![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল পিনাকী ভট্টাচার্যের একটা স্ট্যাটাসের বিপরীতে নির্ঝর মজুমদার একটা স্ট্যাটাস দিয়েছেন। জনাব নির্ঝর মজুমদারের স্ট্যাটাস পড়ার পর আমার কিছু বলতে ইচ্ছে হল...
পিনাকী ভট্টাচার্যের স্ট্যাটাসঃ
{{নির্বাচন কমিশনে জমা দেয়া আওয়ামী লীগ এবং জোটের নেতাদের আয়ের হিসাব যখন থেকেই প্রকাশিত হচ্ছে, তখন থেকেই কৌতূহলের সাথে অনলাইনে আওয়ামী লীগের সমর্থকদের প্রতিক্রিয়া দেখছি। তাঁদের মুল বক্তব্য হচ্ছে, গত বি এন পি আমলের দুর্নীতি এবং তারেক জিয়ার দুর্নীতির তুলনায় এটা “কিছুই না”।
মাই ডিয়ার ফ্রেন্ডস, নীতির বিচারে দেয়ার ইজ নাথিং কল্ড হ্যাফ প্রেগন্যান্ট। ইদার ইউ আর প্রেগন্যান্ট অর নন প্রেগন্যান্ট। এক টাকার দুর্নীতিও “দুর্নীতি” এক হাজার টাকার দুর্নীতি ও “দুর্নীতি” এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মাঝখানে কোন গ্রে এরিয়া নাই। শেইম অন ইউ গাইজ, ইউর লিডার্স আর প্রেগন্যান্ট উইথ ব্ল্যাক মানি।}}
নির্ঝর মজুমদারের স্ট্যাটাসের লিংক।
Click This Link
কোট করছিঃ
Nirjhar Mazumder:
নীতির বিচারে এক টাকার দুর্নীতি এবং হাজার টাকার দুর্নীতি যদি সমান হয়, তাহলে একজন চোর বা ডাকাতের বিচারের সাথে যুদ্ধাপরাধীর বিচারের পার্থক্য থাকে না। সেই সাথে পার্থক্য থাকে ক্ষুধার দায়ে চুরি করা এক ক্ষুধার্তের এবং একজন শিল্পপতির, দুইটাই কিন্তু নৈতিকতার মানে "চুরি"।
আমার মন্তব্যঃ
এক টাকা হইলেও দুর্নীতি আর হাজার টাকা হইলেও দুর্নীতি। এইটা কোন ভাবেই যায়েজ করা যাবে না। যেমনি ভাবে বিএনপির আমলে দুর্নীতির যায়েজ করা যাবে না। আর যুদ্ধাপরাধীর বিচার একটা ভিন্ন বিষয়। বিচার হচ্ছে। বরাবরের মতই হালচাষ করতে গিয়ে বিমান চালানোর বিষয় এক করা হইছে। সব কিছুতেই যুদ্ধাপরাধের দিকটা না টানলে যেন কোন কিছু প্রমান হবে না। আর, তার মানে আ. লীগ ক্ষুধার দায়ে চুরি করছে? বিএনপি শিল্পপতি হওয়ার জন্যে??? বুঝলাম না।
Nirjhar Mazumder:
নির্বাচন কমিশন যখন শুধু মাত্র আয়-ব্যয় এর হিসাব টা একটি দলই দেয়, এবং আকারে প্রায় সমমানের প্রধান বিরোধী দল নির্বাচন এড়ানোর নাম করে সেই সম্পদের বিবরণী প্রকাশের দায় এড়িয়ে যায়, তখন বলতেই হয়, এমন কি নৈতিক বিচারেও, সম্পদের বিবরনি প্রকাশের সাহস দেখানো দলটি এগিয়ে থাকে।
আমার মন্তব্যঃ
নির্বাচনে গেলে নিয়ম অনুযায়ী বিএনপিরও আয় ব্যায় এর হিসাব দিতে হতো। যেহেতু ওরা এই প্রহসনের নির্বাচনে যায় নাই সেহেতু ওরা এই হিসাব দেয় নাই। আর আপনার কথা অনু্যায়ী মনে হচ্ছে সম্পদের বিবরণী প্রকাশের দায় এড়ানোর জন্যেই বিএনপি নির্বাচনে যায় নাই। হা... হা... হাস্যকর। আর সম্পদের বিবরণী প্রকাশ সাহসের বিষয় নয়। আইনে এইটা বলা আছে। এইটা আইন মান্য করা। এখন কি আপনি বলবেন আইন মান্য করা সাহসের বিষয়??? এইটা তো অবশ্য পালনীয় কর্তব্য। শেষ খবর অনুযায়ী আ. লীগের আপ্ততির কারনে কমিশনের ওয়েবসাইটে এই হলফ নামা পাওয়া যাচ্ছে না। সমালোচনার মুখে সম্পত্তির হিসাব ওয়েবসাইট থেকে উঠাতে বাধ্য করা এইটাও নিশ্চয়ই সাহসের বিষয়!!!
