নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন থেকে অনেক কিছু শেখার আছে

নিজে শিখি ও অপরকে জানাই

দায়ী

এই পৃথিবী নামক বিশ্ববিদ্যালয়ের আমি একজন নগণ্য ছাত্র । জীবনের প্রতিটি ঘটনা আমাকে ভাবায় ,শেখায় । আমিও ভাবতে, শিখতে ও সেগুলো কে কাজে লাগাতে চেষ্টা করি । জীবন বাস্তবিকই অনেক সুন্দর । শুধু কিছু কুলাংগার আমাদের সপ্ন কে কেড়ে নিয়ে আমাদের জীবন কে দুর্বিষহ করতে চায় । আসুন , আমরা সকল দুঃখ -জরাকে দূরে ঠেলে দিয়ে সুন্দর করে বাঁচতে শিখি । নিজে সুখী হই , অন্যকেও সুখী হতে সাহায্য করি । সবার জন্য শুভ কামনা সব সময়ের জন্য ।

দায়ী › বিস্তারিত পোস্টঃ

মেরুকরণের রাজনীতি থেকে উত্তরনের উপায়

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭



আমাদের দেশের রাজনীতি যেন মেরুতে বিভক্ত হয়ে গেছে । আপনি যদি বি এন পির সমালোচনা করেন তবে আপনাকে আওয়ামী লীগ মনে করা হবে আর আওয়ামী লীগের সমালোচনা করলে আপনাকে বি এন পি মনে করা হবে । দেশটা যেন এদেরই মালিকানায় । আমাদেরকে এই পরিবারত্রন্তের খোঁয়াড় থেকে বেরিয়ে আসতে হবে, নইলে দেশের যে কি হাল হবে তা আপনারা ভালো করেই জানেন ।



দেশের দুই দলই যেন মুদ্রার এপিঠ –ওপিঠ । খালেদার সময় বগুড়া, ফেনীতে উন্নতির জোয়ার বয়ে যায় আর হাসিনার সময় গোপালগঞ্জে আর বাকি স্থানগুলো ভরাডুবিতে নাকানি চুবানি খায় । এক জন ক্ষমতায় এলে তার নামেই সকল প্রতিষ্ঠানের নামকরন শুরু করে , পরে আরেকজন এলে তা পরিবর্তন করে হয় আগের নামে নয় নিজের নামে করে । এতে যে হাজার হাজার কোটি টাকা বিনষ্ট হয় সেটা কিন্তু তাদের জন্মদাতা রেখে যায়নি , আমাদের মত গোবেচারা, নিরীহ, দুর্বল আমজনতার পকেট থেকে যায় । পরের ধনে পোদ্দারি আর কি !



যমুনা সেতুকে বঙ্গবন্ধু সেতু বা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর কে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর করতে যে কত হাজার কোটি টাকা ব্যয় হয়েছে পত্রিকার কল্যাণে আশা করি তা জানা আছে আপনাদের ।



দল যদি সেতু হয় আমরা আমজনতা হলাম সেতুর খুঁটি বা পিলার । খুঁটিবিহীন যেমন সেতু হয়না ( অবশ্য ছোট ছোট সাকো হতে পারে ) তেমনি আমরা কোন দলকে নির্বাচিত না করলে তারা ক্ষমতায় আসতে পারবেনা । কথাটির মানে দাড়ায় আমরা সজাগ হলেই দেশের জন্য কল্যাণকামী দলকে নির্বাচিত করতে পারি । নেতাকে ঘুড়ি ধরলে নির্বাচনের আগে তার সুতা থাকে আমাদের কাছে তাই তারা ক্ষমতায় যেতে আমাদের কাছে ধরনা দেয় আর নির্বাচনের পর আমরাই ঘুড়ি হয়ে যাই যার সুতা থাকে ঐ নেতার হাতে । ফলে পুতুল নাচের মত যাচ্ছেতাই আমাদের নাচাতে থাকে ।



নাচতে তো হবেই যেই ক্ষমতায় যাক তো ভালো নেতাকে ক্ষমতায় পাঠানই কি ঠিক নয়? যারা আমাদের অন্তত কাজের সময় নাচাবেনা । মানে নিরাপদ সড়কের শ্লোগানের মত – আমরা শান্তিতে মরতে চাই , অশান্তিতে নয় । স্লোগানটা আজব লাগতাছে !



ইতিকথা এই যে, মেরুকরণের এই রাজনীতি থেকে বের হতে হলে আমাদেরকে ‘মন্দের ভালো’ নীতিতে আসতে হবে । কেননা, এই দেশে অন্তত দুই পরিবারের রাজনীতির বিকল্প আসতে সময় নিবে । তাই , দুই দলের মাঝে যে কম দুর্নীতি করবে বা বেশি জনকল্যাণমুখী কাজ করবে আমরা তারেই ক্ষমতার মসনদে বসাব । নেতাদের কাছে আমাদের বার্তা এটাই যে , দুর্নীতি থামান নইলে ওস্তাদের শেষ মারের মত আমরাও ভোটের সময় আমাদের ভেল্কিবাজি দেখাব যা দেখলে মামাবাড়ি যাওয়া ছাড়া স্থান মিলবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.