![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবী নামক বিশ্ববিদ্যালয়ের আমি একজন নগণ্য ছাত্র । জীবনের প্রতিটি ঘটনা আমাকে ভাবায় ,শেখায় । আমিও ভাবতে, শিখতে ও সেগুলো কে কাজে লাগাতে চেষ্টা করি । জীবন বাস্তবিকই অনেক সুন্দর । শুধু কিছু কুলাংগার আমাদের সপ্ন কে কেড়ে নিয়ে আমাদের জীবন কে দুর্বিষহ করতে চায় । আসুন , আমরা সকল দুঃখ -জরাকে দূরে ঠেলে দিয়ে সুন্দর করে বাঁচতে শিখি । নিজে সুখী হই , অন্যকেও সুখী হতে সাহায্য করি । সবার জন্য শুভ কামনা সব সময়ের জন্য ।
মহাগ্রন্থ আল কুরআন আল্লাহর নিকট থেকে প্রাপ্ত আমাদের জন্য এক মহান নিয়ামত । এটা মানব জাতির পথ নির্দেশিকা । আল কুরআনের দ্বিতীয় সুরা আল বাকারাহ এর ২৫৫ নং আয়াতটিই আয়াতুল কুরসি হিসেবে পরিচিত । কেননা, এই আয়াতটিতে মহান রাব্বুল আলামিনের প্রসংসা করা হয়েছে । এটাকে অনেকেই ‘ইসম আযম বা কুরআনের শ্রেষ্ঠ আয়াত' বলে থাকেন । এটা পড়ার ফজিলত সম্পর্কে অনেক হাদিস এসেছে । নিম্নে এর কতিপয় ফজিলত দেয়া হল যে সকল কারণে আপনি এই ২৫৫ নং আয়াতটি মুখস্থ করবেন ।
এর অর্থও চমৎকার । পোস্ট বড় হবার ভয়ে তা দেয়া থেকে বিরত থাকলাম । আপনারা কষ্ট করে কোন অনুদিত কুরআন থেকে এর অর্থ দেখে নিবেন , এতে করে পড়তেও মজা পাবেন, বুঝতেও সুবিধা হবে, মুখস্থও হবে দ্রুত ।
১। ঘর থেকে বের হবার সময় এটা পড়িলে ৭০,০০০ ফেরেশতা সকল দিক থেকে আপনাকে নিরাপত্তা দিবে ।
২। ঘরে প্রবেসের সময় এটা পড়িলে দারিদ্রতা /অভাব আপনার ঘরে প্রবেশ করবেনা।
৩। অযুর পর এটা পড়িলে আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে যায় ।
৪। ঘুমানর আগে এটা পড়িলে সারারাত এক ফেরেশতা আপনাকে পাহারা দিবে । যাতে শয়তান আপনার কাছে ভিড়তে না পারে ।
৫। প্রত্যেক ফরয সালাতের পর এটা পড়িলে আপনার ও জান্নাতের মাঝে শুধু মৃত্যুটাই বাঁধা হিসেবে কাজ করে ।
শহর বা গ্রামে অনেক দোকানে গেলেই দেখবেন তারা বরকতের জন্য এটার নানা কপি হয় হাতে লেখা বা ওয়ালপেপার দেয়ালে লটকিয়ে রাখে । এমনকি কেউ কোন কারণে ভয় পেলে বিশেষ করে বাচ্চারা/ শিশুরা এটা পড়ে ফুঁ দিলে ক্ষতির আশঙ্কা কেটে যায় ।
আমি ইমেজ আপলোড করে দিলাম , এখান থেকেও পড়তে বা মুখস্থ করতে পারেন , অবশ্যই প্রথমে বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়তে ভুল করবেন না ।
•♥•♥ ☜ শেয়ার, পছন্দ ও মন্তব্য করতে ভুলবেন না ☞ ♥•♥•
৩০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৯:২১
দায়ী বলেছেন:
•♥•♥•♥•♥ ♥•♥•♥•♥•♥•
২| ৩০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৯:২৫
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ। সব সময়ই পড়ি আয়াতুল কুরসি।
৩০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৮
দায়ী বলেছেন: আপনার পরিবার, স্বজনদের , পরিচিত সকলকেও পড়তে উৎসাহিত করুন । ধন্যবাদ ।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৩৬
আট আনা বলেছেন: আমি একটা সময়ে স্কুল কলেজের পরীক্ষায় প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে এটা পড়ে লেখা শুরু করতাম
৩০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫১
দায়ী বলেছেন: ভাই, বিপদে সবাই আল্লাহকে ডাকে পড়ে ভুলে যায় ।
কথা হল তাকে সর্বাবস্থায় ডাকতে হবে ।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
মুনতাসির মুহাম্মদ হামিদ সজীব বলেছেন: আমাদের সকলকেই আমল করার তাওফিক দান করুন, আমীন
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১
দায়ী বলেছেন: ছুম্মা আমীন ।
৫| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২০
দিশার বলেছেন: ভাই ঘর থেকে বের হয়ে পড়লে ৭০০০০ হাজার, আর ঘুমানোর আগে পড়লে মাত্র এক পিস ফেরেস্তা কেন রে ভাই ? হাহা , এগুলা হাস্যকর তথ্য কি পান আপনে? মকসুদুল মোমেনিন ? নাকি মরণের আগে ও পরে? বই থেকে?
*** ঘরে প্রবেসের সময় এটা পড়িলে দারিদ্রতা /অভাব আপনার ঘরে প্রবেশ করবেনা।***
ভাই তাইলে তো মুসলিম দের ভিতর কোন দরিদ্র বেক্তি থাকত না !
দোআ পরে পরে কাজ হয় না রে মোমিন , কাজ করলে কাজ হয় .
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৪
দায়ী বলেছেন: আমি যদি আপনারে পুরান ঢাকার ভাষায় গালি দেই তবে এখুনি আপনার চান্দি গরম হয়ে যাবে আর আল্লাহ যিনি আমাদের জিন্দেগানির মালিক তার নাম নিলে কাজ হবেনা !!!
যারা জেগে ঘুমায় তাদের কি সত্যিই জাগান যায়?
৬| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩
রিফাত হোসেন বলেছেন: বুঝে পড়া উচিত !
তবে এইটাই জানতে হবে আর এইটা পড়লে হাজার কোটি ফেরেশতা এসে ভিআইপি গার্ড দিবে ! ভালই !
তবে এক বলাতে সারা পৃথিবীর মানুষের সারা সময়ের গার্ড দেবার সিস্টেম নাই ! লোল ।
ফাউল বাদ দেন ।
কোরান স্টাডি করেন । বকর বকর মুখস্ত থেকে বিরত থাকেন । যেটা আমি করি, আপনাকেও করতে বলছি ।
পড়লেন, অন্তস্থ হলো না !
বিপদে পড়লেতো বাই ডিফল্ট বেশী করে ডাকব তাই না !
আল্লাহ কে যদি ভুলেই যেত, তাহলে তো বিপদেও মনে পড়ত না ! .........
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৭
দায়ী বলেছেন: বুঝে পড়ার জন্যই উৎসাহিত করা হয়েছে না বুঝে নয় ।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৯:০৬
গ্লাডিয়েটর রিট্রান্স বলেছেন: ++