নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রৌদ্র জলে স্নান

ছোটবেলা থেকেই অভিমানী

রৌদ্র জলে স্নান

ধূমপান থেকে দূরে থাকি। যুদ্ধাপরাধী, ধর্ম ব্যবসায়ী, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী, দুর্নীতিবাজ, ধর্মদ্রোহী (মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক ব্যক্তি যারা অন্য ধর্মের অবমাননাকারি) তাদের ঘৃণা করি। নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের ধর্মীয় বিশ্বাসের প্রতি আমার শ্রদ্ধা আছে। তাদের সাথে ভাল সম্পর্ক বজায় রাখতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই

রৌদ্র জলে স্নান › বিস্তারিত পোস্টঃ

আমের জোড়া ২ লাখ ৩১ হাজার!

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২২

কেউ যদি আপনাকে ১ জোড়া আমের দাম কত প্রশ্ন করে কী বলবেন? আপনি নিশ্চয়ই বলবেন,১ জোড়া আমের দাম আর কত,সর্বোচ্চ

দেড়শ-দুইশ টাকা হবে! ধরে নিলাম আপনার

ধারনা ঠিক। কিন্তু আপনি যদি জাপানের

বাসিন্দা হতেন তবে উত্তরটা ভুল হত। কেননা,

সেখানে এক জোড়া আম

কিনতে গেলে আপনাকে দোকানদারকে দিতে হবে কমপক্ষে হাজার

খানেক ডলার।

বৃহস্পতিবার বাংলাদেশি টাকায় ২ লাখ ৩১

হাজার টাকা দামে একজোড়া আম

নিলামে বিক্রি হয়েছে জাপানে। ডলারে হিসাব

করলে তার মূল্য দাড়ায় তিন হাজার ডলারে।

জাপানে ফলমূলের দাম খুব বেশি।

জাপানের কিয়েডো পত্রিকার বরাত

দিয়ে জানা যায়, ‘টাইয়ো নো তামাগো’

যেটাকে জাপানীরা বলেন সূর্যের ডিম। এই

ব্রান্ডের আমদুটি দেশের দক্ষিণাঞ্চলীয়

মিয়াজাকি থেকে বিমানে করে ফুকুওকার

ডিপার্টমেন্টাল স্টোরে আনা হয়েছিল। সেখানেই

নিলামের আয়োজন করে আম দুটি বিক্রি করা হয়।

দামও ওঠে চড়া। তিন হাজার ডলারে এক

ভোক্তা আম দুটি কিনে নেন।

জাপানের মিয়াজাকির কৃষি ফেডারেশন

জানিয়েছে আম দুটির প্রতিটির ওজন ছিল

সাড়ে তিনশ গ্রাম। তবে আমগুলো খেতে কত

মিষ্টি তা না খেলে কিছুই বলা যাবে না।

জাপানে শুধু আম নয়, যেকোন ফলমূলের দামই খুব

বেশি। আপনি যদি এক কেজি আপেল কিনতে চান

তবে আপনাকে গুনতে হবে তিন ডলার।

২০টি চেরি ফলের প্যাকেট কিনতে ব্যয়

করতে হবে একশ ডলার। জাপানের

বাজারে বেশির ভাগ পণ্য নিলামে বিক্রি হয়।

২০০৮ নিলামে একজোড়া ফুটি বা বাঙ্গির দাম

ওঠে ২৫ হাজার ডলার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৮

ঢাকাবাসী বলেছেন: অদ্ভুত তো!

২| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩০

গোবর গণেশ বলেছেন: হুমমম বুঝলাম, তবে ওরা মাসে আয় করে কত টাকা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.