নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রৌদ্র জলে স্নান

ছোটবেলা থেকেই অভিমানী

রৌদ্র জলে স্নান

ধূমপান থেকে দূরে থাকি। যুদ্ধাপরাধী, ধর্ম ব্যবসায়ী, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী, দুর্নীতিবাজ, ধর্মদ্রোহী (মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক ব্যক্তি যারা অন্য ধর্মের অবমাননাকারি) তাদের ঘৃণা করি। নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের ধর্মীয় বিশ্বাসের প্রতি আমার শ্রদ্ধা আছে। তাদের সাথে ভাল সম্পর্ক বজায় রাখতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই

রৌদ্র জলে স্নান › বিস্তারিত পোস্টঃ

২০২০ সাল পর্যন্ত যাদের সঙ্গে খেলবে টাইগাররা

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

আগামী ২০২০

সাল

পর্যন্ত

বাংলাদেশের

আন্তর্জাতিক

ক্রিকেটের

ফিউচার

ট্যুর

প্ল্যান

বা এফটিপি চূড়ান্ত

করেছে আন্তর্জাতিক

ক্রিকেট

কাউন্সিল

(আইসিসি)। চলতি বছরের জুন

মাসে ভারতীয় ক্রিকেট দল

তিনটি ওয়ানডে ম্যাচ

খেলতে রাজধানী ঢাকায় আসছে।

আইসিসির বৈঠক শেষে সোমবার

সন্ধ্যায় ঢাকায়

বিমানবন্দরে পৌঁছে বিসিবি সভাপতি নাজমুল

হাসান পাপন এসব কথা বলেন।

তিনি সাংবাদিকদের জানান, ২০২৩

সাল পর্যন্ত

এফটিপিতে আমরা নিশ্চিতভাবেই

আছি। ২০২০ সাল পর্যন্ত এফটিপির

সবকিছু চূড়ান্ত হয়েছে। জুনে ভারত

তিনটি ওয়ানডে খেলতে আসছে।

পাপন জানান, ২০১৬

সালে আমরা পূর্ণাঙ্গ সিরিজ

খেলতে ভারত যাব। ২০২০ সালের

মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে আসার

বিষয়টিও চূড়ান্ত। আমরাও তাদের

দেশে খেলতে যাব। বৈঠকে ২০১৬

সালে ভারতে টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ

আসর নিয়েও আলোচনা হয় বলে জানান

তিনি।

বিসিবি জানিয়েছে, চলতি বছরের

জুলাইয়ে ভারতের বিপক্ষে তিন

ওয়ানডে ম্যাচের পর আগস্টে ওয়েস্ট

ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট,

তিনটি ওয়ানডে ও একটি টি-

টোয়েন্টি খেলবে মুশফিকুর রহিমের

দল।

২০১৫ সালের

জানুয়ারিতে পাকিস্তান সিরিজ

টেস্ট দু’টি ওয়ানডে তিনটি ও

একটি টি-টোয়েন্টি রয়েছে।

জুনে ভারতের বিপক্ষে দু’টি টেস্ট ও

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ থাকবে।

জুলাইয়ে দক্ষিণ

আফ্রিকা সিরিজে দু’টি টেস্ট ও

তিনিট ওয়ানডে ম্যাচ

খেলবে বাংলাদেশ। জুলাই ও

আগস্টে দক্ষিণ আফ্রিকা সিরিজে দুই

টেস্ট তিন ওয়ানডে ও একটি টি-

টোয়েন্টি অনুষ্ঠিত হবে। অক্টোবর ও

নভেম্বরে অস্ট্রেলিয়ার

বিপক্ষে দুটি টেস্ট

খেলবে টাইগাররা।

২০১৬

সালে জানুয়ারিতে জিম্বাবুয়ের

বিপক্ষে দু’টি টেস্ট সাত ম্যাচ

ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি।

অক্টোবরে ইংল্যান্ড

সিরিজে দু’টি টেস্ট ও

তিনটি ওয়ানডে ম্যাচ রয়েছে।

ডিসেম্বরে নিউজিল্যান্ড

সিরিজে দু’টি টেস্ট তিন ওয়ানডে ও

একটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

২০১৭

সালে ফেব্রুয়ারিতে পাকিস্তানের

বিপক্ষে দু’টি টেস্ট ও তিন ওয়ানডে ও

একটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

অক্টোবরে দক্ষিণ আফ্রিকার

বিপক্ষে দু’টি টেস্ট তিনটি ওয়ানডে ও

একটি টি-টোয়েন্টি ম্যাচ

খেলবে বাংলার টাইগাররা।

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিন

ম্যাচ ওয়ানডে সিরিজ

জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

মে মাসে ওয়েস্ট ইন্ডিজের

বিপক্ষে দু’টি টেস্ট তিন ম্যাচ

ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ

রয়েছে। এবং অস্ট্রেলিয়ার

বিপক্ষে জুনে দুটি টেস্ট ও তিন ম্যাচ

ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।

২০১৯ সালে জিম্বাবুয়ের

বিপক্ষে ডিসেম্বর-

জানুয়ারিতে দু’টি টেস্ট ও তিন

ম্যাচের ওয়ানডে ম্যাচ থাকছে।

মে মাসে পাকিস্তানের

বিপক্ষে দুটি টেস্ট তিন ওয়ানডে ও

একটি টি-

টোয়েন্টি খেলবে টাইগাররা।

অক্টোবরে নিউজিল্যান্ড

সিরিজে দু’টি টেস্ট তিন ম্যাচ

ওয়ানডে ও একটি টি-

টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

ক্রিকেটের ফিউচার ট্যুর

প্ল্যানে ২০২০ সালের

মে মাসে দু’টি টেস্ট তিন ওয়ানডে ও

একটি টি-টোয়েন্টি সিরিজ

শ্রীলঙ্কার বিপক্ষে।

এপ্রিলে জিম্বাবুয়ের

বিপক্ষে দু’টি টেস্ট এবং তিন ম্যাচের

ওয়ানডে সিরিজ থাকছে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.