![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবী নামক বিশ্ববিদ্যালয়ের আমি একজন নগণ্য ছাত্র । জীবনের প্রতিটি ঘটনা আমাকে ভাবায় ,শেখায় । আমিও ভাবতে, শিখতে ও সেগুলো কে কাজে লাগাতে চেষ্টা করি । জীবন বাস্তবিকই অনেক সুন্দর । শুধু কিছু কুলাংগার আমাদের সপ্ন কে কেড়ে নিয়ে আমাদের জীবন কে দুর্বিষহ করতে চায় । আসুন , আমরা সকল দুঃখ -জরাকে দূরে ঠেলে দিয়ে সুন্দর করে বাঁচতে শিখি । নিজে সুখী হই , অন্যকেও সুখী হতে সাহায্য করি । সবার জন্য শুভ কামনা সব সময়ের জন্য ।
হুম, এই নানা সেই নানা নয় এর নাম ব্যানানা । বাংলায় এরে কদলী বা কলা বলে । এটা বারমাসি পাওয়া যায় । এটাকে কেউ ফল আবার কেউ সবজি বলেন । আমি সে তর্কে যাচ্ছিনা । এর যে অনেক উপকারি দিক আছে তা আপনাদের গোচরে আনাই আমার লক্ষ্য ।
কলাতে আঁশ পাবার সাথে সাথে প্রাকৃতিক তিন্তি চিনি সুক্রোজ, ফ্রুক্টয ও গ্লুকোজ বিদ্যমান । এটা তাৎক্ষনিক শক্তি যোগাতে অতুলনীয় । গবেষণায় প্রমানিত যে, একটানা দের ঘণ্টা পরিশ্রমে যে শক্তি ক্ষয় হয় মাত্র দুটি কলাই তা পুসিয়ে দিতে পারে । অবাক হবার কিছু নেই, একারনেই বিশ্বের সকল অ্যাথলেটদের কলাকেই বেশি পছন্দ । শক্তি জোগান দিয়ে শরীরকে সুস্থ রাখাই কলার একমাত্র কাজ নয় বরং এটা অনেক রোগের উপশমও করে । তো আসুন বেশি ক্যাচাল না করে জেনে নিই কলার উপকারি দিকগুলী-
বিষণ্ণতা- বিষণ্ণায় আক্রান্তদের মাঝে মাইন্ড কর্তৃক পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে যে যারা কলা খান তারা খুব সহজেই বিসন্নতাকে এড়িয়ে যেতে পারেন । কেননা , কলায় আছে ট্রিপ্টোফ্যান নামক প্রোটিন যা শরীরে সেরাটনিন তৈরি করে আপনার মনকে চাঙ্গা রাখতে সহায়ক ভুমিকা পালন করে।
পি এম এস- নারীর মনোপজ হবার পর যে সমস্যা দেখা দেয় তা কাটিয়ে উঠতে এটা সহায়ক । বড়ির চেয়ে একটি করে কলা খান কেননা কলার বি৬ ভিতামিনটি রক্তে গ্লুকোজের লেভেল বজায় রাখে যা আপনার মুড বজায় রাখতে সাহায্য করে ।
অনিদ্রা- কলায় প্রচুর আয়রন থাকায় রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বেশ কার্যকর যা আপনার অনিদ্রাকে পাশে ঠেলে দেয় ।
রক্ত চাপ- সামান্য পরিমাণ লবনের সাথে সাথে এতে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে যা রক্তচাপ কে হারিয়ে দিতে বেশ পটু । রক্তচাপ ও স্ট্রোকের ঝুকি কমাতে আমেরিকান খাদ্য ও ওষুধ প্রশাসন কলা শিল্পকে নিয়মিতভাবে যেন অফিসিয়ালদের চাহিহা মেটাতে পারেন তার অনুমতি দিয়েছেন ।
ব্রেনের দক্ষতায়- ২০০ ছাত্রের উপর জরিপ করে দেখা গেছে যে , যে সকল ছাত্ররা তাদের সকার নাস্তায়, বিরতিতে ও দুপুরের খাবারে কলা খেয়েছেন তাদের ব্রেনের দক্ষতা একটু বেড়েছে অন্যদের চেয়ে । গবেষণায় পাওয়া গেছে, পটাশিয়াম যুক্ত খাবার ছাত্রদের কে সক্রিয় রেখে মস্তিস্কের ক্ষমতা বাড়াতে বেশ কার্যকরী ভুমিকা রাখে ।
কোষ্ঠকাঠিন্যে – কলায় আঁশ থাকায় তা অন্ত্রের স্বাভাবিক কাজ বজায় রাখতে সহায়তা করে ।
অবসাদ দূরীকরণে- মধু মিস্রিত কলার মিল্কসেক অবসাদ দূরীকরণে ওস্তাদের কাজ করে । কলা পেটকে শান্ত করে, মধু রক্তের ক্ষতিগ্রস্থ চিনির লেভেল উদ্ধারে সাহায্য করে আর দুধ সিস্টেমকে সচল করে আরাম দিতে সহায়তা করে ।
বুক জ্বালাপোড়ায় – কলা শরীরে প্রাকৃতিক এন্টাসিডের কাজ করে । তাই বুক জ্বালা পোড়া হওয়া মাত্রই কলা খান ও এই ব্যথাকে রুখে দিন ।
প্রাতঃ অসুস্থতা- খাবার মাঝে কলা খান যা আপনার রক্তের ভারসাম্য বজায় রেখে আপনাকে প্রাতঃ অসুস্থতা থেকে রক্ষা করে ।
