|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 দায়ী
দায়ী
	এই পৃথিবী নামক বিশ্ববিদ্যালয়ের আমি একজন নগণ্য ছাত্র । জীবনের প্রতিটি ঘটনা আমাকে ভাবায় ,শেখায় । আমিও ভাবতে, শিখতে ও সেগুলো কে কাজে লাগাতে চেষ্টা করি । জীবন বাস্তবিকই অনেক সুন্দর । শুধু কিছু কুলাংগার আমাদের সপ্ন কে কেড়ে নিয়ে আমাদের জীবন কে দুর্বিষহ করতে চায় । আসুন , আমরা সকল দুঃখ -জরাকে দূরে ঠেলে দিয়ে সুন্দর করে বাঁচতে শিখি । নিজে সুখী হই , অন্যকেও সুখী হতে সাহায্য করি । সবার জন্য শুভ কামনা সব সময়ের জন্য ।
 
 
ক্লাসে স্যার এর  কাছে শুনেছিলাম যে, বিখ্যাত মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলি ক্লে একদিন এক হোটেলে খেতে গেলেন কিন্তু তিনি কৃষ্ণাঙ্গ হওয়ায় তাকে সেখানে ডুকতে দেয়া হলনা । তিনি অপমানিত হয়ে চিন্তা করতে লাগলেন কিভাবে শ্বেতাঙ্গদের পিটান যায় কোন ঝামেলা ছাড়াই? হ্যাঁ, তিনি পেয়েও গেলেন শ্বেতাঙ্গদের বৈধভাবে পিটানর রাস্তা !!! বুঝতেই পারছেন সেই থেকে তার মুষ্টিযোদ্ধা হয়ে উঠা ।
  বুঝতেই পারছেন সেই থেকে তার মুষ্টিযোদ্ধা হয়ে উঠা ।
গ্ল্যাডিয়েটরদের সমন্ধে যারা জানেন বা হলিউডের গ্ল্যাডিয়েটর মুভিটা যারা দেখেছেন তারা জানেন, প্রাচীন রোমে, গ্রীসে দাসদের সাথে দাসদের মারামারি লাগিয়ে দিয়ে রাজারা তা উপভোগ করত আনন্দদায়ক হিসেবে । অথচ সেটা ছিল জীবন –মরনের খেলা । যেখানে বাকি সবাইকে মেরে একজন টিকে থাকতে পারে বা সেও মারা যেতে পারে । সেই সুপ্রাচীনকাল থেকেই মানুষের মাঝে এমন অনেক বিকৃত রুচি, অভ্যাস, প্রথার প্রচলন খুঁজে পাওয়া যায় । 
এযুগেও তাদের সুযোগ্য উত্তরাধিকারীদের নমুনা খুঁজে পাওয়া কঠিন কিছু নয় । মানুষ যখনি তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়, ভুলে যায় মরনের পর আরেক জীবন আছে যেখানে তাকে তার প্রভুর সামনে জবাবদিহি করতে হবে তার দুনিয়ার জীবনের কৃতকর্মের , তখনি মানুষের মনে এমন লালসা জাগে যা তার কাছে শোভনীয় মনে হলেও বস্তুত তা রুচির পরিপন্থী । 
মানুষ বস্তুবাদের জাঁতাকলে নিষ্পেষিত হয়ে ধর্মকে আফিম মনে করে একে বাদ দিয়ে ধর্মবিরোধী জীবন যাপনে অভ্যাস্ত হয়ে উঠছে । ফলে এমন এক কুলাঙ্গার শ্রেণীর উদ্ভব হচ্ছে যারা নৈতিকতার ধার ধারেনা, নগ্ন, পাশবিক ক্রিয়াকলাপই তাদের নৈমিত্তিক কাজ । এরা শুধু নিজেরাই নষ্ট হচ্ছেনা বরং এদের দ্বারা যারা ভালো আছে তারাও নষ্টের স্বীকার হচ্ছে বা তাদের নষ্টামির ফাঁদে পড়ছে । বিশেষ করে নারীরা এদের প্রধান শিকার । নানাভাবে এরা নারীর চরিত্রহননে উঠে পরে লেগেছে । কেননা, নারীকে লাগামহীন করে দেয়া মানেই পাশবিকতাকে উস্কে দেয়া, জাতিকে ধ্বংসের মুখে নিক্ষেপ করা । 
তাদের ষড়যন্ত্র নারীর চারপাশ ঘিরেই । তাই তাদেরকে সচেতন হতে হবে যারা তাদের সম্ভ্রমকে বিকিয়ে দিতে আগ্রহী নন । আসুন কিছু নমুনা দেখি যেখানে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে । 
