![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যথা-ক্ষুধা-দারিদ্র
চারদিকে হাহাকার-ক্রন্দন,
আমার কিছুই করার নেই
আমি মধ্যবিত্ত একজন।
রাহুর গ্রাসে পতিত তারা,
আমি মধ্যবিত্ত—
তাই শনির আক্রোশে
আমি ছন্নছাড়া।
কারও আবার বৃহস্পতির সাড়া
নির্দ্বিধায় ঘুমাচ্ছে তারা,
হচ্ছে বিদ্বেষ-ঘৃণা
জাগছে ক্রোধ-উন্মত্ততা।
নেই কিছুই করার-হয়তো,
আমি যে মধ্যবিত্ত;
এপাড়া-ওপাড়া ঘুরছি ক্ষ্যাপার মতো
পদ্যেই ক্ষান্ত হচ্ছে আমার চিত্ত।
©somewhere in net ltd.