মশার কামড়ে – মশার কামড়ে যাদের গা চুল্কায় বা ফুলে যায় তারা কোন ক্রিম লাগানর আগেই কলার খসার ভিতরের দিক দিয়ে আক্রান্ত স্থানে ঘষতে পারেন , এতে তা উপশম হবে ।
স্নায়ুতন্ত্রে- কলার ভিতামিন বি স্নায়ুতন্তের বেশ কাজে দেয় ।
আলসারে- কলার নমনীয়তার কারণে অন্ত্রঘটিত যাবতীয় গোলমালে এর ব্যবহার লক্ষণীয় । যাদের বেশ এসিডিটি আছে তারাও এটা খেয়ে উপকৃত হন ।
তাপমাত্রা নিয়ন্ত্রনে- নানা সংস্কৃতিতে কলাকে কোমল ফল হিসেবে দেখা হয় । তাই সম্ভাব্য মায়ের মেজাজের কোমলতায় কলাকে বেশ ভালোভাবেই ব্যবহার করা হয় । যেমন, থাইল্যান্ডে গর্ভবতী মায়েরা তাদের সন্তান যেন শান্ত মেজাজের হয় একারনে কলা খেয়ে থাকেন ।
দেখা যাচ্ছে কলা একটি প্রাকৃতিক প্রতিকারক । এটাকে গরিবের আপেল বলতে পারেন । এতে আছে দ্বিগুণ কার্বোহাইড্রেট, তিনগুন ফসফরাস, চারগুন প্রোটিন, পাচগুন ভিতামিন এ ও আয়রন ।
হরেক রকম গুন আছে কি বলব আর
না খেলে যাবেনা বোঝে, খেলেই পরিস্কার !!
নেট থেকে অনুবাদ করে দিলাম লেখাটা । কাজেই বেশ সময় নিয়েছে আমার ও কষ্টও দিয়েছে । আপনারা পরে উপকৃত হলেই এই কষ্ট সার্থক হবে ।
আমারে আবার কলা দেখিয়ে চলে যাইয়েন না !!!
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৮
দায়ী বলেছেন: খুব ভালো, ঘরে কলা থাকলে তো দোকানী কলা বেচতে না পেরে পটল তুলবে
২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৬
বাহলুল বলেছেন: ভাই হরেক রকম কলা আছে, কোন কলা খাব সেটাতো বললেন না।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৮
দায়ী বলেছেন: সব কলাই দুটি করে এনে আমারে খবর দিয়েন
তারপর দেখামুনে কোনটি খেতে হয় ?
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৯
আমিভূত বলেছেন: আমার তো কলা খেলে গ্যাসের প্রব্লেম হয় ,বুক জালা পোড়া করে !
আপনার তথ্যের সাথে মিলল না !
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪০
দায়ী বলেছেন: এই প্রথম শুনলাম, কলা খেলে বুক জ্বালা করে
আপনি বরং চুয়িং গাম চিবান যখন বুক জ্বালা করে, কাজে দিতে পারে ।
৪| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫
হাবীব কাইউম বলেছেন: জান্নাতেও কলা থাকবে বলা হয়েছে সূরা আল ওয়াকিয়ায়। কিন্তু কেমিকেলযুক্ত কলা খেলে কী ক্ষতি আর আপনার এত উপকার পাওয়ার জন্য কেমিকেলমুক্ত কলা কোথায় পাওয়া যাবে সেই সন্ধান যদি দিতেন।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৩
দায়ী বলেছেন: ভাই, গাছে কেমিক্যাল মুক্ত কলা পাওয়া যায়
দয়াল বাবা কলা খাবা
গাছ লাগিয়ে খাও
৫| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪
শাকিল ১৭০৫ বলেছেন: ভাই, গাছে কেমিক্যাল মুক্ত কলা পাওয়া যায়
দয়াল বাবা কলা খাবা
গাছ লাগিয়ে খাও
হা হা হা
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৭
দায়ী বলেছেন:
৬| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯
মৈত্রী বলেছেন:
হুম, আজ সকালে ব্রেকফাস্টে কলা খেয়েছি...
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৮
দায়ী বলেছেন: তাইলে তো ইতিমধ্যেই ফায়দাগুলি আপনার ভিতরে আপলোড হয়ে গেছে
৭| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২০
কোলাহল নির্জনে বলেছেন: বেশি বেশি কলা খান। ভাতের উপর চাপ কমান
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৩
দায়ী বলেছেন: বেশী বেশী কলা মানে পুডিং খাবোনি?
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৩
জাহিদ গাছবাড়ী বলেছেন: আমার ঘরে কলা নাই,