নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরন বিল

চরন বিল › বিস্তারিত পোস্টঃ

কাব্যবেদনা ...

০১ লা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

জনৈক সমাজবিজ্ঞানী কহিয়াছেন, "কা কা করিলেই কাউয়া হওয়া যায় না"।
তাহার এই অভিব্যক্তি কবিসমাজকে ঈঙ্গিত করিয়া কিনা তাহা লইয়া বিতর্ক করা যায়, কিন্তু সমাজ পরিবর্তনে কাব্যের ভুমিকাকে তাহা বিন্দুমাত্র খন্ডিত করিতে পারঙ্গম হইবে এমন ভাবিবার অবকাশ কোথায়? আমাদের প্রাচ্যদেশীয় সমাজবিধানে প্রেম হইতে ম্যারেজ, কারখানা হইতে গ্যারেজ, লোটা হইতে কলসী, গোলাপ হইতে তুলসী সর্বত্রই জীবন আর কাব্য একে অপরের সহিত নববিবাহিত দম্পত্তির ন্যায় জড়াইয়া আছে। কবিতার আচঁলে মুখ না লুকাইয়া প্রেমিকার আচঁলে মুখ লুকাইয়া প্রেম করিয়াছে এমন বেরসিক প্রেমিকের সন্ধান হয়ত আকছার মিলিবে, কিন্তু কেবলমাত্র বর্ণমালা জ্ঞানে পান্ডিত্যপূর্ণ হইবার পরেও কবিতার নামে ছাইপাশ লিখে নাই এমন মহৎ ব্যক্তিত্ত্বের সন্ধানলাভ কেবল দুরাশামাত্র। আমাদের সমাজ ও কর্মে, ফ্যাট ও চর্মে কাব্যের এমনই প্রতাপ আর প্রভাব যে নিন্দুকেরাও চৌদ্দগুষ্ঠি উদ্ধারে কবিতার উষ্মবুকে আশ্রয় লইয়া থাকে। তাইতো কবি মরিয়া ভুত হইয়া যাইতে পারেন, কিন্তু তাহার কবিতা অমর; সমাজ ও সাহিত্য তাহাদের সৃষ্টিকে সেফটি ট্যাংকের মতোই যুগ যুগ ধারন করিয়া সুগন্ধ বিলাইতে থাকে। সেই সুগন্ধ এমনি মনোমুগ্ধকর এমনি হ্নদয়বিদারক, যুবসমাজ তাহা না পারিবে গিলিতে না পারিবে উগরাইতে; যকৃত আর পাকস্থলীল মধ্যভাগে তাহা লিভার সিরোসিসরুপে সঞ্চিত থাকিয়া ঘন ঘন রক্ত আমাশয়ের কারন ঘটাইবে।
তবে কেবল যন্ত্রনাময় জীবনই কাব্যপ্রসব করিবে এমন নহে, সুখে থাকিলে যে ভুতে কিলাইবে না এমন মনে করিবার কোনোই যথোপযুক্ত কারন নাই। বলাই বাহুল্য, কাব্যের প্রসব উর্বর মস্তিষ্কে, ডেস্কটপে নহে। এই প্রসবযন্ত্রনা বিরাটাকার ধারন করিলে তাহা উগরাইতে হইবে, মাউজ দিয়া ডিলিট করিবার কোনো অপশন নাই। তাই কাব্যের সহিত সাংবাদিক-পুলিশ বন্ধুত্ত্ব নহে, সত্যিকার বন্ধুত্ত্ব চাই। সেই বন্ধুত্ত্বের সন্ধানে সকাল-বিকাল ডাক্তারী প্রেসক্রিপসন মানিয়া চলার মত লোটা-কম্বল লইয়া বসিয়া পড়া আবশ্যক নহে- বরঞ্চ আবশ্যক এই যে, কাব্যকে উগরাইবার উপযুক্ত পাত্র চাই- ফেইসবুক নামক পৃষ্ঠাখানি সেই পাত্রকে ধারণে পারঙ্গম কিনা, সে এক বিতর্ক হইতে পারে। তবে রক্ত আমাশয় অপেক্ষা ঘনঘন নির্দোষ মলত্যাগ উত্তম- তাহা নিয়া বিতর্ক তো স্রেফ বাহুল্য বৈ আর কিছু নয়। ফলস্বরূপ এই পৃষ্ঠাখানার শিরায় শিরায় কাব্যগুঞ্জন প্রকটাকার ধারন করিয়াছে। কাগুজে কিতাব পড়িবার সেকেলে রেওয়াজ ধুইয়া-মুছিয়া বিদ্যুতচালিত বাহনে এমনতর কাব্যভ্রমন বাংলা সাহিত্যের আকাশে আরেকটি কলংকজনক অধ্যায়ের সৃষ্টি করিবে কিনা তাহা ভবিষ্যতই বলিবে, তবে ফেসবুকের সুবিশাল ভান্ডার হইতে কিছু পেজের যে অপচয় ঘটিল তাহাতে জাকারবার্গের চাইনিজময় দাম্পত্য জীবনে অশান্তির উদ্রেক ঘটিবে না তাহা নির্দ্বিধায় স্বীকারযোগ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.