নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"অলিখিত বিজ্ঞান\" একটি বিজ্ঞান বিষয়ক গবেষণা ও লেখালেখির ব্লগ। সাধারণত বাংলা ভাষার পাঠক, যারা বিশেষত বিজ্ঞান বিষয়ের প্রতি আগ্রহী ও নিত্য নতুন অজানা বিষয় যেমন- গ্রহ, নক্ষত্র- প্রকৃতি, পৃথিবীর জলবায়ূ আর জীবনের সাথে সংশ্লিষ্ট দৈনন্দিন বিজ্ঞানের

অলিখিত বিজ্ঞান

ফ্রীল্যান্স ব্লগ লেখক

অলিখিত বিজ্ঞান › বিস্তারিত পোস্টঃ

"টানের অসমাপ্ত রহস্য"

০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৪

"টানের অসমাপ্ত রহস্য "
(দ্বিতীয় পর্ব)
ঠিক যেভাবে নিউক্লিয়াস্ কে কেন্দ্র করে ঘুরে চলেছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, সেই একই রকম পদ্ধতিতে আমাদের সৌরজগতে সূর্য ও ঠিক নিউক্লিয়াসের ভূমিকায় তার চারপাশের গ্রহ আর উপগ্রহ গুলোকে টেনে রেখেছে গ্রাভিটি নামক এক অদৃশ্য টানে। আবার এই গ্রাভিটির টানেই এই পৃথিবীর উপরিভাগে বসবাস রত প্রানীকুল আটকে রয়েছে পৃথিবীর বুকে। যদি সমগ্র মহাবিশ্ব সম্পর্কে বলা যায় - সেখানেও দেখা যাবে, স্রোতের বাইরে যে নিকষ কালো বায়ুহীন মহাশূন্য রয়েছে, সেখানে ও ওৎ পেতে রয়েছে অসংখ্য ব্লাকহোল(কৃষ্ণ-গহবর), যারা ও নিভৃতে নিরবে টেনে নিয়ে যাচ্ছে কত শত গ্রহ আর নক্ষত্র কে তার অন্ধপূরীর মাঝে। তবে কোথায় নেই এই টান! যদি সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলা হয় - তবে তিনিও তো টেনে রেখেছেন তাঁর সমগ্র সৃষ্টি কে নিজের কাছে। সার্বিক ভাবে দেখা যায় : মানুষ যে পৃথিবীতে বেঁচে থাকতে চায়, সেটিও নানামুখী টানে, কেউ অর্থের টানে, কেউ সামাজিক খ্যাতি অর্জন করার টানে, আর কেউ তো স্রেফ জীবন টাকে চমৎকার ভাবে উপভোগ করার টানে। আমি আর কিছু ভেবে কুল পাইনা, এই টানের শেষ কোথায়? তবে কি মৃত্যু ই এই যাবতীয় টানের পরিসমাপ্তি! ষ
নিশ্চয়ই না, কারণ ঐ মৃত ব্যক্তির প্রতিও তার আপন মানুষেরা টান অনুভব করে। এখন আপত দৃষ্টিতে আমার মাথায় যেটা আসে তা হল: "জীবনের সব উদ্দেশ্য ই হল একটা রহস্যময় টান"।।
-লিখেছেন : কৃষ্ণেন্দু দাস (বাপ্পী), ৩০ শে জানুয়ারি '২০১৮ খ্রিঃ।
ই-মেইল:[email protected]

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৫

অলিখিত বিজ্ঞান বলেছেন: দুই পর্বে সমাপ্ত করা হল।

২| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

টান তত্ত্ব ভাল লাগল :)

৩| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৯

অলিখিত বিজ্ঞান বলেছেন: হ্যাঁ, এইজন্যে কথায় আছে -"এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রোগী। তিন টানেতে রাজা-উজির, চার টানেতে সুখী"......!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.