নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিনিক্স

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

জামাত-শিবির ছাগুরা নাস্তিক, লুল।B-) B-)B-)

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

জানি না আ লীগ কতটুকু চায় জামাতের রাজনীতি বন্ধ হোক, আমি সন্দিহান, যদি তারা আসলেই চাইত তবে জামাতের অর্থায়নের উৎস অনেক আগেই বন্ধ করে দিত যা গণজাগরণ মঞ্চের অন্যতম একটি দাবি, যদি সরকার অনেক আগেই এই কাজ করত তবে আজ হেফাজত করতে কেউ আসত না জামাতকে, হেফাজত এত টাকা কৈ থেকে পাইল? মাদ্রাসায় কোন ঘরের ছেলেমেয়েরা পড়া শুনা করে? হত দরিদ্র না হলে কেউ তার ছেলেমেয়েকে মাদ্রাসাতে পড়া শুনা করতে পাঠায় না, এখন কথা হল এই ছেলে মেয়েরা কিভাবে এই আন্দলনের জন্য ১ হাজার করে টাকা দিবে, যেখানে তাদের পরিবারের অবস্তা অনেক খারাপ ? এই কথা বলছি কারণ কাল প্রথম আলো পত্রিকায় পড়লাম "হেফাজতের নেতার বলেছে তাদের প্রত্যেক ছাত্র ১ হাজার টাকা করে চাঁদা দিছে, (এটা তাদের প্রথম অর্থ উৎস) , আর অনেক মানুষ তাদের টাকা দান করছে ......" কিন্তু কারা দান করছে সেটার সঠিক কোন তথ্য তারা দেয় না কারণ অর্থের আসল উৎস জামাত সেটাত আর মুখে সবার সামনে বলা যায় না, তাই না।

বাংলাদেশে ২ লাখের কম মানুষের ব্লগে অ্যাকাউন্ট আছে, তাদের মধ্যেতো আর সবাই নাস্তিক না, সব ব্লগার যদি নাস্তিক হয় তবে জামাত-শিবির ছাগুদেরও একটা ব্লগ ছিল "সোনার বাংলা ব্লগ" তবে সেই ব্লগের সব উজাররাও নাস্তিক, তার মানে জামাত-শিবির ছাগুরা নাস্তিক, লুল। B-)B-)B-)B-)



আর সব ব্লগারা যদি নাস্তিক না হয় তবে গুটি কয়েক ব্লগারদের জন্য এত টাকা খরচ করে আন্দোলন করার কি দরকার ? অপচয়কারি শয়তানের দোস্ত ইসলামে আছে, তবে কি হেফাজত কি শয়তানের দোস্ত?



ভাই দেশে অনেক মানুষ দারিদ্র সিমার নিচে বসবাস করে তাদের জন্য ওই টাকা দিয়ে কিছু করেন আল্লাহ্‌ খুশী হইব।

ইসলামের নামে জামাতকে বাঁচানোর অপচেষ্টা করিয়েন না কারণ আল্লাহ্‌ বুদ্ধি প্রতিবন্ধি না যে আমাদের কলা কৌশল বুঝতে পারবে না।

আপনাদের জন্য আল্লাহ্‌ কুরানে বলেছেন



সূরা আল আ’রাফ -



আয়াত ৮-

আর সেদিন যথার্থই ওজন হবে। অতঃপর যাদের পাল্লা ভারী হবে, তারাই সফলকাম হবে।



আয়াত ৯-

এবং যাদের পাল্লা হাল্কা হবে, তারাই এমন হবে, যারা নিজেদের ক্ষতি করেছে। কেননা, তারা আমার আয়াত সমূহ নিয়ে বাড়াবাড়ি করতো।



সুতরাং বুঝতেই পারছেন, ভণ্ডামি বন্ধ করেন।



ব্লগ নিয়ে হৈচৈ, মক্কার খবর কই? (Click This Link)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: হত দরিদ্র না হলে কেউ তার ছেলেমেয়েকে মাদ্রাসাতে পড়া শুনা করতে পাঠায় না,[/sb



ভালো বুঝসেন। বর্তমান দুনিয়ার সাথে সম্পর্ক আছে ???

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯

দানবিক রাক্ষস বলেছেন: না ভাই আপনি একটু করায় দেন দয়াকরে,

আমার দূর সম্পরকের এক চাচাতো ভাই দাখিল পাস করছে,

আপনার থেকে আমার বেশী সম্পর্ক আছে দুনিয়ার সাথে,

আপনি কোথায় পড়া শুনা করছে জানতে মুন চায়।

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

সোজা আঙ্গুল বলেছেন: সব ব্লগার যদি নাস্তিক হয় তবে জামাত-শিবির ছাগুদেরও একটা ব্লগ ছিল "সোনার বাংলা ব্লগ" তবে সেই ব্লগের সব উজাররাও নাস্তিক, তার মানে জামাত-শিবির ছাগুরা নাস্তিক, লুল

সোনা ব্লগের কারণে তারা নাস্তিক বইলাইতো ব্যান খাইছে !!!!!!!! :((

........জামাতের অর্থায়নের উৎস অনেক আগেই বন্ধ করে দিত যা গণজাগরণ মঞ্চের অন্যতম একটি দাবি..........

স্বপ্ন দেকতে তাহেন, তয় স্বপ্ন যেন আবার দোষ না হয় !!!!!!!!!!!!!

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০

দানবিক রাক্ষস বলেছেন: স্বপ্নদোষ হবে না এতটুকু নিশ্চিত আছি। ;)

উপদেশের জন্য ধন্যবাদ।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯

দক্ষিনা বাতাস বলেছেন: ব্লগার হিসেবে না হলেও মানুষ হিসেবে ভাষা সুশীল হওয়া উচিত বলে মনে করি। :D :D

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২

দানবিক রাক্ষস বলেছেন: কার কথা বলছেন ভ্রাতা?

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪

ইউআরএল বলেছেন: সব ব্লগার যদি নাস্তিক হয় তবে জামাত-শিবির ছাগুদেরও একটা ব্লগ ছিল "সোনার বাংলা ব্লগ" তবে সেই ব্লগের সব উজাররাও নাস্তিক, তার মানে জামাত-শিবির ছাগুরা নাস্তিক, লুল। B-))

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮

দানবিক রাক্ষস বলেছেন: লুল রে লুল B-)) B-)) B-)) B-)) B-)) B-) B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.