নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রৌদ্র জলে স্নান

ছোটবেলা থেকেই অভিমানী

রৌদ্র জলে স্নান

ধূমপান থেকে দূরে থাকি। যুদ্ধাপরাধী, ধর্ম ব্যবসায়ী, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী, দুর্নীতিবাজ, ধর্মদ্রোহী (মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক ব্যক্তি যারা অন্য ধর্মের অবমাননাকারি) তাদের ঘৃণা করি। নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের ধর্মীয় বিশ্বাসের প্রতি আমার শ্রদ্ধা আছে। তাদের সাথে ভাল সম্পর্ক বজায় রাখতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই

রৌদ্র জলে স্নান › বিস্তারিত পোস্টঃ

জার্মানির ৬টি নগ্ন অঞ্চল!

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

মানুষ

বলে কথা।

শরীর

আবৃত

করেই

চলাফেরা।

একসময়

যখন

কাপড়-

চোপড়ের

প্রচলন

ছিল

না তখন

মানুষ

গাছের পাতা-পোতায় লজ্জা নিবারণ

করে চলাফেরা করতেন।

কিন্তু এর উল্টোটি ঘটছে এখন। নগ্নতার

বেশে থাকতে স্বচ্ছন্দ্যবোধ করছে অনেকে। অবশ্য

নিয়ম বলে শরীর অনাবৃত

রেখে প্রকাশ্যে ঘুরে বেড়ানো শাস্তিযোগ্য

অপরাধ।

কিন্তু শরীর অনাবৃত

রেখে প্রকাশ্যে ঘুরে বেড়ানো যাবে না- এ

নিয়মটাই তুলে দিল জার্মান সরকার।

জার্মানির মিউনিখে ৬টি অঞ্চলে নগ্ন হয়ে ঘোরার

ছাড়পত্র দেয়া হলো।

জার্মানির অন্যতম বড় শহর মিউনিখে এই

৬টি অঞ্চলের নাম দেয়া হয়েছে আরবান ন্যাকেড

জোনসদ (rban naked zones)। এই

৬টি জোনে যে কেউ

যেকোনো পোশাকে অনায়াসে ঘুরতে পারবে।

যদি কেউ মনে করেন নগ্ন

হয়ে চলাফেরা করবো তাতেও বাধা নেই।

নির্দেশিকা জারি করে মিউনিখ শহরের ওই

৬টি অঞ্চলের নাম উল্লেখ করে লেখা হয়েছে, নগ্ন

হয়ে ঘুরলেও এখানে গ্রেফতারের ভয় নেই।

নিরাপত্তারও অভাব হবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.