Nirjhar Mazumder:
সম্পদের বিবরনি প্রকাশের পরে সেই বৈধ সম্পদের দায় স্বেচ্ছায় কাঁধে নেওয়া দল কে আমরা যদি তাদের নিজেদের অতীতের অবস্থার সাথে তুলনা করে দোষী সাব্ব্যস্ত করি, তাহলে আমাকে বলতেই হয়, সম্পদ বৃদ্ধির দায়ে বিল গেটস এর মত ব্যবসায়ীরাও দায়ী হবেন, এই যুক্তিতে যে তাঁরা অর্জিত সম্পদ পুনরায় সম্পদ বৃদ্ধিতে ব্যবহার করেছেন।
আমার মন্তব্যঃ
সম্পদের বিবরনি প্রকাশের পরে সেই বৈধ সম্পদের দায় স্বেচ্ছায় কাঁধে নেওয়া দল!!! আপনিই তো রায় দিয়ে দিলেন এইটা বৈধ ভাবে অর্জিত!!! আপনি কিভাবে জানেন এই অর্জিত সম্পত্তি বৈধভাবে অর্জিত??? তাহলে আপনার কথা অনুযায়ী বেগম জিয়া যে ৩৩ কোঠি টাকার কর দিয়েছিলেন কালো টাকা সাদা করবার প্রক্রিয়াতে অংশ নিয়ে সেই অর্জিত টাকা আপনি কিভাবে কালো টাকা বলবেন??? আর এখন ওয়েবসাইট থেকে হলফনামা মুছে ফেলা তাহলে সম্পদের দায় স্বেচ্ছায় কাঁধ থেকে ফেলে দেওয়া??? আমি বেগম জিয়াকে এখানে ডিফেন্ড করছিনা। শুধুমাত্র আপনার কথার মধ্যে যে দৈবনীতি আছে সেইটা তুলে ধরলাম।।
আর বিল গেটস তো রাজনীতির সাথে জড়িত নন। তিনি তার ব্যাবসার মাধ্যমে সম্পদ বৃদ্ধি করেছেন ধাপে ধাপে। আর তার সম্পদ তো নিশ্চয়ই ৫ বছরে ৩০০ গুন, ৮০০ গুন ২০০০ গুন বৃদ্ধি পায় নাই।
হে হে... আপনার তুলনা গুনে আমি সত্যিই মুগ্ধ!!!
Nirjhar Mazumder:
আপনার যুক্তি আমলে নিলে বলতে হবে, দুর্নীতির দায়ে যেহেতু তারেক রহমানের সাজা হয়নি, তাই দুর্নীতির মামলা না থাকা দেশের অন্যতম ঋণ খেলাপি সালমান এফ রহমান এর বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলতে পারিনা। এবং সেই একই যুক্তি হিসাবে নিলে আমি বলতে পারি, আওয়ামী লীগ নেতাদের সম্পদ বৃদ্ধির প্রক্রিয়াকে আপনি "দুর্নীতি" কোন ভাবেই এবং কোন বিচারেই করতে পারেন না।
আমার মন্তব্যঃ
পিনাকী দা বলেছেন- এক টাকার দুর্নীতিও “দুর্নীতি” এক হাজার টাকার দুর্নীতি ও “দুর্নীতি। হুম তাই তো বলতে হবে নাকি? নাকি আপনি এক টাকার দুর্নীতিকে মুড়ি চুরি করা বলবেন? আর তারেক রহমানের বিচার করছে আদালত। তথ্য প্রমান যুক্তি দিয়ে। আদালত যা মনে করেছে তাই করেছে। কিন্তু আপনি কিভাবে বলেন যে সালমান এফ রহমানের বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলতে পারি না? আপনি আঙ্গুল তোলেন। মামলা করেন। আদালতের যা মনে হবে তাই করবে। আদালত খুজে বের করবে আসলেই সালমান এফ রহমান কি। আদালতের এক মামলার বিচরকে আপনি সবার সাথে মিলিয়ে দেখবেন কেন??? আসলেই এইটা কি দেখা যায়??? আপনার তুলনা গুনে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি!!!