১- আপনি কোন মার্কেটে গেছেন হতে পারে তা বসুন্ধরা সিটি বা এশিয়ান শপিং মল বা প্রিন্স প্লাজা বা রাইফেলস স্কয়ার । কোন পোশাক পছন্দ হল আর আপনি তা পরখ করতে চেঞ্জিং বা ট্রায়াল রুমে গেলেন । শিকারিরা কিন্তু এটা জানে তাই তারা এখানে ফাঁদ স্বরূপ গোপন ক্যামেরা ফিট করে রাখে । এর থেকে বাঁচতে আপনাকে যা করতে হবে তাহল আপনার মোবাইলটা দিয়ে পরিচিত কাউকে কল দিতে হবে যদি কল যায় তবে ঝামেলা নাই কিন্তু না গেলেই বুঝবেন ঝামেলা আছে মানে গোপন ক্যামেরা ফিট আছে । তো যত দ্রুত পারেন কেটে পড়েন এখান থেকে, অপরকে জানান ব্যাপারটা , দোকানীকে নয় এতে ঝামেলা বাড়তে পারে । 
২- ভুলেও কোন ভি আই পি হলের বা সেমিনারের বা হোটেলের বেসিনে হাত-মুখ ধুতে গিয়ে বেশি খোলামেলা হবেন না । কেননা, গ্লাসেও অনেক সময় ব্যাপার-স্যাপার থাকে । কেননা, এখানে দ্বিমুখী আয়না ফিট করা থাকতে পারে । গ্লাসে আপনার আঙ্গুল রাখলে যদি প্রতিচ্ছবি ও আপনার আঙ্গুলের মাঝে একটু ফাক থাকে বুঝবেন গ্রিন সিগন্যাল  আর যদি প্রতিচ্ছবিকে আপনার আঙ্গুল সরাসরি স্পর্শ করে তাহলে রেড সিগন্যাল।  আর টয়লেটের কথা কি বলব? সেখানে শতভাগ সতর্কতা অবলম্বন করবেন ।
৩- একই কথা বাথরুমের ক্ষেত্রেও প্রযোজ্য । হতে পারে তা আপনার বান্ধবির বাসা বা কোন অভিজাত হোটেল । পরিচিতরাই কিন্তু সর্বাধিক ক্ষতি করে থাকে আপনার জীবনের দুর্বল ক্ষন গুলি তাদের জানা থাকে বলে । মোহিত কামালের বই পড়লে আরেকটু ধারনা পাবেন।  ঝর্নার মুখেও বা মাঝেও ক্যামেরা ফিট করা থাকে একটু নযর করলেই দেখতে পাবেন । তাই কষ্ট হলেও একটু দেখে নিন । 
৪- অনেক ক্ষেত্রে বেডরুমে ডেস্ক ল্যাম্পের মাঝেও গোপন ক্যামেরার সংযোগ থাকে । তাই , এখানেও সতর্ক থাকুন ।
৫- সামাজিক সাইট গুলোতে অনেক মেয়েরাই জড়িত আছেন । তারা অহরহ নিজেদের ছবি সেসব সাইটে  আপলোড করে থাকেন । আপনারা জানেন কি আপনার ফেস কেটে নিয়ে ফটোশপের দ্বারা তা কোন নগ্ন ছবিতে যুক্ত করা যায়? হ্যাঁ, এরকম চক্রও আছে যারা অবলীলায় এই জঘন্য কাজটি করে থাকে । তাই, সতর্কতা আবারও ।
পরিশেষে যে কথা না বললেই নয়, আপুমনিরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাদের শরীর হেলাফেলার বিষয় নয় বরং এক ধরনের হাতিয়ার যার অপব্যবহার করে দুর্বৃত্তরা আপনাকে, আপনার পরিবারকে, সমাজকে, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করে । তাই, একান্ত অনুরোধ, সতর্কতাকে আপনার চাদর বানিয়ে নিন । সর্বোপরি, আল্লাহকে ভয় করে চলুন ।
ভাইদের কাছে অনুরোধ আপনারা বিষয়টি আপনাদের বোনদের বিশেষ করে যারা ভার্সিটি পড়ুয়া, স্ত্রীদের, নিকট আত্মীয়দের সাথে শেয়ার করুন । সবার মঙ্গল কামনায়... 
 ১৮ টি
    	১৮ টি    	 +৬/-০
    	+৬/-০  ২৯ শে মার্চ, ২০১৩  ভোর ৬:৪৫
২৯ শে মার্চ, ২০১৩  ভোর ৬:৪৫
দায়ী বলেছেন: যারা ধরা খাওয়ার আগেই বুঝতে চায়, 
শুধু তাদের জন্যই এই পোস্ট ।
ধন্যবাদ, পাইলট ভয়েচ । 
২|  ২৮ শে মার্চ, ২০১৩  সকাল ১০:২৭
২৮ শে মার্চ, ২০১৩  সকাল ১০:২৭
নতুন বলেছেন: এর থেকে বাঁচতে আপনাকে যা করতে হবে তাহল আপনার মোবাইলটা দিয়ে পরিচিত কাউকে কল দিতে হবে যদি কল যায় তবে ঝামেলা নাই কিন্তু না গেলেই বুঝবেন ঝামেলা আছে মানে গোপন ক্যামেরা ফিট আছে ।  
হিডেন ক্যামেরার সাথে কল যাবার সম্পক` কি? 
