নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন থেকে অনেক কিছু শেখার আছে

নিজে শিখি ও অপরকে জানাই

দায়ী

এই পৃথিবী নামক বিশ্ববিদ্যালয়ের আমি একজন নগণ্য ছাত্র । জীবনের প্রতিটি ঘটনা আমাকে ভাবায় ,শেখায় । আমিও ভাবতে, শিখতে ও সেগুলো কে কাজে লাগাতে চেষ্টা করি । জীবন বাস্তবিকই অনেক সুন্দর । শুধু কিছু কুলাংগার আমাদের সপ্ন কে কেড়ে নিয়ে আমাদের জীবন কে দুর্বিষহ করতে চায় । আসুন , আমরা সকল দুঃখ -জরাকে দূরে ঠেলে দিয়ে সুন্দর করে বাঁচতে শিখি । নিজে সুখী হই , অন্যকেও সুখী হতে সাহায্য করি । সবার জন্য শুভ কামনা সব সময়ের জন্য ।

দায়ী › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকদের পক্ষে কি সৎ হওয়া সম্ভব?

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯



অনেকরেই বলতে শুনি অমুক লোকটা খুব সৎ যদিও তিনি নাস্তিক । আপনার কি মনে হয়, এটা কি সত্যিই সম্ভব? ইসলাম ধর্মের বাইরে গিয়ে কারো পক্ষে কি সৎ হওয়া সম্ভব? ধরুন, আপনি এক জনকে ভালবাসেন । আপনি তাকে বললেন রাতে অমুক স্থানে দেখা করবে , সে বলল রাতে আসা আমার পক্ষে অসম্ভব । আপনি কি তার ভালবাসায় আস্থা রাখতে পারবেন ? বা তাকে কি আপনি ভণ্ড মনে করবেন না?



বাপ ও বেটা চুরি করতে গেছে । বাবা বলল , বেটা আমি যখন গাছে উঠবো আম পাড়তে তখন কেউ দেখলে আমাকে জানাবে । বাপ গাছে উঠেছে আম পারবে এমন সময় ছেলে বলল বাবা আমাদেরকে একজন দেখছে । বাপ দ্রুত গাছ থেকে নেমে এল । আশেপাশে কাউকে না দেখতে পেয়ে বাপ বলল কই কাউকেই তো দেখছিনা ? বেটা জানাল, আল্লাহ আমাদেরকে দেখতেছেন ।



নেটে আমি আমার সহপাঠীর সাথে আলাপ করতেছিলাম । এক পর্যায়ে সে জানাল সে অমুক নাস্তিকের বই তার ভালো লাগে , আমি বললাম , কেন? সে জানাল , কারন, নাস্তিকটা অনেক তিক্ত সত্য বলে যা কেউ বলতে পারেনা । সেই নাস্তিকটা এমন যে আযানের ধ্বনি নাকি তার ঘুমে ব্যঘাত ঘটাত তাই মামলা করেছিল । একারনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলে আজও মাইকে আযান দেয়া হয়না । কেননা, নাস্তিকটা হলের পাসেই ফুলার রোডে থাকত । যাহোক, সে মারা গেছে তার ফল সে পেয়ে গেছে । আমি সহপাঠীকে বললাম, আমি তুমি সত্য কথা বলি , কারন আমরা বিশ্বাস করি এতে আল্লাহ খুশি হবেন, আমাদের ভালবাসবেন, পুরস্কৃত করবেন কিন্তু সেই নাস্তিক তো আল্লাহকে মানেনা তাইলে কিসের খাতিরে সে সত্য কথা বলে বা বলবে ? সে কিছু না বলে অফলাইনে চলে গেল ।



