![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন আছ সে মূলকে আঁকড়ে ?
যে মূল তোমায় বাধ্য করেছে
বাঁকা হয়ে দাঁড়াতে।
কেন সামান্য রস আহড়ন করে-
চাও তুমি মুমূর্ষুতায় বাঁচতে ?
যদি তা হয়ে থাকে
বেঁচে থাকার আদিম লড়াই ,
তবে সভ্যতার প্রেরণায়
ছিন্ন কর সে মূলকে।
প্রয়োজনে আঁকড়ে ধর অন্য শিকড়ে ;
তবুও বাঁচ মাথা উঁচু করে।
©somewhere in net ltd.