Nirjhar Mazumder:
একই রকম ভাবে আমরা আঙ্গুল তুলতে পারিনা এই কারনেই যে সম্পদের বিবরণী প্রকাশের যে সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছে, সেই সংস্কৃতি খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে, যদি আমরা এই বৈধ ভাবে অর্জিত সম্পত্তি নিয়ে বিতর্ক বন্ধ করতে না পারি।
এই তথাকথিত " দুর্নীতি" র সাথে বিএনপি নেতাদের দুর্নীতি তুলনা দেওয়াটা অবশ্যই অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিসয়, তার কারণ হচ্ছে, দুর্নীতির বিশালত্বটা বুঝাটা আমাদের রাজনীতিতে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। এবং সেই সাথে এই "সম্পদ জনিত বিতর্কের" মাধ্যমে আমরা প্রধান বিরোধী দলীয় নেতাদেরকেও সম্পদ প্রকাশের দায় থেকে এক ধরণের মুক্তি দিচ্ছি। এই একমুখিনতা কেন? কেন নিরপেক্ষতার নামে সততার মানদণ্ডের পরিবর্তন? এই বুদ্ধিবৃত্তিক মূর্খতা আমাদের আর যাই দিতে পারুক, গণতন্ত্র দিতে পারে না।
আমার মন্তব্যঃ
ওয়েল, সম্পদের বিবরণী প্রকাশের যে সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছে কিনা জানি না। করে থাকলে গুড। কিন্তু আপনি এই সব অর্জিত সম্পত্তি কে বৈধ বলেছেন। তাহলে বেগম জিয়ার যে কথা যে তুলেছেন তার অর্জিত সম্পত্তিও বৈধ হবে??? তিনিও তো তার শাসনামলে আগের সম্পত্তিকে পুনরায় সম্পদ বৃদ্ধিতে ব্যবহার করেছেন। নাকি? এইখানে অন্য যুক্তি চলবে???
আর এই দুর্নীতি কিভাবে তথাকথিত??? বিএনপি নেতারা দুর্নীতি করলে সেইটাকে দুর্নীতি বলবেন আর আ. লীগ দুর্নীতি করলে সেইটাকে তথা কথিত দুর্নীতি বলবেন, জনাব ব্যাপারটা কি একটা দলের প্রতি দলান্ধতাই প্রকাশ করে না??? বিরোধী দলকে নির্বাচনে নেওয়ার জন্যে উপযুক্ত পরিবেশ আ. লীগ সৃষ্টি করেছে??? আপনার কথা অনুযায়ী যদি ধরি বিএনপি জামায়াত হলফনামায় সম্পত্তির হিসেব দেওয়ার জন্যে নির্বাচনে আসে নাই, বা অন্যদের কথা অনুযায়ী যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যে নির্বাচনে আসে নাই, কিন্তু ৪২ টা নিবন্ধিত দলের মধ্যে কেন ১২ টা দল ছাড়া অন্যরা নির্বাচনে আসে নাই??? বিএনপি জামায়াত বাদ দিলে আরও ২৮ টা দল থাকে। তারাও কি হলফনামায় সম্পত্তির হিসেব দেওয়ার জন্যে নির্বাচনে আসে নাই, নাকি আ. লীগের মতে যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যে নির্বাচনে আসে নাই???
Nirjhar Mazumder:
গ্রস জেনারাইলেজেশন বলে একটা কথা আছে। আমাদের দেশের রাজনীতিতে এই বিসয় টা দেখে আমার খুব দুঃখ লাগে, এই কারনে যে, এইখানে স্বাধীনতার স্বপক্ষের দলের সাথে স্বাধীনতা বিরোধীদের কোলে তুলে নেওয়া দলটির তুলনা দেওয়া হয়। সেই সাথে যে দলটি নানান সময়ে প্রচুর "লিডার এসাসিনেশন" এর স্বীকার হয়ে আজকে এই অবস্থাতে এসে দাঁড়িয়েছে, তাদের সাথে তুলনা দেওয়া হয় অগনতান্ত্রিক উপায়ে স্বৈরশাসকের কোলে জন্ম নেওয়া দলের, এবং রাজনীতিতে আর কোন উত্তম বিকল্প না থাকার জন্য সেই তুলনাতেই আমাদের তৃপ্তির ঢেঁকুর তুলতে হয়।