আসলে নাস্তিকরা হল সবচেয়ে বড় চোর , সুবিধাবাদি। তারা ইসলাম ধর্মের কিছু ভালো গুনাবলি নিজেদের কাছে রেখে মানবতাবাদী সাজে আর নিজেদেরকে ভালো মানুষ সাজায় । তারা এটা মানে যে চুরি করা যাবেনা, কারন, চুরি করা যাবে বললেই তার ঘরেই চুরি হবে, তারা এটা মানে ব্যভিচার করা যাবেনা, করা যায় বললে তার ঘর ঠিক থাকবেনা, মিথ্যা বলা যাবেনা, যদি সে বলে যাবে তাইলে তার ছেলেপেলেই তার কাছে মিথ্যা বলবে । নিজের স্বামীর কাছে বিশ্বস্ত থাকতে হবে যদি সে বলে যাবেনা তাইলে তার স্ত্রী রাস্তার লোকদের সেবা দেয়া শুরু করবে । এরকম ইসলাম ধর্মের অনেক গুনাবলি সে ভালোভাবেই মেনে চলে । তার অন্তরজ্বালা হল সুদ নিয়ে । কারন সুদ না খেলে সে লাভ বঞ্চিত হবে, পর্দা মেনে চললে সে অপর নারীকে দেখতে পাবেনা, তাদের দিয়ে লাক্স সুপার হিরোইন নাম দিয়ে নাচাতে পারবেনা, সহ শিক্ষা না হলে কোন ছাত্রীকে নিজের রুমে পাবেনা, গান না শুনতে পারলে তার মাথা ব্যথা দুর হবেনা, মুভি না দেখতে পারলে তার বিষণ্ণতা কাটবেনা , নামায পড়লে তার সময় নষ্ট হবে, যাকাত দিলে টাকা জলে যাবে, রোজা রাখলে স্বাস্থ্য ক্ষয়ে যাবে, হজ্জ করলে তাজমহল দেখা হবেনা, মামুর বাড়ি যাওয়া হবেনা ইত্যাদি ।



আমরা পাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখি আরেকটা কারণে । তাহল তার আজাব থেকে যেন আমরা মুক্তি পাই । নাস্তিকেরা তো পরকালই বিশ্বাস করেনা তাইলে কিসের ভয়ে সে নিজেকে সৎ রাখবে ? বা রাখে ? আসলে সে নিজেকে ভালো মানুষের মুখোশ পরিয়ে রাখে যাতে করে ভালো মানুষের গুনের দহাই দিয়ে কিছু নগদপানি পাইতে পারে ।



নাস্তিকেরা হল তাদের ডঃ ধর্মের স্বঘোষিত নবীও একমাত্র অনুসারি । তারা শুধু নিজেদের লাভের জন্য অন্যকে বিপথে টানে । এভাবে নিজের পাপের পাল্লা ভারি করে । ফল পাকলে যেমন টুপ করে মাটিতে পরে তারাও বেশি পেকে গেলে এভাবেই ঝরে পরে । আশে পাশে তাকান এর নজির বিরল নয় । একটু খুজলেই পেয়ে যাবেন বিগত নাস্তিকদের করুন কাহিনী যদিও তার ভক্তরা এগুলো চেপে রাখে ।



মোটকথা, আল্লাহকে ভয় না করলে কারো পক্ষেই সৎ হওয়া সম্ভব নয় । মা বাবা আশা নিয়ে আপনাকে গ্রাম থেকে শহরে পড়তে দিয়েছে আপনি যদি তাদের আশাকে দাম না দেন বা তাদের মেনে না চলেন , তবে আপনার পরিণতি যেমন শুভকর হবেনা তেমনি আল্লাহকে না মেনে চললে বা তাকে ভয় না করলে আপনি শুধু মানুষ নামের প্রানিই থাকবেন আকৃতিতে আর কার্যকলাপে পশুর স্তরে উন্নীত হবেন । কথা আর কাজের মাঝে কোন মিল খুঁজে পাওয়া যাবেনা । বানিয়ে বললাম না কথাগুলো, দেখে দেখে বলা । পাশে নযর দিন আপনিও দেখতে পাবেন এমন মানুষরূপী জন্তুগুলোর কুকীর্তি । ইতিহাস যাদেরকে আবার মহা মানব বা মনীষী আখ্যা দেয় ।



দশজন মিলে মিথ্যাকে সত্য বললে তা মিথ্যা হয়ে যায়না, একজন সত্যকে সত্য জানলে সতের মান যায়না । সত্য তার নিজের মহিমায় ভাস্বর । সত্যের আগমনে মিথ্যা চুরমার হয়ে যাবে এটাই রীতি । আমিও সত্য দিয়ে মিথ্যারুপী নাস্তিকতার উপর আলো ফেললাম, ফল আল্লাহর হাতে ।



নাস্তিকদের বোধোদয় হোক এই প্রত্যাশায় এখানে ইতি টেনে দিলাম ।

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭

বাকরুদ্ধ আমি বলেছেন: +

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

দায়ী বলেছেন: ধন্যবাদ জনাব ।

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭

বাকরুদ্ধ আমি বলেছেন: +

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮

হাসান মাহবুব বলেছেন: জনাব, দেশে এই যে এত হত্যা, ধর্ষণ, দুর্নীতি, হানাহানি, চৌর্যবৃত্তির মচ্ছব চলিতেছে তাহাদের কত শতাংশ নাস্তিক এবং কত শতাংশ ইসলাম ধর্মের অনুসারী তাহা জানাইবেন কী? এহন আবার কৈয়েন না যে "উহারা ছহি মুসলিম নহে" /:)

