নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লিপিং এরিয়া

ক্লিপিং এরিয়া › বিস্তারিত পোস্টঃ

ফটোশপ ওয়ার্কিং নিয়ে কিছু ভাবনা

৩১ শে মে, ২০১৫ রাত ৮:৫২

প্রযুক্তির উন্নয়নে সেই এনালগ থেকে ডিজিটাল অবধি ঠিক যেন আলাদিনের চেরাগের মত আমরা আমাদের হাতের মুঠোয় দুনিয়াটাকে চিপে ধরে রেখেছি। যখন যা মন চায় তাই করতে পারার আনন্দটা যে কত গভীর তা ভাষায় প্রকাশ করে শেষ করা যায়না। সেই আনন্দের ধারাকে এগিয়ে নিতে আমাদেরকে ফটোশপ দিচ্ছে বাড়তি সুযোগ যা কখনও কবি বা লেখকের লেখনীর ক্ষুরধার দিয়ে লিখে শেষ করা যাবেনা। যাক কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক - ফটোশপ সম্পর্কে আপনাদের সবারই ভালই ধারণা রয়েছে তবে আনুমানিক কত সালে ফটোশপ যাত্রা শুরু করে তা জানা না থাক্লেও ১৯৮৮ সালে থমাস ও জন কনিলের হাত ধরে এডোবি সিস্টেমের সাথে ফটোশপ সংযুক্ত হয়। সেই যে শুরু আর আজ হাটি হাটি পা পা করে আজ এক চরম অবস্থানে পৌঁছিয়েছে। আজ ত ফটোশপ ছাড়া ভাবাই যায়না। গ্রাফিক্স, এনিমেশন, ওয়েব ডিজাইন কোথায় নেই সবখানেই তার জয়জয়কার। দিনের পর দিন নিত্যনতুন ফিচার আর আপডেট তাঁকে এনে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। আজ আপনাদের সামনে ফটোশপের কিছু টুলস নিয়ে কাজ করা দেখাবো- নিচের ইমেজ
টা ভাল করে লক্ষ্য করুন। মনে হচ্ছে পুকুরের স্বচ্ছ পানির উপরে অথবা দর্পণের উপর কোন কিছু ধরলে যেমন স্পষ্টভাবে প্রতিবিম্ব দেখা যায় ঠিক তেমন তাই না?

আপনি চাইলে ফটোশপের সাহায্যে খুব সহজে এই কাজটি করতে পারেন। এই জন্য আপনাকে ফটোশপে গিয়ে প্রথমে ইমেজটাকে নিচের মত সুন্দর করে পাত করে নিতে হবে। এরপর পাত সিলেক্ট রেখে কিবোর্ডের কন্ট্রোল(Ctrl+J) বাঁটন চেপে ধরে নতুন লেয়ারে নিতে হবে। এরপর (Ctrl+T) দিয়ে সিলেক্ট করে মাউসের রাইট বাঁটন ক্লিক করে (Flip Vertical) করে নিচের ইমেজের মত করে নিতে হবে এরপর Ctrl ধরে উপরের লেয়ারকে সিলেক্ট করে নিচের ইমেজের মত মারজ করে Gradient Tool / brush tool ইউজ করে প্রয়োজনমত ব্যাবহার করলে আপনি কাঙ্ক্ষিত ইমেজ বানাতে পারবেন।

যদি আপনার কিউরিসিটি মাইন্ড আরও কিছু জানতে চায় তাহলে(http://clippingarea.com/) এখানে ঢু মারতে পারেন আর ফেসবুকে আমাকে পাবেন এখানে(https://www.facebook.com/clippingarea)। আজ এই পর্যন্ত । অন্য কোনদিন নতুন কোন টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ্‌ হাফেজ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.