  ২৯ শে মার্চ, ২০১৩  ভোর ৬:৫১
২৯ শে মার্চ, ২০১৩  ভোর ৬:৫১
দায়ী বলেছেন: কারন, হিডেন ক্যামেরা যে অপটিকাল ফাইবারের দ্বারা যুক্ত থাকে তা কল যেতে বাঁধার সৃষ্টি করে মানে কলকে যেতে দেয়না ।
৩|  ২৮ শে মার্চ, ২০১৩  সকাল ১০:২৮
২৮ শে মার্চ, ২০১৩  সকাল ১০:২৮
কে বা কারা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপুরা পড়লে হয়।
  ২৯ শে মার্চ, ২০১৩  ভোর ৬:৫৩
২৯ শে মার্চ, ২০১৩  ভোর ৬:৫৩
দায়ী বলেছেন: আপুরা পড়লে ভালো, না পড়লে আপনার দায়িত্ব বেড়ে গেল মানে আপনাকেই জানাতে হবে তাকে !!
৪|  ২৮ শে মার্চ, ২০১৩  সকাল ১০:৩৪
২৮ শে মার্চ, ২০১৩  সকাল ১০:৩৪
যদুমধু বলেছেন: dorkari post. thanks
  ২৯ শে মার্চ, ২০১৩  ভোর ৬:৫৩
২৯ শে মার্চ, ২০১৩  ভোর ৬:৫৩
দায়ী বলেছেন: ধন্যবাদ জনাব ।
৫|  ২৮ শে মার্চ, ২০১৩  সকাল ১০:৩৭
২৮ শে মার্চ, ২০১৩  সকাল ১০:৩৭
চারশবিশ বলেছেন: পোষ্ট স্টিকি করা হোক
  ২৯ শে মার্চ, ২০১৩  ভোর ৬:৫৫
২৯ শে মার্চ, ২০১৩  ভোর ৬:৫৫
দায়ী বলেছেন: স্টিকি করলে আবার আঠালো হয়ে যাবেনা তো   
 
৬|  ২৮ শে মার্চ, ২০১৩  সকাল ১১:১১
২৮ শে মার্চ, ২০১৩  সকাল ১১:১১
ফারজানা শিরিন বলেছেন: ধন্যবাদ ।
  ২৯ শে মার্চ, ২০১৩  ভোর ৬:৫৭
২৯ শে মার্চ, ২০১৩  ভোর ৬:৫৭
দায়ী বলেছেন: যাক বাবা, এক আপু পেলাম যিনি অন্তত পোস্টটি পড়লেন
 
ধন্যবাদ আপু । 
৭|  ২৮ শে মার্চ, ২০১৩  সকাল ১১:১৮
২৮ শে মার্চ, ২০১৩  সকাল ১১:১৮
যক্ষা_রোগী বলেছেন: ভাল লিখেছেন!!
  ২৯ শে মার্চ, ২০১৩  ভোর ৬:৫৮
২৯ শে মার্চ, ২০১৩  ভোর ৬:৫৮
দায়ী বলেছেন: যক্ষ্মা হলে রক্ষা নাই
এই কথার ভিত্তি নাই।
ধন্যবাদ , যক্ষ্মা_ রোগী  
৮|  ২৮ শে মার্চ, ২০১৩  দুপুর ১:১৭
২৮ শে মার্চ, ২০১৩  দুপুর ১:১৭
bradpitt বলেছেন: Erokom ekta post kichu din agey ek jon diye chilo. Khub dorkari post. Apni abar dilen sei jonno dhonnobad. ei bepar e shobai k shotorko thaktey hobe.
  ২৯ শে মার্চ, ২০১৩  সকাল ৭:০০
২৯ শে মার্চ, ২০১৩  সকাল ৭:০০
দায়ী বলেছেন: ধন্যবাদ, কষ্ট স্বীকার করে দ্বিতীয়বার পড়ার জন্য ।
৯|  ০১ লা এপ্রিল, ২০১৩  সকাল ৯:৪০
০১ লা এপ্রিল, ২০১৩  সকাল ৯:৪০
আরজু পনি  বলেছেন: 
শেয়ার করার জন্যে ধন্যবাদ।
  ০২ রা এপ্রিল, ২০১৩  সকাল ৮:১০
০২ রা এপ্রিল, ২০১৩  সকাল ৮:১০
দায়ী বলেছেন: আপানাকেও স্বাগতম ।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৩  সকাল ৯:৫৯
২৮ শে মার্চ, ২০১৩  সকাল ৯:৫৯
পাইলট ভয়েচ বলেছেন: vai joto e tader bujan na keno meye ra holo sei lok dora na khaile buje na!! dora khaile aramse buje jabe! aponi bolle ulta aponar sate jogra korbe! coz tara siyal pondit