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫

দায়ী বলেছেন: ইসলাম মানে হল নিজের ইচ্ছাকে মহান আল্লাহর নিকট সমর্পণ । আপনিই বলুন যে আল্লাহর হুকুম না মেনে নিজের ইচ্ছামত চলে সে কি সত্যিই মুসলিম? আল্লাহকে না মেনে মুসলিম থাকা গেলে তো সব নাস্তিক মুসলিম হয়ে যাবে ।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

সবখানে সবাই আছে বলেছেন: এর পোস্ট এ কমেন্ট করা মানে সময় নষ্ট।

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭

দায়ী বলেছেন: হুম, দুধ পুষ্টিকর উপাদেয় বটে তবে তা হজম না করতে পারলে না পান করাই ভালো ।

আমি জানি, গরুর মাংসে অনেকের গা চুলাকায়, এলারজি হয় ।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

বীরেনদ্র বলেছেন: পোস্টটি অতিশয় গুরুত্ব পূর্ন। নাস্তিকরা সবাই ইসলাম ধর্ম গ্রহন করবে আমার বিশ্বাস।

তবে যদি ট্রান্পারেন্সী ইন্টারন্যাশনালের রিপোর্ট পড়ে তাহলে কিহবে বলা মুশকিল। ট্রান্সপারেন্সী ইনটারন্যশনাল এর মতে দুর্নীতিতে পৃথিবীর ১৭৬ টি দেশের মধ্যে তিনটি বৃহত্তম মুসলিম দেশ এর অবস্থান হল বাংলাদেশ- ১৪৪ তম, পাকিস্তান -১৩৯ , আর ইন্দোনেশিয়া ১১৮ তম যেখানে ভারতের মত দূর্নীতি গ্রস্থ দেশ এর অবস্থান ৯৪- সুত্র

হইতে পারে ইহুদী নাসারাদের পরিসংখ্যান ভুল অথবা ঐ সমস্ত দেশের লোকেরা সাচ্চা মুসলমান না।

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০০

দায়ী বলেছেন: মুসলিমদের বিরুদ্ধে প্রচারনা নতুন নয় । মুসলিমদের মাঝেও কুলাংগার আছে তবে হিটলার, মুসলিনি, লেনিন , স্তালিন, মিলসভিচ এদের মত নয় ।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

মাথানষ্ট০০৭ বলেছেন: হাসান মাহবুব বলেছেন:

যে এত হত্যা, ধর্ষণ, দুর্নীতি, হানাহানি, চৌর্যবৃত্তির মচ্ছব চলিতেছে তাহাদের কত শতাংশ নাস্তিক এবং কত শতাংশ ইসলাম ধর্মের অনুসারী ?

এহন আবার কৈয়েন না যে "উহারা ছহি মুসলিম নহে"


জনাব =p~ =p~ =p~ =p~ =p~

৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

লিঙ্কনহুসাইন বলেছেন: নাস্তিকরা সৎ না অসৎ সেইটা বলতে পারিনা , তবে এই টুকু বলতে পারি মুসলমানদের চাইতে খ্রিষ্টানরা সৎ বেশি ।

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

দায়ী বলেছেন: ঠিক, বিয়ের আগে গর্ভবতী হওয়া মুসলিমদের কাছে হারাম আর খ্রিস্টানেরা বিয়ের আগে গর্ভবতী যেমন সাকিরা, মেসির প্রেমিকা, রলান্দর প্রেমিকা, মারাদনার প্রেমিকা এদেরকে নমস্য মনে করে । এদের অনুকরণ করে । সত্যিই এরা মুসলিমদের চেয়ে অনেক উদার । কেননা, এরা নিজেদের জিবিকার জন্য সারগেত মাদার বা গর্ভ ভাড়া দেয় এমন ভুমিকা রেখে আনন্দ বোধ করে ।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

