নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রৌদ্র জলে স্নান

ছোটবেলা থেকেই অভিমানী

রৌদ্র জলে স্নান

ধূমপান থেকে দূরে থাকি। যুদ্ধাপরাধী, ধর্ম ব্যবসায়ী, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী, দুর্নীতিবাজ, ধর্মদ্রোহী (মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক ব্যক্তি যারা অন্য ধর্মের অবমাননাকারি) তাদের ঘৃণা করি। নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের ধর্মীয় বিশ্বাসের প্রতি আমার শ্রদ্ধা আছে। তাদের সাথে ভাল সম্পর্ক বজায় রাখতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই

রৌদ্র জলে স্নান › বিস্তারিত পোস্টঃ

Terrorism is not the synonym for Islam.

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮

ধরুন, USA-র কোন এক রাস্তায় এক শিশু

হাঁটছে। ঠিক তখন এক পাগলা কুকুর

তাকে তাড়া করল।

শিশুটি প্রাণপণে দৌড়াতে লাগল।

হিংস্র কুকুর তার

পিছে পিছে ছুটে আসছে কামড় দিতে...

ঠিক তখন কোথা থেকে এক তরুন এসে সেই

কুকুরটিকে মেরে ফেলল।

বেঁচে গেল শিশুটি। আশপাশের মানুষজন

সবাই তরুনের সাহসের বাহবাহ দিল।

সাংবাদিক যারা ছিল তারাও

জড়ো হয়ে গেল। ইতোমধ্যে শিশুর

বাবা মা এসেছেন।

তাঁরা যে কীভাবে ধন্যবাদ দেবেন সেই

তরুণকে তার ভাষা খুঁজে পাচ্ছেন না।

এক সাংবাদিক বললেন,

"আপনি তো নিজে ঝুঁকি নিয়ে মেরীকে (শিশুটির

নাম) বাঁচালেন। কুকুরটি তো আপনাকেও

কামড়াতে পারত! আপনার সাহস এর

প্রশংসা না করে পারছি না..."

তরুন মৃদু হাসলেন। সব সাংবাদিক

এটাকে নিয়ে একটা নিউজ

করতে চাচ্ছেন। তাই পরিচয়

পালা এলো তরুণের...

"আপনার নাম কী? কোথায় থাকেন?

কী করেন?"

প্রথম প্রশ্নের জবাব দিতেই

সাংবাদিকদের চেহারা যেন পরিবর্তন

হয়ে গেল।

তরুণ একজন মুসলিম!

পরদিন তাই পেপারে সেই নিউজের

শিরোনাম, "মুসলিমদের হাত থেকে নিরীহ

প্রাণীও রক্ষা পায় না। নিউ ইয়র্কের

রাস্তায় প্রকাশ্যে প্রাণীনিধন।"

কেন? কেন এমন হয়?

Terrorism is not the synonym for Islam.

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.