নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চূড়ান্ত

চূড়ান্ত › বিস্তারিত পোস্টঃ

জেহাদি

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩০

কোন্ উন্মাদনায় আজ তুমি ব্যবচ্ছেদ কর -
শরীর, মস্তক, চাপাতির হিংস্র আঘাতে ?
কি পাও, কিসের আশায় ?
কোন্ ভ্রান্ত বিশ্বাসে -
তোমার একটুকু গ্লানি নেই ?
অনুশোচনা হয় না তোমার ?
এই তোমার শিক্ষা - তোমার ধর্মের ?
বিবেককে মেরে-পিষে,
আজ চাপাতিই তোমার সম্বল।
ছিঃ ধিক্কার তোমায়,
ধিক্ তোমার ধর্ম, তোমার আল্লাহ্।
বেহেস্তের বাসনায় তুমি আজ -
হিংস্র জন্তুর চেয়েও অধম,
ধিক্ তোমায়, ধিক্।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৭

জেন রসি বলেছেন: কলম চলবে।

২| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৭

শোয়াইব আহেমদ বলেছেন: দুদলকে একই দেখছি। একদল খিস্তিখেউর আর গালাগালি করে নিজেদের আদর্শ প্রচার করছে আর একদল কোপাকোপি আর বোমাবাজি করে নিজেদের আদর্শের প্রচার করছে। ঠিক যেন একই মুদ্রার দু পিঠ!

৩| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

প্রেতরাজ বলেছেন: ধিক ওইসব জিহাদিদের।ইসলাম কখনো মানবতার অবমাননা করে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.