জেহোভা সাংক্টাস উনাস বলেছেন: মানুষ নৈতিকতাবোধের জন্য এবং রাষ্ট্রীয় আইনের জন্য যদি সৎ থাকতে ইচ্ছা করে সৎ থাকে। যার ইচ্ছা নাই পৃথিবীর কোন ধর্ম কোন ভয় দেখিয়ে তাকে সৎ রাখতে পারেনা। এইটা বাস্তবতা। সৃষ্টিকর্তা যাই কতে বলেন না কেন শেষ পর্যন্ত মানুষ তার ইচ্ছামত কাজ করে থাকে। সৃষ্টকর্তার দেয়া ধর্মকে নিজের ইচ্ছামত পরিবর্তন করে।

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

দায়ী বলেছেন: যারা আল্লাহে মানেনা , তারা কাউকেই মানেনা । তাই তারা দিক বিদিক হয়ে বিভ্রান্ত হয়ে চারদিক ঘুরে বেরায় শয়তানের বেরাজালে পরে । তাদের দ্বারা ভালো কাজ হলেও নিজের স্বার্থে তা করে তারা ।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

দেশপ্রেমিক পোলা বলেছেন: তার মানে কি দাড়াইলো? বাংলাদেশের সকল অসৎ দুর্নীতিবাজ রাজনীতিবিদ আর সরকারী আমলারা নাস্তিক?? B:-/ :-P B:-) :P

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮

দায়ী বলেছেন: আল্লাহকে ভয় কম করে বা করেনা তাই তারা অপকর্ম করে । নাস্তিকেরা তো আল্লাহকেই মানেনা ।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

সিদ্ধার্থ. বলেছেন: "ইসলাম ধর্মের বাইরে গিয়ে কারো পক্ষে কি সৎ হওয়া সম্ভব?"-এই কথার মানে কি ?হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান সবাই অসৎ?

আমারও একটা প্রশ্ন ছিল আপনি মানুষ না সাম্প্রদায়িক কিট ?
আপনার বোধোদয় হোক এই প্রত্যাশায় এখানে ইতি টেনে দিলাম ।

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১

দায়ী বলেছেন: শুধু এটাই বলব , ইসলামকে ভালভাবে জানুন, এর জন্য আল কুরআনের কাছে আসুন, আপনার সব উত্তর পেয়ে যাবেন ।


প্রশ্ন - কোন গ্রন্থের সর্বশেষ সংস্করন অনুসরণ করাটাই কি বুদ্ধিমানের কাজ নয়? না পুরাতন কে আঁকড়ে ধরে পরে থাকা?

ইসলামকে যারা বুঝতে চায়না তাদের চেয়ে সাম্প্রদায়িক কিট আর কে আছে ?

১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

খাইয়া কামনাই বলেছেন: ++++++++++++++++++++++

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

দায়ী বলেছেন: ধন্যবাদ ।

১২| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

নতুন বলেছেন: "ইসলাম ধর্মের বাইরে গিয়ে কারো পক্ষে কি সৎ হওয়া সম্ভব?"-এই কথার মানে কি ?হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান সবাই অসৎ


বিশ্বের_বেশির_ভাগ_মানুষই_অ্ন্য_ধমের...

আপনি মনে করেন যে আপনি বাদে সবাই সৎ????????????

বাংলাদেশ...ইন্দোনেসিয়া,,ভারত..পাকিস্তানেই মুসলিম সবচেয়ে বেশি.... তারা কতটুকু সৎ?????????????

খালি ধমের বই নিয়া চিন্তা না করে.... বাস্তব দুনিয়াতে চোখ খুলে দেখেন...

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫২

দায়ী বলেছেন: খ্রিস্টান, ইয়াহুদিরা মুসলিমদের মত ধর্মগ্রন্থ প্রাপ্ত হলেও তারা তাদের ধর্ম গ্রন্থ বিকৃত করায় তা অকার্যকর । হিন্দু, বোদ্ধ, শিখ এগুলো মানবের প্রবর্তিত ধর্ম ।

মানব রচিত মার্কসবাদ, লেনিনবাদ, সমাজত্রন্ত্র, কমুইনিজম, পুঁজিবাদ এগুলর পরিনতি কেমন বা এর অনুসারিরা কেমন তা তো নিজ চোখেই দেখতে পাচ্ছেন ।

একমাত্র ইসলাম ই মানব জাতিকে আল্লাহকে ভয় করতে বলে । যে আল্লহকে ভয় করেনা তার পক্ষে প্রকৃত সৎ হওয়া সম্ভব নয় আমি এটাই বুঝাতে চেয়েছি । আরেক্তু ভেবে দেখবেন আশা করি, বাস্তবতা বর্জিত কথা বলেছি কিনা?

