নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডুয়েট

ডুয়েট › বিস্তারিত পোস্টঃ

হামলা হলে সিরিয়াকে সহায়তা করব: পুতিন

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫



রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া যুদ্ধে রাশিয়া জড়িত হতে চায় না বলে জানালেও বিদেশি সামরিক আগ্রাসনের ক্ষেত্রে সিরিয়াকে সহায়তা করে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

সেন্ট পিটার্সবার্গে জি-২০ সম্মেলনের শেষ দিনে শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ ইঙ্গিত দেন পুতিন।



হামলার মত পরিস্থিতিতে রাশিয়া সিরিয়াকে সহায়তা করবে কিনা- এ প্রশ্নের জবাবে পুতিন দামেস্ককে সুরক্ষিত রাখা বা সেখানে সামরিক সহায়তা বাড়ানোর কোনো কথা উল্লেখ না করলেও দেশটিকে সাহায্য-সহযোগিতা করবেন বলে জানান।



এ সম্পর্কে তিনি বলেন, “আমরা সিরিয়াকে সাহায্য করব? হ্যাঁ করব। আমরা তাদেরকে এখনো সহায়তা করছি। অস্ত্র দিচ্ছি, অর্থনৈতিক ক্ষেত্রেও সহযোগিতা করছি। কাজেই মানবিক দিক থেকে আমরা তাদেরকে আরো বেশি সহযোগিতা করব বলেই আশা রাখি। আজকের এই কঠিন পরিস্থিতিতে সেখানে যে সাধারণ মানুষেরা আছে সেইসব মানুষের জন্যই এ সাহায্য”।



সিরিয়ায় মার্কিন হামলার বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত জি-২০ সম্মেলনে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত মতবিরোধ নিরসন করতে পারেনি বলেও জানিয়েছেন পুতিন।



এক সংবাদসম্মেলনে তিনি বলেন, সামরিক হামলা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে এবং তা ফলদায়কও হবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.