আমার মন্তব্যঃ
ওহ, আচ্ছা, একমাত্র লীগ ই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি??? জামায়াত বিপক্ষ শক্তি এইটা নিয়ে কারও দ্বিমত থাকার কথা নয়, কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি??? যারা প্রতি নিয়ত মুক্তিযুদ্ধকে বিকিয়ে দিচ্ছে, ভোটাধিকার হরণ করছে, চেতনার কথা বলে চেতনা বিরোধী কাজ করছে তারাই মুক্তিযুদ্ধের একমাত্র সোল এজেন্ট??? আর অগনতান্ত্রিক উপায়ে স্বৈরশাসকের কোলে জন্ম নেওয়া দলে নিয়ে যত মাথা ব্যাথা। কিন্তু সাবেক স্বৈরশাসকের দলের সাথে জোট করলে সেইটা যায়েজ তাই না??? বাকশালীয় প্রেতাত্মা এখনও অনেকে পোষন করেন মনে হয়। স্বৈরশাসকের কোলে জন্ম নেওয়া দলটিই দুইবার নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করেছে। ছিঃ কি লজ্জা না? কিন্তু এইটা মানেন না যে এই দলটি গঠনের পিছনে আওয়ামী লীগ ই দায়ী। ৭২-৭৫ সালের দুঃশাসন। তারপর বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর দেশের অচলাবস্থায় কোনটা ঠিক ছিল যদি বলতেন। কেনই বা নবগঠিত একটা দলকে ৭৮’র নির্বাচনে দেশের জনগণ নিরুংকুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল??? জিয়াউর রহমানের ৪ বছর শাসনামলে দেশের অবস্থা কেমন ছিল একটু খোঁজ নিয়ে দেখবেন।
বি: দ্র: "আমার মন্তব্য" পয়েন্টগুলা আমার একান্তই ব্যাক্তিগত মতামত। কাউকে ডিফেন্ড করা আমার লক্ষ্য বা উদ্দেশ্য নয়।। ধন্যবাদ।।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৮
পথের বাঁকে বলেছেন: ভালো লিখেছেন......
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪১
মতিউর রহমান মিঠু বলেছেন: প্রকাশিত হয়েছে বলে নির্ঝর সাহেবদের আতে ঘা লেগেছে। হাস্যকর যুক্তি উপস্থাপন করছেন, এতোই সৎসাহস থাকলে আলীগের ৯জনের টিম নির্বাচন কমিশনে গিয়ে এব্যপারে আপত্তি জানানোর কারন কি??
নতুন তত্ত দিলেন যে এসব লুকোনোর জন্য বিএনপি নির্বাচনে যায়নি! কতোবড় আহম্মক হলে এমন মন্তব্য করতে পারে!! নির্ঝর সাহেব জ্ঞানী বলেই জানতাম এখন মনে হচ্ছে জ্ঞানপাপী।
আলীগ যেমন নেত্রী কিছু বললে (সত্য বা মিথ্যা) তা নেতাকর্মী গং জিকিরের মতো আওরাতে থাকেন তা প্রতিষ্টা করতে। এটাও সেরকম এক প্রকার জিকির।
৫ বছরে একজন ব্যক্তির সম্পদ ৭০/৮০% বৃদ্ধি পাওয়া কি স্বাভাবিক? লীগের প্রত্যেকের হাতে কি একটা করে আলাদিনের চেরাগ আছে?
দুর্ণীতির আবার রকমফের কি? ঐ আমল আর এ আমলের উদাহরন কি? চুরি সব সময়ই চুরি, কম চুরি করছে বলে কি চোর সাধু হয়ে গেলো!!
গু'এর আবার এপিঠ-ওপিঠ কি? গু'এর দু'পিঠেই সমান গন্ধ এটা কি নির্ঝর সাহেব জানেন না!!
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৪
রহস্যপূর্ন ভবঘুরে বলেছেন: বণিক বার্তা ৪ ডিসেম্ব...