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

উলাম বলেছেন: আপনি যাদের কথা বল্লেন উনারা ছহি নাস্তিক নন। :) :) :) :) :) :) B-) B-) B-) B-) =p~ =p~ =p~ =p~

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪

দায়ী বলেছেন: কিছু লোক ছাগলের তিন নম্বর বাচ্চার মত । একাবার এই উলান ধরে আরেকবার অন্য উলান ধরে । এরা যেদিকে লাভ সেদিকে দৌড়ায় । দেখেন, মেলে কিনা?

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

চারু_চারবাক বলেছেন: না সম্ভব নয়। সৎ হওয়া সম্ভব আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর পক্ষে। সৎ হইয়া পান খাইয়া লইট্টা মাছ খাইয়া পরনারীর দুই পায়ের ফাকে দাড়াইয়া মেশিন চালানো একমাত্র আস্তিক সাচ্চা মুসলমান সাঈদীর পক্ষেই সম্ভব।

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৭

দায়ী বলেছেন: কোন ব্যক্তির পক্ষে মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট
সে যা শোনে , তাই বলে বেরায় ।

যে বলে আইলো
তার সাথেই জাইলো ।

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: তাহলে কি শুধু দেলোয়ার হোসন সাইদীর মতো লোকের কথায় ভরসা রাখা যাবে? আর অন্য ধর্মাবলম্বীদের মধ্যেও তাহলে ভালো বা সৎ লোক থাকার কথা না, কারন তারা ইসলাম অনুসরন করছেনা। কিন্তু আসলে কি সৎ লোক নেই অন্যদের মধ্যে? আমিতো মনে করি মুসলিমরাই বেশি অসৎ। হজ করে এসেও বেশিরভাগের অসৎ চিন্তার পরিবর্তন হয়না।

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

দায়ী বলেছেন: মুসলিমেরা পরকাল বিশ্বাস করে তাই পাপ করলেও কম করে , কারন তারা জানে পরকালে এর জবাবদিহি করতে হবে আর

অমুসলিমেরা পরকালকে অবিশ্বাস করায় যাচ্ছেতাই করে বেরায় । যুক্তরাষ্ট্রের কানেক্তিকাতে যে বন্ধুকধারি ১৯ জন শিশুকে নির্বিচারে হত্যা করল যা সেখানে প্রায়ই ঘটে সেটা কোন মুসলিমের নয়, নরওয়ে তে ব্রেইভিক যে হত্যাকাণ্ড ঘটাল তাও মুসলিমের নয়, নয়াদিল্লিতে চলন্ত বাসে যে ছাত্রীকে গণ ধর্ষণ করা হল তাও মুসলিমের নয় তাইলে কেন মুসলিমের বিরুদ্ধে এই প্রচারনা?

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

গোবর গণেশ বলেছেন: টিনের চশমা পরে, কুয়ার ভিতর বইসা থাকেন, বাইরে আইসেন না, চোখ ঝলসে যাবে।

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

দায়ী বলেছেন: আমি না হয় টিনের চশমা পরে কুয়ায় বসে থেকে ঝলসে যাওয়া থেকে নিজেকে বাচালাম কিন্তু আপনি ইসলাম কে ভয়ে দূরে রেখে কি পরকালের শাস্তি থেকে নিজেকে বাঁচতে পারবেন ?
ইসলামকে ভালো করে জানুন, প্রয়োজনে বন্ধুরা মিলে স্টাডি করুন । দেখেন ইসলাম আপনাকে কি চমৎকার উপহারই না দেয় ।

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১০

নাম বলবো না বলেছেন: যাউক শেষ পর্যন্ত দেইল্লার কথা আসায় বুঝতে পারলাম আপনি যে একটা ছাগু। পাতা খাওয়া শেষ!!! তাইলে আরেক গাছে যান ছাগু সাহেব।

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

দায়ী বলেছেন: উপরের দিকে থুতু দিলে তা নিজের গায়েই পরে ।

দুর্বলের প্রধান অস্ত্র হল তার গালি । গালির জবাবে গালি দিলে আমিতো আপনার মতই হয়ে যাব ।

