![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবী নামক বিশ্ববিদ্যালয়ের আমি একজন নগণ্য ছাত্র । জীবনের প্রতিটি ঘটনা আমাকে ভাবায় ,শেখায় । আমিও ভাবতে, শিখতে ও সেগুলো কে কাজে লাগাতে চেষ্টা করি । জীবন বাস্তবিকই অনেক সুন্দর । শুধু কিছু কুলাংগার আমাদের সপ্ন কে কেড়ে নিয়ে আমাদের জীবন কে দুর্বিষহ করতে চায় । আসুন , আমরা সকল দুঃখ -জরাকে দূরে ঠেলে দিয়ে সুন্দর করে বাঁচতে শিখি । নিজে সুখী হই , অন্যকেও সুখী হতে সাহায্য করি । সবার জন্য শুভ কামনা সব সময়ের জন্য ।
চীনারা বিপদ শব্দটিকে লেখার সময় নিচে দুইটা দাগ দেয়। একটার মানে কষ্ট আরেকটির মানে সম্ভাবনা ।
আমরা বেশির ভাগ লোকই বর্তমান বিপদটাকে এত গুরুত্ব দেই যে ভয়েই কামসারা । এজন্য আমরা যুদ্ধের আগেই নিজেদের কাছে হেরে যাই । ঘাবড়ে গিয়ে গরবর করে ফেলি কি বলব আর কি বলব না । অনেক সময় এমন কিছু বলে ফেলি যা বিপদ কেটে গেলে আরেক বিপদ হয়ে দেখা দেয় । আসুন তবে এরকম দুটি ঘটনার সামনে আপনাদেরকে নিয়ে যাই ।
ঘটনা- ১ঃ
গ্রামে গিয়ে শুনতে পেলাম মেম্বারের রূপসী কন্যার উপর নাকি জিনে আছর করেছে । মতিগতি বদলে গেছে শুধু ট্রেনের নিচে মাথা দিতে যায় । এজন্য সব সময় ওর ছোট বোন ওর সাথেই থাকে । অনেক চিকিৎসা করা হল কিন্তু কোন কাজের নাম নেই, সবই যেন মেঘের হাক ডাকের মত । কোন উপায়ান্তর না পেয়ে মেয়ের মা এক অদ্ভুদ মান্নত করে বসল । মেয়ে সুস্থ হলে সে তার মল খাবে । অদ্ভুদ এই মান্নতে অদ্ভুদ ফল পেল । মেয়ে সুস্থ হল । এখুন মেয়ের মার মল খাবার পালা । বিপদের সময় কি যা তা বলে ফেলেছে কিন্তু এখুন কি আর মল খাওয়া যায়? কিন্তু মান্নত না মানলে পাছে মেয়ের আবার ক্ষতি হয় তাই সে মল খাওয়ার চেষ্টা করল কিন্তু মল দেখলেই বমি আসে আর খেতে পারেনা । বুঝুন , কি হাল?
ঘত্না-২ঃ
বাবুল ভাইয়ের ছেলের অসুখ । অনেক কিছু করে যখন কিছুই হলনা শেষে ছেলের মা মান্নত করল ছেলে সুস্থ হলে সে আজীবন রোজা রাখবে । যাহোক, ছেলে সুস্থ হল । কিন্তু ছেলের মায়ের শরীর এমনিই বেহাল যে মাঝে মাঝে অজ্ঞান হয়ে পরে তার উপর রোজা রাখবে কি করে তাও আবার আজীবন ।
উপরোক্ত দুটি ঘটনাই বাস্তব । এখুন একটা গল্প মনে হল । শুনুন তবে –
এক লোকের ছাগল হারিয়ে গেল । সে খুঁজতে বের হয়েছে । সারাদিন খুঁজে খুঁজে বেচারা কষ্টে কাহিল । আচমকা সে আল্লাহকে বলল, ছাগল না পেলাম কোন দুঃখ নেই কিন্তু ছাগলটা যে নিয়েছে তার যদি দেখা পেতাম তবে তোমার নামে আরেকটা ছাগল কুরবানি দিতাম । মালিকের দয়া হল । কিছুদূর যাবার পর লোকটির সামনে এক সিংহ এসে দাঁড়াল যে তার ছাগল কে চিড়ে খাচ্ছিল । অবস্তা দেখে এখুন লোকটির প্রান যাবার উপক্রম । সে আল্লাহকে বলল এই হিংস্র সিংহের থাবা থেকে যদি আমায় বাচাও তবে তোমার নামে গরু কুরবানি দিব ।
এত কিছু বলার দ্বারা আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি বিপদের সময় মাথা ঠিক রেখে কথা বলুন । কিছু বলার আগে তিনবার ভাবুন ।
এইত কিছুদিন আগে ছোট বোন বলল তার ঘুমের পরিমাণ বেড়ে গেছে কি করা যায়? আমি টিপস দিলাম কি করে কমান যায় । আবার গতকাল মেসেজ দিয়েছে ঘুম একদমই হচ্ছেনা কি করি!!!
আমার ভাগ্নে বলে এভাবে, মামা, কিছুদিন আগে আমি যখন চিকনা ছিলাম সবাই বলত শুটকি, আর এখুন মোটা হয়েছি সবাই বলে মুটকি, কোনদিকে যাব বলুন?
পেপার খুললেই দেখি নানা দাওয়াখানার বিজ্ঞাপন- এখানে চিকন স্বাস্থ্য মোটা করিয়া থাকি আবার দেখি একটু পরেই আরেক দাওয়াখানার বিজ্ঞাপন এখানে মোটা স্বাস্থ্য চিকন করিয়া থাকি । কি আজব, তাইনা?
কেউ মোটা হয়ে সমস্যায় ভোগে আর কেউ চিকনা হয়ে । যাহোক , ফাও পেচাল যাই পারিনা কেন, কথা একটাই বিপদে মাথা ঠাণ্ডা রাখুন ( আবার ঠাণ্ডায় জমে যাইয়েন না) কিছু বলার আগে তিনবার ভাবুন ।
এজন্যই বলে ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিওনা’ ।
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৫
দায়ী বলেছেন: ভাই, ভালো করে চিন্তা করে বইলেন
পরে আবার বইলেন না ঘুম কমানর টিপস দেন
২| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২২
সোহানী বলেছেন: ফ্রিতে ভালো উপদেশ.........
০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৭
দায়ী বলেছেন: যখন চেম্বার খুলে বসব তখন আর ফ্রি পাবেন না
৩| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
লিংকন১১৫ বলেছেন: ভাই আমি চিক্কন , আমি মোটা হইবার চাই , টিপস দেন
০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৮
দায়ী বলেছেন: আমি তো হেকিমি করিনা
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৮
কাজী মামুনহোসেন বলেছেন: মল খাওয়ার মানত করা পাগলামী ছাড়া কিছু নয়। অতি উৎসাহীদের দ্বারাই এসব সম্ভব।
আপনার কথার সাথে সহমত।
ভাই ঘুম কমানোর টিপস টা আমারও দরকার, একটু উপকার হইত।