|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 দায়ী
দায়ী
	এই পৃথিবী নামক বিশ্ববিদ্যালয়ের আমি একজন নগণ্য ছাত্র । জীবনের প্রতিটি ঘটনা আমাকে ভাবায় ,শেখায় । আমিও ভাবতে, শিখতে ও সেগুলো কে কাজে লাগাতে চেষ্টা করি । জীবন বাস্তবিকই অনেক সুন্দর । শুধু কিছু কুলাংগার আমাদের সপ্ন কে কেড়ে নিয়ে আমাদের জীবন কে দুর্বিষহ করতে চায় । আসুন , আমরা সকল দুঃখ -জরাকে দূরে ঠেলে দিয়ে সুন্দর করে বাঁচতে শিখি । নিজে সুখী হই , অন্যকেও সুখী হতে সাহায্য করি । সবার জন্য শুভ কামনা সব সময়ের জন্য ।
• দান করার সময় ১০০ টাকা অনেক বড় মনে হয় অথচ 
কেনাকাটার সময় তা কতইনা ছোট !
• টাকা ধার দিতে মনে হয় প্রান বেরিয়ে গেল অথচ সুদী কারবারে আরাম মনে হয় !
• দুই ঘণ্টা ইবাদাতের কথা শুনলে কত দীর্ঘ মনে হয় অথচ হলিউড/ ডালিউড/ টালিউডের মুভি ২/৩ ঘণ্টার দেখা কিছুই মনে হয়না ! 
• কুরআন পড়ার সময় পাইনা অথচ শত শত উপন্যাস পড়ার সময় মেলে ! 
• কনসার্টে / খেলার মাঠে সামনে বসার জন্য কত প্রচেষ্টা আর মসজিদে যত পিছনে বসা যায় !
• নাস্তিক লেখকদের বই পরে মনে হয় যুক্তি সঙ্গত কথা আর আস্তিকদের বই পরে মনে হয় রাবিশ ! 
• সংবাদ পত্রের কথা কত সহজেই বিশ্বাস করি ও মেনে নিই অথচ কুরআনের কথা বিশ্বাস করা ও মেনে নিতে কষ্টকর !
• লিফলেট/ বিজ্ঞাপন আমরা কত সহজেই প্রচার করি অথচ আল্লাহর বাণী প্রচারে আমাদের হাজার চিন্তা ! 
• বন্ধুর সাথে আধা/ এক ঘণ্টা ধরে কথা বলতে সময় পাই অথচ আল্লাহর সাথে কথা বলতে / নামায পড়তে ১৫ মিনিট সময় করতে পারিনা !
• রমযানে তারাবীহ পড়তে একঘণ্টাকে অনেক বেশি মনে হয় অথচ ফুটবল খেলার দেড় ঘণ্টাকে মাত্র মনে হয় !
• আল্লাহর তৈরি জান্নাত-জাহান্নামকে হাস্যকর মনে হয় অথচ মানুষের তৈরি কল্পনাবিলাসী রচনাগুলিকে খুব মেধার পরিচয় বলে মনে হয় !
• সিনেমা হলে/ থিয়েটারে প্রবেশ করলে বের হতে ইচ্ছে হয়না অথচ মসজিদ থেকে বের হতে কত তাড়া !
• গানের তাল লয় ঠিক করতে কতই না প্রচেষ্টা অথচ কুরআনের উচ্চারন ঠিক করার ব্যাপারে একদম উদাসীন ।
 
• ভুরি ভুরি টাকা খরচ করে তাজমহল দেখতে যেতে পারি অথচ বায়তুল্লাহ/ আল্লাহর ঘর দেখতে যেতে পারিনা । 
• স্বাস্থ্যহানির ভয়ে সন্তানকে রোযা রাখতে দেইনা অথচ মুটিয়ে যাওয়ার ভয়ে খাওয়া কমিয়ে দেই !
• বাইরের লোকদের কথা কত গুরুত্ব দিয়ে শুনি ও মানি আর মা-বাবার কথা শুনতে ও মানতে মন চায়না !
• বসের সামনে হিসাব দেয়ার চিন্তায় কাচুমাচু থাকি অথচ আল্লাহর সামনে হিসাব দেয়ার পরোয়া করিনা !
• সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে অথচ দুনিয়ায় থাকার জন্য কি প্রানান্তকর প্রচেষ্টা !
আমাদের হুশ হবে কি? কোন পথে চলেছি আমরা !!!  
 ৭ টি
    	৭ টি    	 +৫/-০
    	+৫/-০  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৯:২৯
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৯:২৯
দায়ী বলেছেন: ধন্যবাদ কালপরী ।
২|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:০৭
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:০৭
আদম_ বলেছেন: আসলেই তো! কথা গুলো ঠিক।
  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৯:৩২
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৯:৩২
দায়ী বলেছেন: আদম, জী 
মাইন্ড করলেন নাতো? 
ধন্যবাদ আপনাকেও । 
৩|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ১০:২৬
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ১০:২৬
সুলাইমান হাসান বলেছেন: হুম..................................
৪|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  বিকাল ৩:০৫
০৪ ঠা এপ্রিল, ২০১৩  বিকাল ৩:০৫
পেন্সিল চোর বলেছেন: ডাহা সত্য কথা।
+++++++++++++++++
৫|  ০৭ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৩৫
০৭ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৩৫
সোহেল সি এস ই বলেছেন: চমৎকার তুলনা.
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:০৫
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:০৫
কালোপরী বলেছেন: +++++++++++++