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৪
মতিউর রহমান মিঠু বলেছেন: @মি.নির্ঝর, বিল গেটস সম্পর্কে আপনার জ্ঞান মনে হয় কাকের সমতুল্য, আখে ভাল করে যেনে উদাহরন দেয়া উচিৎ। বিল গেটস কি ৫ বছরে সম্পদের মালিক? বিল গেটস কি কোন রাজনৈতিক দলের নেতা? বিল গেটসের আয় সম্পর্কে পুরো বিশ্ব জানে, গোপন করার কিছু নেই। চোরের সাফাই গাইতে গিয়ে নির্ঝর সব তালগোল পাকিয়ে ফেলছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে নির্ঝর সাহেব পেইড ব্লগার যার জন্য তিনি নগ্ন দালালী করছেন সামান্য নীতির তোয়াক্কা না করে।
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১২
মতিউর রহমান মিঠু বলেছেন: "আপনার যুক্তি আমলে নিলে বলতে হবে, দুর্নীতির দায়ে যেহেতু তারেক রহমানের সাজা হয়নি, তাই দুর্নীতির মামলা না থাকা দেশের অন্যতম ঋণ খেলাপি সালমান এফ রহমান এর বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলতে পারিনা। এবং সেই একই যুক্তি হিসাবে নিলে আমি বলতে পারি, আওয়ামী লীগ নেতাদের সম্পদ বৃদ্ধির প্রক্রিয়াকে আপনি "দুর্নীতি" কোন ভাবেই এবং কোন বিচারেই করতে পারেন না।"
মি.নির্ঝর পাগল হয়ে গেছে। এমন পাগল যে তিনি ভুলে গেছেন আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া আর সচ্ছল হওয়াকে এক পাল্লায় মাপা যায়না।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৭
েফরারী এই মনটা আমার বলেছেন: আজকে আমাদের ভাবার সময় হয়েছে কে আমাদের আপন,কে পর। কে আমাদের শুভাকাঙ্খী , কে নয়। কে বন্ধু, কে বন্ধু বেশে শত্রু।আমরা সকলেই জানি যে,
আমাদের দেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেশ বা জনগনের জন্য রাজনীতি করে না, আদর্শে জন্য করে না ।সবাই নিজের জন্যেই রাজনীতি করে । বড়জোর নিজ পরিবারের জন্য ,দলের জন্য করে । সে বর্তমান প্রধানমণ্ত্রীই হোক আর বিরোধীদলীয় নেত্রীই হোক,এরশাদ সাহেবই হোক আর সাবেক প্রেসিডেন্ট বদরূদ্দোজা চৌধূরীই হোক। সে ৭১'রণান্গনে বীর যোদ্বা আবদুল কাদের সিদ্দীকিই হোক আর দেলোয়ার হোসেন সাইদীই (দেইল্ল্যা রাজাকার) হোক। সাকাচৌই হোক আর তেতুঁল হুজুর(যদিও এদের নামের সাথে হুজুর শব্দটি লেখা ঠিক নয )শফি সাহেবই হোক। এদের মধ্যে কেউ একত্তরের চেতনা ফেরী করে বন্ধু বেশে শত্রু প্রতিবেশী দাদাদের আশির্বাদের(!) জন্য দেশের স্বার্থ বিকিয়ে দেয়,কেউ বা জাতীয়তাবাদী চেতনা ফেরী করে বন্ধুবেশি শত্রু , বিশ্ব সন্ত্রাসী মার্কিন যুক্তরাস্ট্রের আস্থা অর্জনের জন্য সবকিছু করার অন্গীকার করে,কেউ ইসলাম রক্ষার দোহাই দিয়ে জণগনের জানমালের ক্ষতি করে বেড়ায় ইত্যাদি ইত্যাদি ।এরা সকলেই এক ও অভিন্ন আদর্শে (?) বিশ্বাসী। সেটা হলো দেশ ও জাতীর জন্য সর্ব্বোচ্চৌ ত্যগের কিছু গৎবাধাঁ বুলি আওড়াও , জণগন নামক একদল গাধাঁর সামনে একগাদা মিথ্যা আশ্বাসের মুলা ঝুলিয়ে ছলে বলে কৌশলে ক্ষমতায় যাও । তারই ফল আজকের এই জ্বালাও-পোড়াও রাজনীতি ।সুতারাং এখন সময় এসেছে আমাদের সাবধান হওয়ার। নয়তো আরো কঠিন পরিণতি আমাদের দিকে ধেয়ে আসছে।
"যাদের লোভ ও লালসার আগুনে পুড়ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল , তাদের প্রত্যাখান করার জন্য না ভোটের পূণঃ প্রচলন চাই।"
পড়ুনঃ দুর্নীতি না থাকলে এদেশ বিশ্বের এক নম্বর ধনী দেশে পরিণত হতো
Click This Link
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৪
আলোকন বলেছেন: নির্ঝর মজুমদার হলো সেই টাইপের পার্ভার্ট, যার বোনকে ভারতলীগের কেউ ধর্ষন করলেও সে বলবে, "স্বাধীনতার স্বপক্ষের শক্তির যে কোন ব্যাক্তির বাংলাদেশের যে কোন মেয়ের সাথে ইচ্ছা রাত কাটানোর অধিকার আছে। কোন মেয়ে/ মেয়ের ফ্যামিলি যদি স্বাধীনতার স্বপক্ষের শক্তির এই মজা লুটাতে বাধা দেয়, তাহলে তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি"।
স্বাধীনতার দোহাই দিয়ে ওদের জন্য সব হালাল। আর আপনি আসছেন, তার কথা জবাব দিতে