![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূমপান থেকে দূরে থাকি। যুদ্ধাপরাধী, ধর্ম ব্যবসায়ী, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী, দুর্নীতিবাজ, ধর্মদ্রোহী (মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক ব্যক্তি যারা অন্য ধর্মের অবমাননাকারি) তাদের ঘৃণা করি। নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের ধর্মীয় বিশ্বাসের প্রতি আমার শ্রদ্ধা আছে। তাদের সাথে ভাল সম্পর্ক বজায় রাখতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই
ট্রেনের টিকিট কাটতে গেছি খুলনা স্টেশন
। জয়পুরহাটের চেয়ার কোচের টিকিট
খুলনা থেকে ৩৩০ টাকা । আমি ২টা টিকিট
নিলাম ২০ তারিখের । ১ হাজার
টাকা দিলাম , ফেরত পেলাম ৩১০ টাকা । ৩০
টাকা কম । এক হাত লম্বা টুপি মুখের
দাড়িতে মেহেদী লাগানো টিকিট
মাস্টারকে জিজ্ঞাসা করলাম আর কই
টাকা ?
টিকিট মাস্টার নির্লজ্জের
মতো বললো ঈদের সামনে চা নাস্তার খরচ ।
আমার মাথায় বিদ্যুত চমক দিয়ে উঠলো ।
আমার বাবা সরকারী চাকুরী করছে আজ
আটাশ বছর ,কোন দিন
বেতন ,বোনাস ,ওভারটাইম
ছাড়া একটা টাকা ঘরে নিয়ে আসে নি ।
আজ তার ছেলে হয়ে যদি ৩০ টাকা এই
সরকারী টিকিট মাস্টারকে বকশিস
দিয়ে আসি তাহলে চলবে ?
আমি হঠাত্ করে ভয়ঙ্কর
ভাবে চেঁচিয়ে উঠলাম এই শালা ভন্ড
দাড়িওয়ালা ঘুষখোরের বাচ্চা আমার
বাকী টাকা ফেরত্ দে । আমার এই
চিত্কারে আমি নিজেই ভড়কে গেলাম ।
ব্যস দাড়িওয়ালা ভন্ড হারামজাদা টিকিট
মাস্টার সুর সুর করে টাকাটা দিয়ে দিলো ।
আমার
চিত্কারে লাইনে দাড়ানো পাবলিক
সুযোগ পেয়ে গেলো ।ওরাও
জোড়ে জোড়ে চিত্কার করতে লাগলো ঐ
হারামজাদার বাচ্চারে কাউন্টারের
বাইরে ধরে আন , ঐ চিল্লাপাল্লা ।
রেল পুলিশ এসে পরিস্হিতি ঠান্ডা করলো ।
আমি আগেই সটকে পড়েছিলাম ।
বিঃদ্রঃ আর কত চুপ থাকবো আমরা ?
দুর্নিতীবাজ ও ঘুষখোরদের
বিরুদ্ধে রুখে দাড়ান । মনে রাখবেন
ওরা গুটি কয়েক আমরা অগণিত ।
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪
রৌদ্র জলে স্নান বলেছেন: হুম ভুলে যাই কিন্তু আমাদের কথাটা মনে রাখা উচিত :/
২| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭
অপ্রচলিত বলেছেন: দুর্নিতীবাজ ও ঘুষখোরদের বিরুদ্ধে রুখে দাড়ান।
সহমত। প্রতিবাদ না করলে এভাবেই চলবে।
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৬
রৌদ্র জলে স্নান বলেছেন: প্রতিবাদ না করলে এভাবেই চলবে। ভালো লাগলো ভাই
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪
পদ্মা নদী বলেছেন: আমরা অগণিত--------এই কথাটা আমাদের মনে থাকে না