![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবী নামক বিশ্ববিদ্যালয়ের আমি একজন নগণ্য ছাত্র । জীবনের প্রতিটি ঘটনা আমাকে ভাবায় ,শেখায় । আমিও ভাবতে, শিখতে ও সেগুলো কে কাজে লাগাতে চেষ্টা করি । জীবন বাস্তবিকই অনেক সুন্দর । শুধু কিছু কুলাংগার আমাদের সপ্ন কে কেড়ে নিয়ে আমাদের জীবন কে দুর্বিষহ করতে চায় । আসুন , আমরা সকল দুঃখ -জরাকে দূরে ঠেলে দিয়ে সুন্দর করে বাঁচতে শিখি । নিজে সুখী হই , অন্যকেও সুখী হতে সাহায্য করি । সবার জন্য শুভ কামনা সব সময়ের জন্য ।
১। অল্প দিলে ভাল লাগেনা, বেশি দিলে বিষ
শাশুড়ি বলে বৌকে আন্দাজ মত দিস ।
২। ফুটোর মাঝে ডুকিয়ে নাড়াচাড়া করে
কখনো বোজে, কখনো খুলে থাকে ঘরে ।
৩। বিয়ের সময় দাদা দেয় একবার
সারাজীবন বৌদি দেয় দেয় বারবার ।
৪। ঢোকেনা, তবুও ঢোকাও
কেন পরের মেয়ে কাদাও,
পারলে উত্তর দাও?
৫। আইছি কাজে, কইনা লাজে,
আছে দুই লরা তার মাঝে ।
৬। ঘসা দিলে মিটে আশা
নইলে পড়ে সব নিরাশা ।
৭। বুড়োদের ন’বার ছ’বার
ছোকরাদের একবার ।
৮। ফুটোর মধ্যে দিয়ে ফাটা,
নড়েছরে পড়ে আঠা,
বল, কি বুঝেছিস বেটা?
৯। দুই ঠ্যাং ছড়াইয়া, মাঝে দিল ভরিয়া
আপন কাজ করিয়া, পড়ে দেয় ছাড়িয়া ।
১০। হাত আছে পা আছে মাথা তার কাটা
আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা ।
১১। পাচ বেটায় ধরে,
বত্রিশ বেটায় করে
এক বেটা ধাক্কিয়ে নেয় ঘরে ।
১২। এটার ভিতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া
বাইরের লোকে যত ঠেলে , মুখটি মোটে নাহি খোলে ।
১৩। চিৎ করে ফেলে উপর করে
এমন করা করে, গহ্না শুদ্ধ নড়ে ।
১৪। দৌড়িয়ে গিয়ে জরিয়ে ধরে করছে টানাটানি
মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়েছে পানি ।
১৫। জামাই এল কাজে
বলতে পারিনা লাজে,
আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙয়ের মাঝে ।
১৬। শুইতে গেলে দিতে হয়
না দিলে ক্ষতি হয় ।
১৭। গলা জরিয়ে আসে রসিক যুবতী
কোমরে বসায়ে সমতনে বসতি ।
১৮। বেটির নাম পার্বতী
নাচতে নাচতে গর্ভবতী ।
১৯। মুখেতে খেলে চুমু হাসে খল খল
পেটের মাঝে শুধু জল করে ছল ছল ।
কয়টা পেরেছেন?
না পারলে উত্তরগুলি মিলিয়ে নিন ।
উত্তরঃ ১। লবণ ২। তালাচাবি ৩। সিঁদুর ৪। হাতের চুড়ি ৫। গাভির দুধ ৬। ম্যাচ ৭। সুই সুতা পরান ৮। দোয়াত, কলম কালি ৯। যাতি দ্বারা সুপারি কাটা ১০। শার্ট ১১। ভাত খাওয়া ১২। দরজার খিল ১৩। গয়না পড়ে শীল পাটায় মসলা বাটা ১৪। খেজুর গাছ থেকে রস পড়া ১৫। গাই দোহান ১৬। দরজার খিল ১৭। কলসি ১৮। নাটাই সুতা ১৯। হুক্কা
১৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪৪
দায়ী বলেছেন: ধন্যবাদ ।
২| ১৯ শে মে, ২০১৩ সকাল ৯:৫১
রাঘব বোয়াল বলেছেন: বেপক আনন্দ পাইলাম
১৯ শে মে, ২০১৩ সকাল ৯:৫৩
দায়ী বলেছেন: যাতে আনন্দ পান, এই জন্যই এ কষ্ট স্বীকার করা ।
৩| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:১৮
s r jony বলেছেন:
১৪ ই মে, ২০১৫ দুপুর ২:০৬
দায়ী বলেছেন:
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩১
মাঘের নীল আকাশ বলেছেন: পুরা মাথানষ্ট!!!
১৪ ই মে, ২০১৫ দুপুর ২:০৬
দায়ী বলেছেন: কি হল আবার ?
৫| ০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৪
রাহুল ছ বলেছেন: প্রাচীন বাংলা থেকে আজ পর্যন্ত বিভিন্ন ধরনের ধাঁধা আমাদের এই দেশে প্রচলিত রয়েছে। যখন বিভিন্ন বয়সের মানুষজন এক জায়গায় একসঙ্গে আড্ডায় বসে তখন বিভিন্ন ধরনের ধাঁধার একটা প্রচলন সেই প্রাচীন বাংলা থেকেই আমাদের দেশে চলে আসছে। একটা সময় ছিল যখন এ সকল ধাঁধা ধরে মানুষদের অর্থাৎ ছেলেমেয়েদের একটা বিনোদনের বিষয় ছিল এবং তার সঙ্গে সঙ্গে চিন্তাশক্তি বৃদ্ধি করত এ সকল ধাঁধা।
https://collegetouniversity.com/dhadha-with-answer
৬| ০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৪
রাহুল ছ বলেছেন: প্রাচীন বাংলা থেকে আজ পর্যন্ত বিভিন্ন ধরনের ধাঁধা আমাদের এই দেশে প্রচলিত রয়েছে। যখন বিভিন্ন বয়সের মানুষজন এক জায়গায় একসঙ্গে আড্ডায় বসে তখন বিভিন্ন ধরনের ধাঁধার একটা প্রচলন সেই প্রাচীন বাংলা থেকেই আমাদের দেশে চলে আসছে। একটা সময় ছিল যখন এ সকল ধাঁধা ধরে মানুষদের অর্থাৎ ছেলেমেয়েদের একটা বিনোদনের বিষয় ছিল এবং তার সঙ্গে সঙ্গে চিন্তাশক্তি বৃদ্ধি করত এ সকল ধাঁধা।
https://collegetouniversity.com/dhadha-with-answer
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪২
ৈতয়ব খান বলেছেন: সুন্দর