতেও চোখে ঘুম লাগা।
স্বপ্নে দেখলাম আইস কুল ঠান্ডা পানি পিঠে ঢেলে দিয়ে আয়েশ করতেছি। ঝাকিতে ঘুম ভেংে গেল।
সত্যিই আমার পিঠ আইস কুল ঠান্ডা হয়ে গেছে, কেমন যেন নরম নরম বালিশের মত লাগে। কে যেন আবার গুতা দেয়।
পিছনে তাকিয়ে দেখি টমটমের ঘোড়া আমার হুডতোলা রিক্সার ফাক দিয়ে মুখ ঢুকিয়ে আমার পিঠ চেটে দিয়েছে, ভিজে জব জব হয়ে গেছে। গন্ধে জ্ঞান হারাবার মত অবস্তা।
রাস্তার অবস্থা জাহান্নামের মাঠের মত, শার্ট খুলে উদাম গায়ে বসার মত সংস্কার আমার নেই। ঘোড়ার আদর মাখা শার্ট আমার জীবন বের করে ফেলল।
রাত এগারটায় মেডিসিন থেকে আসা এক চাচার lymph node বের করতেছি। কোন notification ছাড়াই হাতে মুতে দিছে। দুই বার মুখের উপর কাশি দিয়েছে। যে গন্ধ!! এর চেয়ে ঘোড়ার আদর ভাল ছিল।
গিবনে এত কষ্ট ক্যারে??
©somewhere in net ltd.