নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ একজন মানুষ, সবসময় সত্য কে খোঁজার\nচেষ্টায় রত থাকি।সত্য বলতেও দ্বিধা করিনা, সত্য\nমানতেও বিলম্ব করিনা এবং লেখার গঠনমুলক\nসমালোচনা পছন্দ করি।আমার লেখা পড়ে কারো\nগায়ে জ্বালাপোড়া ধরলে সেজন্য আমাকে দায়ী\nকরা চলবেনা মোটেই ।ধন্যবাদ। ।

মরুর পথের যাত্রী

আমি সাধারণ একজন মানুষ, সবসময় সত্য কে খোঁজার চেষ্টায় রত থাকি।সত্য বলতেও দ্বিধা করিনা, সত্য মানতেও বিলম্ব করিনা এবং লেখার গঠনমুলক সমালোচনা পছন্দ করি।আমার লেখা পড়ে কারো গায়ে জ্বালাপোড়া ধরলে সেজন্য আমাকে দায়ী করা চলবেনা মোটেই ।ধন্যবাদ। ।

মরুর পথের যাত্রী › বিস্তারিত পোস্টঃ

গাজার মানুষ যুদ্ধপরাধী!!

২৮ শে জুন, ২০১৫ দুপুর ১:০৬

গত ৩ দিন আগে জাতিসংর রিপোর্ট করল এরকম যে, ২০১৪ সালে গাজা-ইসরাইল যুদ্ধে ২ পক্ষই যুদ্ধপরাধ করেছে।

নিজের বাপ দাদার ভিটেতে স্বাধীনভাবে বসবাস করতে
চাওয়া টা যদি যুদ্ধাপরাধ হয়, তাহলে আমি বলব যে এই
পৃথিবীর তাবৎ স্বাধীন দেশের মানুষই যুদ্ধাপরাধী। আর
কতদিন আমরা অন্ধ হয়ে থাকব?আর কতদিন যেন কিছুই হইনি
সেইরকম একটা ভাব নিয়ে থাকব? আর কতদিন শয়তানের ভয়ানক
স্বার্থপরতার রূপটা কে নিজেদের মধ্যে বহন করতে থাকব?
তারা কি মানুষ না? তাদের ও কি আমাদের মতন সহজভাবে,
সাধারণভাবে জীবনযাপন করার অধিকার নেই? সকল জাতির
অভিভাবক জাতিসংঘের এইরকম ২ নীতিপরায়নতা দেখে মানুষ
হিসেবে বেচে থাকতে ঘৃনাবোধ হচছে।
ফিলিস্তিন গনহত্যা,রোহিংগা গনহত্যা, ইরাকী গনহত্যা,
আফগান গনহত্যা, চেচনিয়ান গনহত্যা,কাশ্মিরি গনহত্যা, উইঘুর
গনহত্যা কি সারাজীবন অমীমাংসিতই রয়ে যাবে? তাদের
ভাগ্য কি অপরিবর্তিত ই রয়ে যাবে? নাকি তারা মানুষ ই নয়?
মুসলিম বিশ্বের কথা বাদ দিলাম, বিশ্ব মানবতার কি কখনো
চোখ খুলবেনা?? তাদের কি আর কোনোদিন ও বোধদয় হবেনা?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৫ দুপুর ১:১০

জুলহাস খান বলেছেন: গাজার মানুষ যদি যুদ্ধপরাধী হয়। তাহলে ইহুদিরা ছাড়া সবাই যুদ্ধপরাধী। কারন ইহুদি ছাড়া সকলে নির্দিষ্ট ভুখন্ড আছে।

২| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৯

মরুর পথের যাত্রী বলেছেন: ঠিক বলেছেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.