নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছুটি\'স গোল্ডেন আই\"

মোঃ আসাদুজ্জামান ছুটি

আমার পরিচয়? মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, ধর্ম নিরপেক্ষ ও সুস্থ মানসিকতার একজন সমাজ সচেতন বাংলাদেশি নাগরিক ।

মোঃ আসাদুজ্জামান ছুটি › বিস্তারিত পোস্টঃ

মাশরাফি ও মনোনয়ন ফরম"

১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

বাংলাদেশের মানুষ আবেগ দিয়ে কথা বলে । আর এই দেশের রাজনীতিও আবেগ কে পুঁজি করে এগিয়ে চলেছে, ভবিষ্যতেও চলবে । দক্ষিণ এশীয় অঞ্চলগুলোতে এটাই অলিখিত বিধান হয়ে গেছে।
আজ Mashrafe Bin Mortaza'র নির্বাচনী ফরম কেনা নিয়ে মানুষের কয়েক হাজার মন্তব্য আমি পড়লাম বিভিন্ন সংবাদ মাধ্যমে । অবাক লাগলো এটা দেখে যে, দুই দিন আগেও যিনি ছিলেন ১৬ কোটি লোকের হিরো তাকে নিয়ে আজ তিন দলে বিভক্ত হয়ে গেছে জনতা । এক দল কড়া ভাষায় সমালোচনা করছে, তির্যক সব মন্তব্য করছে , আরেকদল তাকে সাধুবাদ জানাচ্ছে, শুভ কামনা করছে তার ভবিষ্যতের জন্য ; আর এক দল আছে এরা দুই দলকেই সমানে তাল দিচ্ছে । আমার চোখে এই তিন নম্বর দল এক কথায় ঘরের শত্রু বিভীষণ । এরা রাজনীতির 'র' টাও হয়তো বোঝে না, শুধু এরা নয়, ম্যাশ কে ভাল বলা , মন্দ বলা দুই শ্রেনীর বেশিরভাগ লোকেই রাজনীতির 'র' টাও ঠিকমত বোঝে না । এদের কাছে বিএনপি আর আওয়ামীলীগ-ই হচ্ছে রাজনীতি । সত্যি বলছি, রাজনীতির মাঠে আমার এবং আমার পরিবারের সুদীর্ঘ অভিজ্ঞতা থেকেই আমি এই উপাত্ত পেয়েছি ।
যাই হোক, কে কি বোঝে আমি তা নিয়ে বিশদ কিছু লিখবো না । ম্যাশ ভাইকে আমি যেটুকু চিনি তার উপর ভিত্তি করে আমি কেবল আমার মতামত লিখছি এখানে ।
সহজ করে বলি, একটা রাজনৈতিক দল নিয়ে ভাল-মন্দ কথা তখনই তৈরি হয় যখন সেই দলের কর্তাব্যাক্তিরা তাদের কাজের মাধ্যমে আলোচনার জন্ম দেন । তারা ভাল কাজ করলে প্রশংসা , মন্দ করলে তিরস্কার , মুলত এভাবেই একটা দল 'ভাল বা মন্দ' বলে পরিচিতি পায় । এবং আমি মনে করি এই মুহূর্তে আমাদের Mashrafe Bin Mortaza'র মত একজন রাজনীতিবিদের দরকার । কারন তিনি শিক্ষিত ও বুদ্ধিমান; তাছাড়া নেতৃত্ব করার মত সকল গুনাবলি তাঁর মাঝে আছে । ওনার সবচেয়ে বড় যোগ্যতা উনি একজন আদর্শমানের বিবেচক । তাই এই দেশের অন্য রাজনীতিবিদদের মত পানি ঘোলা করে নিজের আখের গোছানোর মত নোংরা খেলায় উনি নামবেন না এটা আমি চোখ বুঝে বিশ্বাস করি । ব্যাক্তিগত ভাবে আমি চাইবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন ওনাকে ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রীর পদে বসিয়ে সম্মানীত করেন । কারন উনি যদি ক্রীড়া অঙ্গনের হাল ধরেন তাহলে এই দেশের ক্রীড়া অঙ্গনে আমুল পরিবর্তন আসবে ।
একটা দল কখনো এমনি এমনিই ভাল হয় না, তাকে ভাল করে পরিচালনা করতে হয় । আর পরিচালকের ব্যাটন যখন ম্যাশের মত একজন লোকের হাতে থাকবে তখন বাংলাদেশের পথ হারাবার কোন উপায় নেই বলেই আমি ছুটি মনে করি ।
Mashrafe Bin Mortaza ভাইয়ের জন্য রইলো ভালবাসা ও শুভ কামনা । জয় হোক বাংলার, জয় হোক বাংলাদেশের।-ছুটি✍️

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.