নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চূড়ান্ত

চূড়ান্ত › বিস্তারিত পোস্টঃ

একটি ধর্ষণ ও অতঃপর

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩০

সবাই এখন নির্বিকার

আবার ঘুমুতে যাবে।

একটি জীপ সশব্দে সবার ঘুম ভেঙ্গে দিল

ফেলে গেল একটা শরীর ;

হিংস্র জন্তুর নখের দাগ,

ক্ষত-বিক্ষত -

এখন সে শুধুই লাশ।

দোতলা থেকে নেমে আসল তার পরিবার

কান্না আর আহাজারি,

নিকট প্রতিবেশীও আসল - নির্বিকার।

কিছুই করার নেই কারও,

থাকলেও কি করত ?

সবাই আজ উটপাখি !

এরপর কলোনির কোন মেয়ে -

বাইরে যায়-না রাতে ;

মামলা হল,

সুরাহা হয়-নি।

অতঃপর মাসখানেক বাদে -

বিচারকাজ বন্ধ;

ধর্ষকরা ক্ষমতাসীনদের লোক,

খানদানি জানোয়ারের বংশ।

হুমকি -ধামকি,

কলোনি ছেড়ে চলে গেল -

সেই পরিবার।

এভাবেই জমে আছে -

অসংখ্য ধর্ষনের কেস,

মামলা ছাড়া আরো অসংখ্য,

আর সেই ধর্ষিতাদের অভিশাপ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

বাড্ডা ঢাকা বলেছেন: এ দেশে এগুলো মামলার সঠিক সুরাহ কখন হয়নি আর কোন দিন হয়ত হবেও না। সুন্দর লেখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.