![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকেই দেখে থাকবেন যে, বিভিন্ন টুথপেষ্টের প্যাকের নিচের দিকে একটা রং এর চিহ্ন (ছবিতে দেখুন) দেখা যায়।
আপনি কি জানেনএইটার মানে কি?
সবুজ : সম্পূর্ণ প্রাকৃতিক
নীল : প্রাকৃতিক + কেমিক্যালের মিশ্রণ
কালো : সম্পূর্ণ কেমিক্যাল
লাল : প্রাকৃতিক + মেডিসিন
২| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৩
সাদা রং- বলেছেন: জানার কোন শেষ নেই।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
সুমন কর বলেছেন: সাদা রং বলেছে, জানার কোন শেষ নেই।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭
স্বপনচারিণী বলেছেন: তাই নাকি? জানতাম না।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭
মশিকুর বলেছেন:
আগের পোস্টেও বিভ্রান্ত হই নাই, এবারও হবনা
সম্পূর্ণ প্রাকৃতিক শুনলেই আমাদের কেমন মজা লাগে। কিন্তু ১০০% প্রাকৃতিক সাপের বিষ কেউ শরীরে নিতে চায় না!!! প্রকৃতিতে সব ভাল জিনিষ থাকবে এইটা কে বললো? আবার কেমিক্যাল সব খারাপ না। মাত্রা অনুযায়ী ব্যবহার করতে হয়।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৮
এস.কে.ফয়সাল আলম বলেছেন: এটা জাস্ট একট হোক্স
এটা নিয়ে আগেও সামুতে পোষ্ট এসেছিল।
টুথপেস্ট কিনুন তবে একটু মনযোগ দিয়ে । অবশ্যই পড়বেন
এই সব গুজব পড়ে কেউ বিভ্রান্ত হবেন না।