আপনি যদি গালি দিয়ে মজা পান তো আমি তা শুনতেও রাজি আছি ।

১৮| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮

সোহেল সি এস ই বলেছেন: পৃথিবীর সবচেয়ে কম অসৎ দেশগুলোর তালিকায় কোন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নেই। http://en.wikipedia.org/wiki/Luxembourg ।তার মানে সৎ হওয়ার জন্য মুসলিম হওয়া জরুরী নয়। সততা মানুষের সহজাত ধর্ম। পরিবেশ ও পরিস্থিতির শিকার হয়ে মানুষ অসৎ হয়। তবে ধর্মমত মানুষকে সৎ হতে উৎসাহিত করে। আমার যুক্তিতে ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিবেন।

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৪

দায়ী বলেছেন: পৃথিবীর কম অসৎ দেশগুলোর তালিকায় মুসলিম কোন দেশকে খুঁজে পাননি অথচ বিশ্বের সবচেয়ে কম ধর্ষণ হয় সৌদি আরবে । এর নামও যখন পাননি তাইলে বোঝেন তালিকাটি কি সত্যিই নিরপেক্ষ নাকি মিডিয়ার কারসাজী?

সততা মানুষের সহজাত হতে পারে তবে তা ধর্মের স্পর্শে জীবিত থাকে নইলে তা মোরে যায় । আপনি যদি আল্লাকেই না মানেন তবে সততা কি জন্য দেখাবেন? নিশ্চয়ই কোন ব্যক্তিগত লাভের জন্য? লাভ না থাকলে সততা থাকবে কি?

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

সোহেল সি এস ই বলেছেন: সৌদি আরবে সবচেয়ে কম ধর্ষণ হয় কারন এরা বহুবিবাহ করে। উদাহরণ: ওসামা বিন লাদেন এর বাবা মোহাম্মদ বিন আওলাদ বিন লাদেন ২২ টি বিয়ে করেন এবং তার ঔরশজাত সন্তান সংখ্যা ৫৪। মাশা আল্লাহ! আমার এক সৌদি প্রবাসি আত্ত্বীয়ের বরাতে শুনেছি, ওরা ফুর্তি করার জন্য জর্দান,ওমান,দুবাই কিংবা ইউরোপ/আমেরিকা যায়। এত সহজলভ্য হলে জৈবিক চাহিদা নিবারনের জন্য ধর্ষন করতে হবে কেন?

নিউজিল্যান্ডের অকল্যান্ড বিমান বন্দরে তিনজন সৌদি যুবকের সংগে আমার কথা হয়। তারা ঘুরতে নিউজিল্যান্ড এসেছিল। আর ছুটিতে কি কি করেছে তার বর্ণনা নাইবা দিলাম। সমকামী সৌদি যুবরাজ তার ভৃত্যকে হত্যা করার ভিডিও সিসি ক্যামেরাবন্দী হয়ে জগতবাসীর সামনে দৃশ্যমান। Click This Link

ওদের মত তেলের কুয়া থাকলে আমার দেশের মানুষ ও অনেক বিয়ে করত আর জনসংখ্যায় আমরা বিশ্বের এক নম্বর দেশ হতাম। যাই হোক, আমি এই নিয়ে বিতর্কে যাব না।
মুসলিম হিসেবে আমি গর্বিত। আল্লাহ আমাকে মুসলমান পিতার ঘরে জন্ম দিয়েছেন। আমি অনেক ধর্মহীন কিন্তু সৎ লোক দেখেছি। নটর ডেম কলেজে পড়াকালীন খ্রিস্টান শিক্ষকদের আন্তরিকতা আমার স্কুলের মুসলমান শিক্ষকদের মধ্যেও দেখি নি। আমার বিশ্ববিদ্যালয়ের অনেক হিন্দু শিক্ষকও সৎ ছিলেন। আমার শিক্ষক বাম ঘরানার মানুষ মুহাম্মদ জাফর ইকবাল স্যার সততার বিরল আদর্শ।
আমি অত্যন্ত বিনম্রভাবে আপনার কাছে প্রশ্ন রাখছি-আমার দেশের একজন পুলিশ কন্সটেবল যা বেতন পায় তা দিয়ে তার পরিবারের ভরণপোষন সম্ভব কিনা?
চাকায় হাওয়া দেওয়ার আগে ছিদ্র থাকলে তা বন্ধ করতে হয়। পর্যাপ্ত খাবারের যোগান নিশ্চিৎ করার পর কেউ খাবার চুরি করলে তার হাত কাটার বিধান দেওয়া যেতে পারে এবং তাকে সৎ হওয়ার উপদেশ দেওয়া যেতে পারে। এ বিষয়ে হাজারো যুক্তি-তর্ক করা যায়। কিন্তু আমার মন্তব্যের কলেবর বড় করতে চাই না। আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.