![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
একটি মৃত আত্মা, দাফন করা হয়নি।
একটি মৃত সম্রাজ্য, শুধুই হায়নার আট্টোহাসি।
কয়েকটি বিকলাঙ্গ স্বপ্ন যেন অকালগর্ভপাত,
কয়েকটি ব্যর্থতা, কয়েকটি পরাজয়, কয়েকটি প্রতিবন্ধী স্বপ্ন,
তারপর
একটি বিদায়,
একটি কাফন,
একটি কবর,
একটি সমাধি।
অসংখ্য কারণ একটি ঘৃণার হৃদপিণ্ড,
একটি জমাটবাধা রক্তের স্রোত।
একটি কবিতা,
একটি শেষ অধ্যায়,
একটি অসমাপ্ত বাক্য।
একটি কারাগার,
একটি অবক্ষয়ের শেকল,
তারপর
একটি পরাজিত আর্তনাদ !
(২০০৮)
২৩ শে জুন, ২০১৫ রাত ১:১১
দানবিক রাক্ষস বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৫ রাত ১:০৩
অপ্রকাশিত কাব্য বলেছেন: অসাধারন! ভালো লাগা জানবেন অনিঃশেষ